Asian Games 2018 Question and Answer PDF in Bengali. গত কয়েক বছরে এটি পর্যবেক্ষণ করা হয়েছে যে সম্প্রতি শেষ হওয়া গ্লোবাল স্পোর্টস যেমন অলিম্পিক, ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস ইত্যাদির সম্পর্কিত প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC CGL, Railways RRB Exams, SBI, IBPS, RBI, NIACL, LIC HFL, etc তে এসে থাকে।
তাই আপনার পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করার জন্য আমরা এশিয়ান গেমসের 2018 সালে ভারতের পারফরম্যান্সে একটি স্পেশাল ই-বুক তৈরি করেছি।
Download Link পোস্টটির শেষে দেওয়া হয়েছে।
এশিয়ান গেমস 2018 জাকার্তা এবং পালেমব্যাঙ্গ, ইন্দোনেশিয়ায় 18 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর 2018 পর্যন্ত অনুষ্ঠিত হয়।
Asian Games 2018 Question and Answer PDF in Bengali
Important Highlights from Asian Games 2018
- 2018 এশীয় গেমসে ভারতের মোট 69 টি পদক (15 সোনা, 24 রুপো এবং 30 ব্রোঞ্জ) জিতেছে।
- এশিয়ান গেমসে এটি ভারতের সর্বকালের শ্রেষ্ঠ প্রদর্শন। এর আগে 2014 সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত মোট 65 টি পদক জিতেছিল।
- পদক তালিকায় ভারত ৮তম স্থানে রয়েছে।
চীন 289 পদক নিয়ে প্রথম স্থান অধিকার করেছে, এরপর আছে জাপান (204) এবং দক্ষিণ কোরিয়া (176)।
- এশিয়ান গেমসে ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে রাহি সারনোবাত স্বর্ণপদক জিতেছেন।
- এশিয়ান গেমসে ভারতের প্রথম মহিলা রেসলার হিসেবে রাহি সারনোবাত স্বর্ণপদক জিতেছেন।
- মহিলা ব্যাডমিন্টনে এবছর ভারত প্রথম পদক জিতেছে- (i) পি ভি সিন্ধু (রুপো) এবং (ii) সাইনা নেহ্বাল (ব্রোঞ্জ)
- Javelin throw তে নীরজ চোপড়া এবং Heptathlon এ স্বপ্না বর্মন, দুজনে স্বর্ণপদক অর্জন করেন এবং এই নিদিষ্ট বিভাগে এদুটি ভারতের প্রথম পদক।
- এই প্রথমবার এশিয়ান গেমসে ভারত কবাডি তে স্বর্ণপদক জেতেনি।
Static GK Questions on Asian Games
- 2018 এশিয়ান গেমসের ম্যাসকট গুলির নাম কী?
উত্তরঃ Bhin Bhin the bird of paradise, Atung the deer, Kaka the rhino
- ইন্দোনেশিয়ার কোন দুটি শহরে 2018 এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ জাকার্তা ও পালেমব্যাঙ্গ
- এশিয়ান গেমস কবে প্রথম চালু হয় এবং কোথায়?
উত্তরঃ 1951, নিউ দিল্লী
- কোন শহরে সবচেয়ে বেশি বার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ থাইল্যান্ডের ব্যাংকক শহর (4 বার)
- কতদিন অন্তর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?
উত্তরঃ 4 বছর
- এশিয়ান গেমস কোন শাসক সংস্থা কর্তৃক অনুমোদিত?
উত্তরঃ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া
- আজ অবধি মোট কতবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ 17 বার
GK Questions on 2018 Asian Games
- 18 তম এশিয়ান গেমসের motto কি ছিল?
উত্তরঃ Energy of Asia
- কোন দেশে 19 তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে?
উত্তরঃ চীন
- 18 তম এশিয়ান গেমসে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন?
উত্তরঃ জাভেলিন থ্রো খেলোয়াড় নীরজ চোপড়া
- 2018 এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে?
উত্তরঃ 69
- ভারত এবছর মোট কতগুলি স্বর্ণপদক জিতেছে?
উত্তরঃ 15
- 2018 এশিয়ান গেমসে মোট মেডেল অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত?
উত্তরঃ 8 (সোনাঃ 15, রুপোঃ 24, ব্রোঞ্জঃ 30)

Asian-Games-2018-India-Medals
- এশিয়ান গেমসের শুটিং বিভাগে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কী?
উত্তরঃ রাহি সারনোবাত
- এশিয়ান গেমসের বক্সিং বিভাগে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কী?
