Bengali Current Affairs Update 15-21 May 2021
Here is the Bengali Current Affairs Update 15-21 May 2021 covering the following news headlines: Green Urja Award, Jean Hersholt Humanitarian Award, N Rangaswami take oath as Puducherry Chief Minister, International Red Cross and Red Crescent Day, National Technology Day, etc.
Bengali Current Affairs updates are incorporated with the important news that made the current affairs headlines for WBCS or other competitive exams. Bengali Current Affairs Update is the complete bag of the important news that held all day long. Aspirants shall have a clear view of the whereabouts of the world on a daily basis.
So, here is the Bengali Current Affairs Update 15-21 May 2021 to help you prepare the Current affairs part. After reading this section, you can successfully attempt the Bengali Current Affairs Update 15-21 May 2021 Quiz.
Current Affairs MCQ: 15-21 May 2021
Awards and Recognitions
- নিম্নলিখিত কোন ভারতীয় অধ্যাপক প্রফেসর ড্যাভিড ক্লেনারমানের সাথে যুগ্মভাবে Next Generation DNA Sequencing (NGS)-এর বিকাশের জন্য ২০২০ সালের মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ (ফিনল্যান্ড) পেলেন?
[A] সুগত বোস
[B] শঙ্কর বালাশুভ্রামানিয়ণ
[C] অবিনাশ দীক্ষিত
[D] রমেশ মাশেলকর - ২০২১ সালের আন্তর্জাতিক Invincible Gold Medal প্রাপ্ত ব্যক্তি কে?
[A] হর্ষ বর্ধন
[B] নির্মলা সীতারমণ
[C] অমিত শাহ
[D] রমেশ পোখরিয়াল নিশঙ্ক - নিম্নলিখিত কোন ব্যক্তিটি মরণোত্তর নাইস্মিথ মেমোরিয়াল “বাস্কেটবল হ’ল অফ ফেমে” অন্তর্ভুক্ত হলেন?
[A] টনি কুকোক
[B] কোবে ব্রায়ান্ট
[C] কেভিন গারনেট
[D] টিম ডানকান - “Biodiversity Peace Corridor” তৈরির লক্ষ্যে তাঁর প্রচেষ্টা ও উত্তর-পূর্ব ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ২০২১ হুইটলি পুরষ্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তৃণভূমি সংরক্ষণবিদ কে?
[A] যাদব পায়েং
[B] সুমাইরা আবদুল আলী
[C] নুকলু ফোম
[D] রাজেন্দ্র সিং - নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২০ সালের ‘বিশ্ব কোরিওগ্রাফি পুরষ্কার’ জিতেছে?
[A] বিশ্বাস আগরওয়াল
[B] সুরেশ মুকুন্দ
[C] সুনিতা সিং
[D] ইকবাল রানা - ২০২১ ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুসারে, এশিয়ার দ্বিতীয়তম ধনী ব্যক্তি কে?
[A] শিব নাদার
[B] গৌতম আদানী
[C] রাধাকৃষ্ণ দামানী
[D] উদয় কোটক
Appointments Current Affairs Update 15-21 May 2021
- ভারত সরকার বন্দিতা কৌলকে নিম্নলিখিত কোন ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারী মনোনীত পরিচালক (nominee director) পদে নিযুক্ত করেছে?
[A] ব্যাংক অফ ইন্ডিয়া
[B] ব্যাংক অফ বরোদা
[C] পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
[D] মহারাষ্ট্র ব্যাংক - ভারতের রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) পদে কাকে নিযুক্ত করা হল?
[A] জোস জে কাট্টুর
[B] টি রবি শঙ্কর
[C] পদ্মকুমার এম নায়ার
[D] টি ভি সোমনাথণ
National Current Affairs
- আফ্রিকাতে আয়োজিত ২০২১ সালের জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন-
[A] নরেন্দ্র মোদী
[B] অমিত শাহ
[C] রাজনাথ সিং
[D] এস জয়শঙ্কর - ভারতের প্রথম কৃষি রফতানি সুবিধা কেন্দ্রটি (Agriculture Export Facilitation Centre) কোন শহরে স্থাপন করা হল?
