Share
Here are the Top Bengali Current Affairs GK: October 23-24, 2018
Bengali Current Affairs GK: October 23-24, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: October 23-24, 2018
- 2018 সালে Seoul Peace Prize প্রদান করে কাকে ভূষিত করা হল?
[a] ডোনাল্ড ট্রাম্প
[b] এঞ্জেলা মার্কেল
[c] নরেন্দ্র মোদী
[d] বান কি মুন
- Central Bureau of Investigation (CBI) এর ডিরেক্টর যাকে সম্প্রতি তার পদ থেকে বহিষ্কার করা হল, তার নাম কী?
[a] অলোক ভার্মা
[b] রাকেশ আস্থানা
[c] দেবেন্দ্র কুমার
[d] সতিশ বাব সানা
- বিশ্বের দীর্ঘতম সমুদ্র ক্রসিং সেতু এবং সুড়ঙ্গ কোন দেশে সম্প্রতি জনসাধারণের ব্যবহারের জন্য নির্মাণ করা হল?
[a] চীন
[b] জাপান
[c] দক্ষিণ কোরিয়া
[d] রাশিয়া
- ভারত ও কোন দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি (extradition treaty) স্বাক্ষর করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে?
[a] মলদ্বীপ
[b] ফিজি
[c] মালাভি
[d] পানামা
- United Nations Day প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 23 অক্টোবর
[b] 24 অক্টোবর
[c] 25 নভেম্বর
[d] 26 ডিসেম্বর
- ভারতের প্রথম ‘domestic cruise’ এর নাম কী?
[a] ধ্রুব
[b] অংরিয়া
[c] প্যারী
[d] তারঙ্গিনী
- 19 তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার (Excellence in Public Administration) পেলেন-
[a] ফালি এস নারিমান
[b] বিন্দেশ্বর পাঠক
[c] ডি কে শ্রীবাস্তব
[d] অজিত ডোভাল
- নিম্নলিখিত কোন ক্রিকেট দল 2018-19 বিজয় হাজারে ট্রফি জিতেছে?
[a] মুম্বাই
[b] দিল্লী
[c] সৌরাষ্ট্র
[d] কর্ণাটক
- ক্যামেরুন এর নবনিযুক্ত রাষ্ট্রপতি কে নিযুক্ত হলেন?
[a] Dion Ngute
[b] Clement Atangana
[c] Maurice Kamto
[d] Paul Biya
- National Police Commemoration Day (NPCD) প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 21 অক্টোবর
[b] 22 সেপ্টেম্বর
[c] 23 আগস্ট
[d] 24 অক্টোবর
Bengali Current Affairs GK: October 23-24, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- পৃথিবীর নিকটতম নক্ষত্র-
- চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
উত্তরঃ ১ মিনিট ২০/৩০ সেকেন্ড - হ্যালির ধূমকেতু (Halley’s Comet) কে আবিষ্কার করেন?
উত্তরঃ এডমণ্ড হ্যালি - কত বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তরঃ ৭৬ বছর - কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ ও শুক্র - কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বচ্চ?
উত্তরঃ শনি, ২২ টি - কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
উত্তরঃ বুধ - কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত?
উত্তরঃ বুধ - শুক্র গ্রহের (Venus) এর অপর নাম কী?
উত্তরঃ শুকতারা বা সন্ধ্যাতারা - পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র
Bengali Current Affairs GK: October 22, 2018
11-20 আগস্টের 160টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করুন– Click Here
1-10 আগস্টের 160টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করুন– Click Here
সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স PDF ফরম্যাটে ডাউনলোড করুন- Click Here
Day wise কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেঃ Click Here
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন