Share
Current Affairs October 2018
Here are the Top Bengali Current Affairs GK: October 2, 2018
Bengali Current Affairs GK: October 2, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: October 2, 2018
- 2018 সালে মেডিসিনে নিম্নলিখিত কোন দুই ব্যাক্তিকে যুগ্মভাবে নোবেল পুরস্কার প্রদান করা হল?
[a] James P Allison and Tasuku Honjo
[b] Michael W. Young and Michael Rosbash
[c] Jeffrey C. Hall and Yoshinori Ohsumi
[d] Tu Youyou and Satoshi Omura
- কোন শহরে অষ্টম এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে?
[a] পুনে
[b] বেঙ্গালুরু
[c] হাইদ্রাবাদ
[d] তিরুবনন্তপুরম
- পর্যটন, জাতীয় সুরক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ভারত এবং নিম্নলিখিত কোন দেশটি 17 টি গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষর করলো?
[a] উজবেকিস্থান
[b] কির্গিস্থান
[c] কাজাকস্থান
[d] ইসরায়েল
- International Monetary Fund (IMF) এর নতুন চিফ ইকনোমিষ্ট কে নিযুক্ত হলেন?
[a] আলপনা সিং
[b] গীতা গোপিনাথ
[c] কিরণ দেসাই
[d] অনিতা দেসাই
- International Day of Older Persons (IDOP) প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] September 1
[b] October 1
[c] September 2
[d] October 2
- শিক্ষণ পদ্ধতি উন্নত করতে All India Council for Technical Education (AICTE) কোন শহরে Training and Learning (ATAL) Academy স্থাপনা করেছে?
[a] জয়পুর
[b] আজমের
[c] উদয়পুর
[d] বিকানের
- প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হল?
[a] এন রবি
[b] বিজয় কুমার চোপড়া
[c] রজত শর্মা
[d] বিনোদ দুয়া
- Pictorial Warning on Cigarette Packs রাঙ্কিং-এ 206 টি দেশের মধ্যে ভারতের অবস্থান কোথায়?
[a] 5
[b] 6
[c] 7
[d] 10
- কোন উচ্চ আদালত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ট্রান্সজেন্ডারদের রিজার্ভেশন প্রদানের নির্দেশ দিয়েছে?
[a] দিল্লী
[b] এলাহাবাদ
[c] উত্তরাখণ্ড
[d] মাদ্রাস
- International Day of Non-Violence (আন্তর্জাতিক অহিংসা দিবস) কোন দিন আন্তর্জাতিকভাবে পালন করা হয়?
[a] October 1
[b] September 2
[c] October 2
[d] September 1
Current Affairs October 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- 2018 সালের 2 অক্টোবর মহাত্মা গান্ধীর 149 তম জন্মবার্ষিকী উদযাপন করা হল, যেটি সূচনা করলো স্বচ্ছ ভারত অভিযানের শেষ বছর। এই স্বচ্ছ ভারত অভিযান কোন বছর শুরু হয়েছিল?
[a] 2014
[b] 2015
[c] 2013
[d] 2012
- 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সর্বচ্চ?
[a] দিল্লী
[b] পন্ডিচেরি
[c] দামান ও দিউ
[d] আন্দামান ও নিকোবার দ্বীপ
- ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) এর মুখ্যালয় কোথায় অবস্থিত?
[a] সুইডেন
[b] ফ্রান্স
[c] সুইজারল্যান্ড
[d] নরওয়ে
- নিম্নলিখিত কোন শহরটি ‘City of Lakes’ নামে পরিচিত?
[a] দিল্লী
[b] ভোপাল
[c] বেঙ্গালুরু
[d] হাইদ্রাবাদ
- আঘা কাপ কোন খেলার সাথে যুক্ত?
[a] ক্রিকেট
[b] হকি
[c] ফুটবল
[d] টেনিস
- BHIM এর পুরো অর্থ কী?
[a] Bharat Interface for Money
[b] Bharat Interface for Mobile
[c] Bharat Home Interface for Money
[d] Bharat Homemade Interface for Money
- অশোক শাণ্ডিল্য নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত?
[a] ক্যারাম
[b] ব্রিজ
[c] বিলিয়ার্ডস
[d] দাবা
- মহারানা প্রতাপ সাগর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
[a] গুজরাট
[b] রাজস্থান
[c] হিমাচল প্রদেশ
[d] উড়িষ্যা
- MICR Code এ কতগুলি সংখ্যা থাকে?
[a] 7
[b] 8
[c] 9
[d] 11
- ডেবিট কার্ডে উল্লেখিত CVV এর পুরো অর্থ কী?
[a] Card Value Verification
[b] Card Verification Value
[c] Card Value Variation
[d] Card Variation Value
Current Affairs October 2018
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন
21-30 September 2018 এর কারেন্ট অ্যাফেয়ার্স MCQ Download
সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেঃ এখানে ক্লিক করুন