[A] পুনে
[B] হায়দরাবাদ
[C] গুরুগ্রাম
[D] বেঙ্গালুরু - কোন টেলিকম সংস্থা সমুদ্রের নীচে বৃহত্তম আন্তর্জাতিক সাবমেরিন কেবল সিস্টেম নির্মাণ করছে?
[A] শিবম ইনফোকম প্রাইভেট লিমিটেড
[B] ভোডাফোন আইডিয়া লিমিটেড
[C] বিএসএনএল (মোবাইল সার্ভিসেস) লিমিটেড
[D] রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড - ফারজাদ-বি গ্যাসফিল্ড কোন দেশে অবস্থিত?
[A] কুয়েত
[B] সৌদি আরব
[C] ইরান
[D] কাতার - চার দশক ধরে ভারতীয় নৌ-সেনার হয়ে কাজের দীর্ঘ পথ অতিক্রম করার পর অবশেষে অবসর নিল-
[A] আইএনএস কলকাতা
[B] আইএনএস মহীশূর
[C] আইএনএস রানা
[D] আইএনএস রাজপুত - ২০২১ সালের মে মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির সম্ভাব্য তালিকায় নিম্নলিখিত কোন ভারতীয় স্থান যুক্ত হয়েছে?
[A] সাতপুরা টাইগার রিজার্ভ
[B] কর্ণাটকের বেনকাল মহাপাষান স্থল
[C] কাঞ্চিপুরম মন্দির
[D] উপরের সবকটি - বর্তমান অক্সিজেন সংকট নিরসনের জন্য নিম্নলিখিত কোন সামরিক বাহিনী Oxygen Recycling System (ORS) নির্মাণ করেছে?
[A] আইটিবিপি
[B] ভারতীয় নৌবাহিনী
[C] বিএসএফ
[D] ভারতীয় বিমানবাহিনী
State Current Affairs Update 15-21 May 2021
- জি আই ট্যাগ অনুমোদিত (Geographical Indication) দাহানু ঘোলবাদ সাপোতা (সবেদা) নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত?
[A] পাঞ্জাব
[B] গুজরাট
[C] মহারাষ্ট্র
[D] হরিয়ানা - আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সর্বোচ্চ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করায় ২০২০-২১ সালের শীর্ষস্থান রাজ্য কোনটি?
[A] তামিলনাড়ু
[B] উত্তর প্রদেশ
[C] মধ্য প্রদেশ
[D] কর্ণাটক - নিম্নলিখিত কোন রাজ্যটি সম্প্রতি বিধান পরিষদ (State Legislative Assembly) গঠনের অনুমোদন দিয়েছে?
[A] রাজস্থান
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট - ডোংরিয়া কোন্ধউপজাতী নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের অন্তর্গত?
[A] ছত্তিসগড়
[B] ঝাড়খণ্ড
[C] উড়িষ্যা
[D] মধ্যপ্রদেশ - জাতীয় মেডিসিনাল প্ল্যান্ট ইনস্টিটিউট (National Institute of Medicinal Plants) নিম্নলিখিত কোন রাজ্যে প্রতিষ্ঠা করা হয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট - মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক সংক্রমণকে উড়িষ্যা সরকার নিম্নলিখিত কোন ‘মহামারি ব্যধি আইন’-এর অধীনে “notifiable disease” ঘোষণা করেছে?
[A] 1893
[B] 1895
[C] 1897
[D] 1899
International Current Affairs
- EY’s Renewable Energy Country Attractiveness সূচকে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
[A] ইতালি
[B] ফ্রান্স
[C] অস্ট্রেলিয়া
[D] মার্কিন যুক্তরাষ্ট্র - নিম্নলিখিতগুলির মধ্যে কাকে মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনের প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে?
