Here are the Top Bengali Current Affairs GK: October 11, 2018
Bengali Current Affairs GK: October 11, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: October 11, 2018
- International Day of the Girl Child প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 12 নভেম্বর
[b] 11 সেপ্টেম্বর
[c] 11 অক্টোবর
[d] 10 নভেম্বর - হেনলি পাসপোর্ট ইনডেক্স এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী ঘোষণা করা হল?
[a] জাপান
[b] সিঙ্গাপুর
[c] জার্মানি
[d] ফ্রান্স - ভারতের নবনিযুক্ত Solicitor General এর নাম কী?
[a] রাজীব রায় ভটনাগর
[b] রাজীব জৈন
[c] রাজেন্দ্র সিং
[d] তুষার মেহতা - কোন দেশে 2022 গ্রীষ্মকালীন যুব অলিম্পিপ গেমস আয়োজিত হবে?
[a] আর্জেন্টিনা
[b] সেনেগাল
[c] সুইজারল্যান্ড
[d] ইন্ডিয়া - কোন দেশে 2018 বিশ্ব কুস্তি প্রতিযোগিতা (World Wrestling Championships) আয়োজিত হবে?
[a] আলজেরিয়া
[b] বুলগেরিয়া
[c] হাঙ্গারি
[d] আর্মেনিয়া - IDBI ব্যাঙ্কের নতুন MD ও CEO পদে কাকে নিযুক্ত করা হল?
[a] রাকেশ শর্মা
[b] জে পাকিরিস্বামি
[c] দীনবন্ধু মহাপাত্র
[d] কার্নাম শেখর
- ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ (IISER) এর দুটো নতুন ক্যাম্পাস নিম্নলিখিত কোন দুটি শহরে নির্মাণ করার জন্যে কেন্দ্রীয় সরকার আদেশ দিল?
[a] তিরুপতি (অন্ধ্রপ্রদেশ) ও বেহরমপুর (উড়িষ্যা)
[b] কোদাইকানাল (তামিলনাডু) ও ঝারসুগরা (উড়িষ্যা)
[c] মাইসোর (কর্ণাটক) ও সুরাত (গুজরাট)
[d] কোচি ( কেরালা) ও ইন্দোর (মধ্যপ্রদেশ) - ভারতের প্রথম ‘Miss Trans Queen’ এর শিরোপা অর্জন করলেন বীণা সেনদ্রে। তিনি কোন রাজ্যে বসবাস করেন?
[a] ঝাড়খণ্ড
[b] বিহার
[c] মহারাষ্ট্র
[d] ছত্তিসগড়
- বুয়েনস আয়ার্সে যুব অলিম্পিকে সৌরভ চৌধুরী কোন ইভেন্টে স্বর্ণপদক প্রাপ্ত করলেন?
[a] শুটিং
[b] কুস্তি
[c] ওয়েট লিফটিং
[d] জুডো - কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় “India for Humanity” প্রকল্পটি চালু করেছে?
[a] গ্রামীণ উন্নয়ন
[b] রেল
[c] বিদেশ মন্ত্রালয়
[d] প্রতিরক্ষা
Bengali Current Affairs GK: October 11, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- কেন্দ্রীয় মন্ত্রীমণ্ডল পর্যটন ক্ষেত্রে ভারত ও কোন দেশের মধ্যে একটি MoU চুক্তি সাক্ষর করলো?
[a] রোমানিয়া
[b] সার্বিয়া
[c] এলজেরিয়া
[d] বুলগেরিয়া - জেরেমি লালরিন্নুঙ্গা কোন খেলার সাথে যুক্ত?
[a] শুটিং
[b] ওয়েটলিফটিং
[c] ব্যাডমিন্টন
[d] টেনিস - World AIDS day প্রতিবছর কোন দিন উদ্যাপিত করা হয়?
[a] 1 December
[b] 1 July
[c] 10 July
[d] 16 September
- নিম্নলিখিত কোন ন্যাশনাল পার্কটি আসামে অবস্থিত?
[a] বাল্মীকি
[b] নামদফা
[c] পাপিকোন্ডা
[d] নামেরি - হরিয়ানার গভর্নরের নাম কী?
[a] সত্যদেব নারায়ণ আর্য
[b] লালজি টন্ডন
[c] সত্য পাল মালিক
[d] তথাগত রায় - সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর বর্তমান ডিরেক্টরের নাম কী?
[a] রাজেন্দ্র সিং
[b] অলোক ভর্মা
[c] রাজীব জৈন
[d] অনিল ধাসমানা - গোল্ডেন ফাইবার বিপ্লব নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত?
[a] পেঁয়াজ/ ফার্মাসিউটিক্যাল
[b] মাংস এবং টমেটো
[c] কোকো
[d] পাট
- ‘We the people’ বইটির লেখক কে?
[a] টি এন কৌল
[b] জে আর ডি টাটা
[c] খুসওন্ত সিং
[d] নানি পাল্কিবালা
- ‘Nineteen Eighty Four’ বইটির লেখক কে?
[a] থমাস হার্ডি
[b] এমিলি জোলা
[c] জর্জ অরওয়েল
[d] ওয়াল্টার স্কট
- নিচের কোন গ্যাসের উপস্থিতির কারণে ব্রাস বায়ুতে বিকৃত হয়?
[a] অক্সিজেন
[b] হাইড্রোজেন সালফাইড
[c] কার্বন ডাইঅক্সাইড
[d] নাইট্রোজেন
- নিম্নলিখিত কোনটি একটি অধাতু যা ঘরের তাপমাত্রায় তরলতা বজায় রাখে?
[a] ফসফোরাস
[b] ব্রোমিন
[c] ক্লোরিন
[d] হিলিয়াম
- নীচের কোনটি পেন্সিলগুলিতে ব্যবহার করা হয়?
[a] গ্রাফাইট
[b] সিলিকন
[c] চার্কোল
[d] ফরফোরাস
- নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন ধাতুটি অন্যান্য ধাতুগুলির সাথে একটি সংমিশ্রণ গঠন করে?
[a] টিন
[b] পারদ
[c] সীসা
[d] দস্তা
- সাধারণত বৈদ্যুতিক বােল্ব কোন গ্যাস ভরা হয়?
[a] নাইট্রোজেন
[b] হাইড্রোজেন
[c] কার্বন ডাইঅক্সাইড
[d] অক্সিজেন
- Washing soda এর বৈজ্ঞানিক নাম কি?
[a] সোডিয়াম কার্বনেট
[b] ক্যালসিয়াম বাই কার্বনেট
[c] সোডিয়াম বাইকার্বনেট
[d] ক্যালসিয়াম কার্বনেট
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন
1-10 আগস্টের 160টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করুন- Click Here
সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স PDF ফরম্যাটে ডাউনলোড করুন- Click Here
Day wise কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেঃ Click Here