Share
Here are the Top Bengali Current Affairs GK: October 14-15, 2018
Bengali Current Affairs GK: October 14-15, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: October 14-15, 2018
- কোন রাজ্য সরকার সম্প্রতি সশক্ত কিষান যোজনা (SKY) এবং কৃষি সমূহ যোজনা (KSY) চালু করেছে?
[a] অরুণাচল প্রদেশ
[b] উড়িষ্যা
[c] পাঞ্জাব
[d] হরিয়ানা
- কোন রাজ্য সরকার সম্প্রতি নির্মাণ কুসুম প্রোগ্রাম চালু করেছে?
[a] আসাম
[b] উড়িষ্যা
[c] নাগাল্যান্ড
[d] কেরল
- তাবাবি দেবী থাংজামের পর কোন ক্রীড়াবিদ বুয়েনস আয়ার্সে আয়োজিত যুব অলিম্পিক গেমসে দুটি পদক জিতলেন?
[a] মেহুলি ঘোষ
[b] সৌরভ চৌধুরী
[c] মানু ভাকের
[d] শরদ কুমার
- সম্প্রতি, মুম্বাইতে প্রয়াত হলেন অন্নপুর্ণ দেবী । তিনি একজন বিখ্যাত_______ ছিলেন।
[a] রাজনীতিবিদ
[b] ক্রীড়াবিদ
[c] কবি
[d] সুরকার
- গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (GHI) বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টির মাত্রা নির্দেশ করে। এই সুচকে ভারতের র্যাঙ্ক কত?
[a] 103
[b] 81
[c] 111
[d] 96
- সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) এর 25 তম বার্ষিকী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। National Human Rights Commission এর বর্তমান চেয়ারম্যান হলেন-
[a] আকাশ মিশ্র
[b] তরুণ গগৈ
[c] দীপক মিশ্র
[d] এইচ এল দত্তু
- PGA (Professional Golfers’ Association) 2018 বর্ষসেরা খেলোয়াড় কে মনোনীত হলেন?
[a] মাইকেল ক্যেস্টেলানো
[b] বেঞ্জামিন নুর
[c] রাইলি ভিনসেন্ট
[d] ব্রুক্স কোয়েপকা
- নিচের শব্দগুলির মধ্যে কোনটি অক্সফোর্ড ইংরাজী অভিধানের সর্বশেষ আপডেটে অন্তর্ভুক্ত করা হয়েছে?
[a] Bettabilitarianism
[b] Champing
[c] Idiocracy
[d] Agalmics
- World Arthritis Day প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 11 সেপ্টেম্বর
[b] 12 অক্টোবর
[c] 12 নভেম্বর
[d] 14 অক্টোবর
- মালয়েশিয়া তে আয়োজিত 2018 সুলতান অফ জহর কাপের (হকি) বিজয়ী দেশ-
[a] ভারত
[b] গ্রেট ব্রিটেন
[c] অস্ট্রেলিয়া
[d] মালয়েশিয়া
Bengali Current Affairs GK: October 14-15, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- “The Emergence of the Indian National Congress (1971) বইটির রচয়িতা-
[a] S R Mehrotra
[b] S R Roa
[c] Surendra Nath Sen
[d] Sitharammaiya
- “Peasantry of Bengal” গ্রন্থের লেখক-
[a] রমেশ চন্দ্র দত্ত
[b] ডিরোজিও
[c] গোলাম মাসুদ
[d] অবনীমোহন সরকার
- ভিটামিন B12 এর রাসায়নিক নাম কী?
[a] Niacin B3
[b] Thiamine B1
[c] Cyanocobalamin
[d] Tocopherols E
- নিচের কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত?
[a] বুধ
[b] শুক্র
[c] মঙ্গল
[d] শনি
- অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কী?
[a] হেমাটাইট
[b] ক্রাওলাইট
[c] বক্সাইট
[d] কোনটিই নয়
Bengali Current Affairs GK: October 14-15, 2018
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন
1-10 আগস্টের 160টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করুন- Click Here
সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স PDF ফরম্যাটে ডাউনলোড করুন- Click Here
Day wise কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেঃ Click Here