[A] মালা আদিগা
[B] গরিমা ভর্মা
[C] নীরা ট্যান্ডন
[D] গৌতম রাঘবন - সিন্থেটিক কানাবিনয়েড পদার্থ নিষিদ্ধকারি বিশ্বের প্রথম দেশ কোনটি?
[A] জাপান
[B] চীন
[C] ভারত
[D] দক্ষিণ কোরিয়া - Verisk Maplecroft সংস্থা দ্বারা প্রকাশিত ‘Environmental Risk Outlook 2021’ অনুসারে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
[A] গ্লাসগো, স্কটল্যান্ড
[B] লন্ডন, ইংল্যান্ড
[C] নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
[D] কোপেনহেগেন, ডেনমার্ক - সামোয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন-
[A] খালিদা তৌমি
[B] ফিয়ামি নাওমি মাতাফা
[C] আয়েশা রাটেব
[D] নুরিয়া ইয়ামিনা জেরহৌনি - উষ্ণায়নের প্রভাবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্টার্কটিকার বরফাবৃত ওয়েডেল সাগরে ভাসছে বিশালাকার একটি বরফের টুকরো, সেটির নাম কি?
[A] A-48
[B] A-76
[C] B-9
[D] B-31
India’s Rank in Different Index
- আর্নস্ট অ্যান্ড ইয়াং গ্লোবাল লিমিটেড দ্বারা প্রকাশিত ২০২১ সালের ৫৭ তম Renewable Energy Country Attractiveness Index (RECAI) সূচকে ভারতের অবস্থান কত তম?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
Sports Current Affairs
- মিক্সড মার্শাল আর্টস (MMA) এর দীর্ঘ দিনের বিশ্ব চ্যাম্পিয়ন ব্র্যান্ডন ভেরাকে সিংহাসনচ্যুত করে দঙ্গলে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতীয় বংশদ্ভুত হেভিওয়েট মার্শাল আর্টস প্রতিযোগি-
[A] দালিপ সিং রাণা
[B] সৌরভ গুর্জর
[C] আর্জান ভুল্লার
[D] জিন্দার মহল - প্রথমবারের জন্য ঐতিহ্যবাহী FA (ফুটবল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ কাপ) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করল-
[A] ম্যানচেস্টার ইউনাইটেড
[B] লেস্টার সিটি
[C] লিভারপুল
[D] এ সি মিলান - ২০২০-২১ সালের বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদ কে?
[A] নেট দিয়াজ
[B] ফ্লয়েড ‘মানি’ মেওয়েদার
[C] কোনর ম্যাকগ্রেগর
[D] অ্যান্ডারসন সিলভা - ক্রিকেটার হ্যারি ফ্রেডরিক গার্নি খেলা থেকে অবসর নেওয়ার বিষয়টি ঘোষণা করলেন। তিনি কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন?
[A] নিউজিল্যান্ড
[B] অস্ট্রেলিয়া
[C] দক্ষিণ আফ্রিকা
[D] ইংল্যান্ড - দশম ইতালিয়ান ওপেনের (পুরুষ বিভাগ) শিরোপা (10th Italian Open) জিতলেন-
[A] রাফায়েল নাদাল
[B] স্টেফানোস সিতসিপাস
[C] মাত্তিও বেরেট্টিনি
[D] ফ্যাবিও ফাগনিনি - তেজস্বিনী শঙ্কর নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত?
[A] বক্সিং
[B] কুস্তি
[C] তীরন্দাজ
[D] হাই জাম্প - দশম ইতালিয়ান ওপেনের (মহিলা বিভাগ) শিরোপা (10th Italian Open) জিতলেন-
[A] ক্যারোলিনা প্লিসকোভা
[B] ইগা সোয়েটেক
[C] সিমোনা হালেপ
[D] নাওমি ওসাকা
Important Days and Themes of May 2021
- আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালিত হয়?