উত্তরঃ ভিনেশ ফোগাট
- এশিয়ান গেমসে ব্যাডমিন্টন খেলায় রূপালি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কী?
উত্তরঃ পি ভি সিন্ধু
- এশিয়ান গেমসে জাভেলিন থ্রো খেলায় প্রথম কোন ভারতীয় স্বর্ণপদক জিতেছে?
উত্তরঃ নীরজ চোপড়া
- এশিয়ান গেমসের Women’s Heptathlon Event-এ প্রথম কোন ভারতীয় মহিলা সর্নপদক জিতলেন?
উত্তরঃ স্বপ্না বর্মণ
- ১৮ তম জাকার্তা এশিয়ান গেমসে কোন ভারতীয় ক্রীড়াবিদ কুড়াস নামক খেলায় দেশের সর্বপ্রথম রুপোলীপদক জয় করলেন?
উত্তরঃ পিঙ্কি বালহারা
- ব্যাডমিন্টনের সিঙ্গেলস বিভাগে দ্বিতীয় কোন ভারতীয় মহিলা ব্রোঞ্জ পদক জয় করলো?
উত্তরঃ সাইনা নেহ্বাল
- এশিয়ান গেমস 2018 তে পুরুষদের টেনিস ডাবলসের ফাইনালে কোন ভারতীয় খেলোয়াড়রা স্বর্ণ পদক জিতেছে?
উত্তরঃ দিভিজ সরণ ও রোহান বোপান্না
- এশিয়ান গেমস 2018 তে কোন দেশ মহিলা কবাডি খেলায় স্বর্ণপদক জিতেছে?
উত্তরঃ ইরান
- এশিয়ান গেমস 2018 তে কোন ভারতীয় ক্রীড়াবিদ শর্ট-পুট খেলায় সোনা জিতেছে?
উত্তরঃ তেজিন্দ্র পাল সিং
- 20 বছর পর কোন ভারতীয় মহিলা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন?
উত্তরঃ দ্যুতি চাঁদ
- একমাত্র ভারতীয় যিনি বক্সিং-এ সোনা জিতেছেন-
উত্তরঃ অমিত পাঙ্ঘাল
- ভারতের প্রবীণতম প্রতিযোগী যিনি এশিয়ান গেমস 2018-এ সোনা জিতেছেন-
উত্তরঃ প্রণব বর্ধন
- 1982 সালের পর এবছর ফৌয়াদ মির্জা ভারতের হয়ে একটি ব্যক্তিগত পদক অর্জন করেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ Equestrian
- এশিয়ান গেমস 2018 এর সমাপ্তি অনুষ্ঠানের সময় ভারতের পতাকাবাহী কে ছিলেন?
উত্তরঃ রানি রামপাল
- 2018 এশিয়ান গেমসের “Most Valuable Player” কে?
উত্তরঃ জাপানের সাঁতারু Rikako Ikee (18)
- ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে কোন ভারতীয় শুটিং-এ প্রথম স্বর্নপদক জয় করলেন?
উত্তরঃ সৌরভ চৌধুরী
- ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে কোন ভারতীয় শুটার ১০-মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপালি পদক জয় করলেন?
উত্তরঃ দীপক কুমার
- ১৮ তম এশিয়ান গেমস ২০১৮ তে কোন ভারতীয় মহিলা কুস্তিতে স্বর্ণপদক জয় করলেন?
উত্তরঃ ভিনেশ ফোগাট
- সান পিউন যিনি জাকার্তা এশিয়ান গেমসে সর্ব প্রথম স্বর্ণপদক অর্জন করলেন, তিনি কোন দেশের নাগরিক?
উত্তরঃ চীন
- ২০১৮ এশিয়ান গেমসে প্রথম কোন ভারতীয় মহিলা শুটিং-এ ব্যাক্তিগত ইভেন্টে স্বর্ণপদক অর্জন করল?
উত্তরঃ রাহি সারনোবাত
- ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ৬৮ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টে কোন ভারতীয় মহিলা রূপালি পদক জিতেছে?
উত্তরঃ দিব্যা কাকরন
- ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে কোন ভারতীয় পুরুষদের ৫০-মিটার রাইফেল ৩ পসিশনে রূপালি পদক অর্জন করলো?
উত্তরঃ সঞ্জীব রাজপুত
- অপুর্বি চন্ডেলা ও রবি কুমার কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ শুটিং
- ১৮ তম জাকার্তা এশিয়ান গেমসে কোন ভারতীয় শুটার পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিং ইভেন্টে রুপো জিতেছে?
