Share
Here are the Top Bengali Current Affairs GK: October 4, 2018
Bengali Current Affairs GK: October 4, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: October 4, 2018
- পৃথবী শাহ- ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার, জীবনের প্রথম টেস্ট ম্যাচে শতরান করে ইতিহাস গড়লেন, (বনাম ওয়েস্ট ইন্ডিস)। তিনি কতগুলি বল খেলে শতরান সম্পূর্ণ করলেন?
[a] 98
[b] 99
[c] 100
[d] 101
- ICICI ব্যাঙ্কের দীর্ঘমেয়াদি MD ও CEO ছন্দা কোছার পদত্যাগ করলেন। পরের 5 বছরে জন্য ICICI ব্যাঙ্কের MD ও CEO পদে কাকে নিযুক্ত করা হল?
[a] অনুপম রাওাত
[b] নিকুঞ্জ মোহন
[c] রজনী কান্ত
[d] সন্দীপ বক্সী
- ফোর্বস ম্যাগাজিন এর রিপোর্ট অনুযায়ী, ভারতের ধনীতম ব্যাক্তি কে হলেন?
[a] মুকেশ আম্বানি
[b] আজিম প্রেমজি
[c] লক্ষ্মী মিত্তাল
[d] হিন্দুজা ব্রাদার্স
- ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা- এই তিনটি দেশের মধ্যে IBSAMAR নামক একটি যৌথ নৌসৈনা অনুশীলনের ষষ্ঠ সংস্করণ সম্প্রতি কোথায় শুরু হল।
[a] কেরল, ভারত
[b] বেলেম, ব্রাজিল
[c] বিশাখাপত্তনম
[d] সিমন্স টাউন, দক্ষিণ আফ্রিকা
- হিমাচল প্রদেশের নতুন প্রধান বিচারপতির নাম কী?
[a] সিরিল রামাফোসা
[b] অমিতাভ ভট্টাচার্য
[c] সূর্য কান্ত
[d] অপূর্ব নাকভি
- NITI Aayog দ্বারা চিহ্নিত ভারতের 28 টি রাজ্যের 115টি জেলায় কোন ব্যাংক সম্প্রতি একটি জাতীয় স্তরে উদ্যোক্তা সচেতনতা প্রচার অভিযান “Udyam Abhilasha’ শুরু করলো?
[a] SIDBI (Small Industries Development Bank of India)
[b] NABARD (National Bank for Agriculture and Rural Development)
[c] SBI (State Bank of India)
[d] HDFC Bank
- ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) _____________ রাজ্যের 3 টি জেলার 1.65 মিলিয়ন মানুষ, যারা আর্সেনিক, ফ্লুরাইড ও লবণাক্ততায় আক্রান্ত, তাদের স্বচ্ছ পানীয় জল প্রদান করার জন্যে $240 মিলিয়নের লোনের জন্যে চুক্তি সাক্ষর করলো।
[a] অন্ধ্রপ্রদেশ
[b] পশ্চিমবঙ্গ
[c] কেরল
[d] তামিলনাডু
- কোন রাজ্যে দেশের প্রথম গ্লোবাল স্কিল পার্ক নির্মাণের জন্যে ভারত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে $150 মিলিয়ন লোন পেল?
[a] উত্তর প্রদেশ
[b] মধ্যপ্রদেশ
[c] তেলেঙ্গানা
[d] অন্ধ্রপ্রদেশ
- কেন্দ্রীয় সরকার মধ্যপ্রদেশের কোন জেলায় একটি রাষ্ট্রীয় মানসিক স্বাস্থ্য পুনর্বাস সংস্থান (National Institue of Mental Health Rehabilitation) নির্মাণের অনুমতি দিল?
[a] গুনা
[b] গোয়ালিয়র
[c] সেহোর
[d] দিনদোরি
- অনিল বসু, যিনি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি একজন–
[a] বৈজ্ঞানিক
[b] অর্থনীতিবিদ
[c] রাজনীতিবিদ
[d] গায়ক
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- কনিষ্ঠতম ভারতীয় যিনি টেস্ট ম্যাচে শতরান করেন-
[a] সৌরভ গাঙ্গুলি
[b] রাহুল দ্রাবিড়
[c] মহম্মদ আজহারউদ্দীন
[d] সচিন টেন্ডুল্কর
- Dzukou Valley উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালন করা হয়?
[a] মিজোরাম
[b] নাগাল্যান্ড
[c] ত্রিপুরা
[d] আসাম
- Frater House নামক বইটির লেখক কে?
[a] অনুজা চৌহান
[b] দেবপ্রিয় রায়
[c] সুজাতা গিধলা
[d] ভাস্কর ঘোষ
- কলকাতা জেনারেল পোস্ট অফিস (Kolkata GPO) সম্প্রতি কত বছরে পদার্পণ করলো?
[a] 145
[b] 150
[c] 152
[d] 155
- কলকাতা জেনারেল পোস্ট অফিস (Kolkata GPO) এর প্রধান নির্মাতা (Chief Architect) এর নাম কী?
[a] ওয়াল্টার বি গ্রানভিল
[b] উইলিয়াম এমার্সন
[c] রাজা রাজেন্দ্র মল্লিক
[d] লর্ড কার্জন
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন
21-30 September 2018 এর কারেন্ট অ্যাফেয়ার্স MCQ Download
সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেঃ এখানে ক্লিক করুন