[A] ১৮ মে
[B] ১৯ মে
[C] ১৫ মে
[D] ১৬ মে - বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস (HIV ভ্যাকসিন সচেতনতা দিবস নামেও পরিচিত), প্রতি বছর কোন দিন পালন করা হয়?
[A] ১৬ মে
[B] ১৭ মে
[C] ১৮ মে
[D] ১৯ মে - আন্তর্জাতিক চা দিবস ভারতের সুপারিশ অনুসারে ___________ বিশ্বব্যাপী পালন করা হয়।
[A] ১৭ মে
[B] ১৯ মে
[C] ২০ মে
[D] ২১ মে - জাতীয় সন্ত্রাসবিরোধী দিবসটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ___________ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ শে মে পালিত হয়।
[A] ইন্দিরা গান্ধী
[B] জওহরলাল নেহেরু
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] রাজীব গান্ধী
Obituaries
- সম্প্রতি প্রয়াত সাহিত্য আকাদেমি পুরষ্কারপ্রাপ্ত রায়ঙ্গালা শ্রী কৃষ্ণ রাজা নারায়ণ পেরুমাল রামানুজাম কোন ভাষার লেখক ও ঔপন্যাসিক ছিলেন?
[A] কান্নাডা
[B] মালায়ালাম
[C] তামিল
[D] তেলেগু - বিখ্যাত তামিল লেখক কি রাজনারায়ণন ২০২১ সালের মে মাসে প্রয়াত হন। নিম্নোক্ত কোন উপন্যাসেটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরষ্কার পেয়েছিলেন?
[A] Parthiban Kanavu
[B] Mannan Magal
[C] Gopalapurathu Makkal
[D] Venmurasu - সম্প্রতি প্রয়াত এম এস নরসিমহান নিম্নোক্ত কোন ক্ষেত্রটির সাথে যুক্ত ছিলেন?
[A] নভোচারী
[B] সামাজিক কর্মী
[C] কৃষি বিজ্ঞানী
[D] গণিতবিদ
Static GK based on Current Affairs
- NBA প্রতিষ্ঠিত: ৬ জুন ১৯৪৬; সদর দফতর: নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
- নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী: নীফিউ রিও; নাগাল্যান্ডের রাজ্যপাল: আর এন রবি
- ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর: রোম, ইতালি।
- খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর: রোম, ইতালি।
- নাবার্ড সদর দফতর: মুম্বই
- কেনিয়া রাজধানী: নাইরোবি; কেনিয়া মুদ্রা: কেনিয়ান শিলিং।
- তিব্বত রাজধানী: লাসা; তিব্বত মুদ্রা: রেনমিনবি।
- পুডুচেরির মুখ্যমন্ত্রী: এন রঙ্গস্বামী।
- ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী: হেমন্ত সোরেন; রাজ্যপাল: শ্রীমতী দ্রৌপদী মুর্মু।
- কর্ণাটকের মুখ্যমন্ত্রী: বি এস ইয়েদুরাপ্পা
- ভারত আবহাওয়া বিভাগের সদর দফতর: মৌসাম ভবন, লোধি রোড, নয়াদিল্লি; প্রতিষ্ঠিত: ১৮৭৫।
- হরিয়ানার মুখ্যমন্ত্রী – মনোহর লাল খট্টর
- শ্রীলঙ্কা রাজধানী – শ্রী জয়বর্ধনপুর কোট্টে (প্রশাসনিক রাজধানী), কলম্বো (বাণিজ্যিক রাজধানী); মুদ্রা – শ্রীলঙ্কার রুপী।
- নৌ বাহিনী প্রধান (Chief of the Naval Staff): অ্যাডমিরাল করম্বীর সিং।
এপ্রিল ২০২১ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোডঃ Click Here