উত্তরঃ শারদুল বিহান
- 18 তম জাকার্তা এশিয়ান গেমসে কোন ভারতীয় মহিলা টেবিল-টেনিস সিঙ্গেলসে রুপো জিতেছে?
উত্তরঃ অঙ্কিতা রায়না
- তেজিন্দ্র পাল সিং তুর, যিনি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করে যে নতুন এশিয়ান গেমসে বিশ্ব রেকর্ড গড়লেন শর্ট-পুট ইভেন্টে, সেটি কত মিটার?
উত্তরঃ 20.55 meter
- ফৌয়াড মির্জা কোন খেলার সাথে জড়িত?
উত্তরঃ অশ্বারোহী
- 2018 এশিয়ান গেমসে 20 বছর পর কে 100 মিটার দৌড়- এ কে পদক জিতেছে?
উত্তরঃ দ্যুতি চাঁদ
- এশিয়ান গেমসের 48 বছরের ইতিহাসে কোন ভারতীয় ক্রীড়াবিদ প্রথম স্বর্ণপদক জিতল পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে?
উত্তরঃ অরপিন্দ্র সিং
- কোন ভারতীয় দল 18 তম এশিয়ান গেমসে তাদের ক্রমাগত পঞ্চম স্বর্ণপদক জিতেছে?
উত্তরঃ Women’s 4×400 relay
- 18 তম এশিয়ান গেমসে ভারত ব্যাডমিন্টনে কতগুলো পদক জিতেছে?
উত্তরঃ 2
18 তম এশিয়ান গেমসে ভারত ব্যাডমিন্টনে মোট ২ টি পদক জিতেছে।
(1) সায়না নেহয়াল- ব্রোঞ্জ
(2) পি ভি সিন্ধু- রুপো
- 18 তম জাকার্তা এশিয়ান গেমসে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে কে ব্রোঞ্জ পদক জিতেছে?
উত্তরঃ সীমা পুনিয়া
- 18 তম জাকার্তা এশিয়ান গেমসে পুরুষদের 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় কে স্বর্ণপদক জিতেছেন?
উত্তরঃ জিনসন জনসন
Medal Table at 2018 Asian Games
Position |
Country |
Gold |
Silver |
Bronze |
Total |
1 |
China |
132 |
92 |
65 |
289 |
2 |
Japan |
74 |
56 |
74 |
204 |
3 |
South Korea |
49 |
57 |
70 |
176 |
4 |
Indonesia |
31 |
24 |
43 |
98 |
5 |
Uzbekistan |
21 |
24 |
25 |
70 |
6 |
Iran |
20 |
20 |
22 |
62 |
7 |
Chinese Taipei |
17 |
19 |
31 |
67 |
8 |
India |
15 |
24 |
30 |
69 |
List of GOLD MEDALS Won by India:
Sl No. |
Event |
Winner |
1. |
Men’s Shot Put |
Tejinderpal Singh Toor |
2. |
Men’s Javelin Throw |
Neeraj Chopra |
3. |
Men’s 800m |
Manjit Singh |
4. |
Men’s Triple Jump |
Arpinder Singh |
5. |
Women’s Heptathlon |
Swapna Barman |
6. |
Men’s 1500m |
Jinson Johnson |
7. |
Women’s 4×400m Relay |
M R Poovamma, Saritaben Gaikwad, Hima Das, V K Vismaya |
8. |
Men’s Light Fly (49Kg) |
Amit Panghal |
9. |
Men’s Pair |
Pranab Bardhan, Shbnath Sarkar |
10. |
Men’s Quadruple Sculls |
Sawarn Singh, Dattu Baban Bhokanal, Om Prakash, Sukhmeet Singh |
11. |
Men’s 10-meter air-pistol |
Saurabh Chaudhary |
12. |
Women’s 25-meter pistol |
Rahi Sarnobat |
13. |
Men’s Doubles |
Rohan Bopanna, Divij Sharan |
14. |
Men’s freestyle 65 kg |
Bajrang Punia |
15. |
Women’s freestyle 50 kg |
Vinesh Phogat |
List of SILVER MEDALS Won by India:
Sl No. |
Event |
Winners |
1. |
Women’s Team Compound |
Muskan Kirar, Madhumita Kumari,
Jyothi Surekha Vennam |
2. |
Men’s Team Compound |
Abhishek Verma, Rajat Chauhan,
Aman Saini |
3. |
Men’s 800m |
Jinson Johnson |
4. |
Women’s 400m |
Hima Das |
5. |
Men’s 400m |
Muhammad Anas |
6. |
Women’s 100m |
Dutee Chand |
7. |
Women’s 200m |
Dutee Chand |
8. |
Men’s 400m Hurdles |
Dharun Ayyasamy |
9. |
Women’s 3000m Steeplechase |
Sudha Singh |
10. |
Women’s Long jump |
Neena Varakil |
11. |
Mixed 4 x 400 meters relay |
Rajiv Arokia, Muhammed Anas,
Hima Das, M. R. Poovamma |
12. |
Men’s 4x400m Relay |
Dharun Ayyasamy, Kunhu Mohammed,
Rajiv Arokia, Muhammed Anas |
13. |
Women’s Singles |
PV Sindhu |
14. |
Individual Eventing |
Fouaad Mirza |
15. |
Team Eventing |
Fouaad Mirza, Rakesh Kumar,
Ashish Malik, Jitender Singh |
16. |
Women’s Tournament |
Indian Women’s Team |
17. |
Women’s Tournament |
Indian Women’s Team |
18. |
Women’s 52 kg |
Pinky Balhara |
19. |
49er FX women |
Shweta Shervegar, Varsha Gautham |
20. |
Men’s 10-meter air rifle |
Deepak Kumar |
21. |
Men’s trap |
Lakshay Sheoran |
22. |
Men’s 50-meter rifle three positions |
Sanjeev Rajput |
23. |
Men’s double trap |
Shardul Vihan |
24. |
Women’s Team |
Dipika Pallikal Karthik, Joshna Chinappa,
Tanvi Khanna, Sunayna Kuruvilla |
List of BRONZE MEDALS Won by India:
1. |
Women’s 1500 m |
PU Chitra |
2. |
Women’s Discus Throw |
Seema Punia |
3. |
Women’s Singles |
Saina Nehwal |
4. |
Men’s Middle (75kg) |
Vikas Krishan Yadav |
5. |
Men’s Team |
Sumit Mukherjee, Debabrata Majumder, Jaggy Shivdasani, Rajeshwar Tewari, Ajay Khare, Raju Tolani |
6. |
Mixed Team |
Bachiraju Satyanarayana, Rajeev Khandelwal, Gopinath Manna, Himani Khandelwal, Hema Deora, Kiran Nadar |
7. |
Men’s Tournament |
Indian Men’s Team |
8. |
Men’s Tournament |
Indian Men’s Team |
9. |
Women’s 52kg |
Malaprabha Jadhav |
10. |
Men’s Lightweight single
sculls |
Dushyant Chauhan |
11. |
Men’s Lightweight double
sculls |
Rohit Kumar, Bhagwan Singh |
12. |
49er Men |
Varun Thakkar, Ganapathy Chengappa |
13. |
Mixed Open Laser 4.7 |
Harshita Tomar |
14. |
Men’s Team Regu |
Indian Men’s Team |
15. |
10-meter air rifle mixed team |
Ravi Kumar, Apurvi Chandela |
16. |
Men’s 10-meter air pistol |
Abhishek Verma |
17. |
Women’s 10-meter air pistol |
Heena Sidhu |
18. |
Men’s singles |
Saurav Ghosal |
19. |
Women’s singles |
Joshna Chinappa |
20. |
Women’s singles |
Dipika Pallikal Karthik |
21. |
Men’s Team |
Saurav Ghosal, Harinder Pal Sandhu, Ramit Tandon, Mahesh Mangaonkar |
22. |
Men’s Team |
Sathiyan Gnanasekaran, Achanta Sharath Kamal, Anthony Amalraj, Harmeet Desai, Manav Thakkar |
23. |
Mixed doubles |
Achanta Sharath Kamal, Manika Batra |
24. |
Women’s Singles |
Ankita Raina |
25. |
Men’s Singles |
Prajnesh Gunneswaran |
26. |
Women’s freestyle 68 kg |
Divya Kakran |
27. |
Women’s Sanda 60 kg
(Bronze) |
Roshibina Naorem |
28. |
Men’s Sanda 56 kg |
Santhosh Kumar |
29. |
Men’s Sanda 60 kg |
Surya Bhanu Pratap Singh |
30. |
Men’s Sanda 65 kg |
Narender Grewal |
Download Asian Games 2018 Question and Answer PDF in Bengali (Click on the link below)
Asian Games 2018 Bangla Question & Answer by Pratiyogita Abhiyan(encrypted)