Share
Here are the Top Bengali Current Affairs GK: October 12, 2018
Bengali Current Affairs GK: October 12, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: October 12, 2018
- 28 নভেম্বর থেকে 16 ডিসেম্বর 2018 পর্যন্ত উড়িষ্যায় আসন্ন পুরুষ হকি বিশ্বকাপের আনুষ্ঠানিক মাসকোট কোনটি?
[a] Doudou
[b] Appu
[c] Kaka
[d] Olly
- কোন শিল্পকে উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার 105 কোটি টাকা মূল্যের চারটি প্রকল্প অনুমোদন করেছে?
[a] চামড়া
[b] মৎস্য
[c] তন্তু
[d] পোল্ট্রি
- 10 অক্টোবর 2018 তে প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের র্যাঙ্ক কত তম?
[a] 103
[b] 98
[c] 88
[d] 72
- কোন এশীয় দেশ সকল অপরাধের জন্য মৃত্যুদণ্ড রদ করার সিদ্ধান্ত নিয়েছে?
[a] চীন
[b] মালয়েশিয়া
[c] ইন্দোনেশিয়া
[d] থাইল্যান্ড
- কোন ভারতীয় রাজ্য নীল বিপ্লব শুরু করার পরিকল্পনা করছে?
[a] মনিপুর
[b] মেঘালয়া
[c] আসাম
[d] ঝাড়খণ্ড
- 30 বছরের দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোন দেশের সংসদ আইন পাস করেছে?
[a] সিরিয়া
[b] টিউনিসিয়া
[c] শ্রীলঙ্কা
[d] মায়ানমার
- ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডে কাকে নিযুক্ত করা হল?
[a] রবীন চক্রবর্তী
[b] সচিন চতুর্বেদী
[c] রেভ্যাথি আইয়ার
[d] জয়রাম শ্রীধরন
- World Egg Day প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 12 আগস্ট
[b] 11 সেপ্টেম্বর
[c] 12 অক্টোবর
[d] 10 নভেম্বর
- সম্প্রতি প্রয়াত হলেন কিশোর গিরি, তিনি কোন রাজ্যের সুপরিচিত গায়ক এবং সংগীত পরিচালক ছিলেন?
[a] অরুণাচল প্রদেশ
[b] আসাম
[c] ঝাড়খণ্ড
[d] উড়িষ্যা
- কোন দেশের গবেষকরা বিশ্বের প্রথম জৈব-ইলেকট্রনিক ঔষধ (bio-electronic medicine) বিকশিত করেছেন?
[a] জার্মানি
[b] ইউনাইটেড কিংডম
[c] ইউনাইটেড স্টেটস
[d] ফ্রান্স
Bengali Current Affairs GK: October 12, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- 2018 সালের গ্রীষ্মকালীন যুব অলিম্পিকে কোন ভারতীয় শুটিং-এ ভারতের প্রথম স্বর্ণপদক জয়লাভ করলেন?
[a] মানু ভাকের
[b] তুষার মানে
[c] মেহুলি ঘোষ
[d] হীনা সিন্ধু
- ভারতের নতুন সলিসিটার জেনারেল কে নিযুক্ত হলেন?
[a] রঞ্জিত কুমার
[b] কুণাল মঙ্গল
[c] তুষার মেহতা
[d] পঙ্কজ জৈন
- নিম্নলিখিত কোন দেশটি ASEAN( Association of Southeast Asian Nations) এর সদস্য নয়?
[a] ব্রুনেই
[b] কম্বোডিয়া
[c] ভিয়েতনাম
[d] ভারত
- ভারতের প্রথম নির্ধারিত বিমান কোনটি ছিল?
[a] এয়ার ইন্ডিয়া
[b] টাটা এয়ারলাইন্স
[c] এয়ার বির্লা
[d] ইন্ডিয়ান এয়ারলাইন্স
- আফ্রিকার সর্বচ্চ জলপ্রপাত ভিক্টোরিয়া, কোন নদীর ওপর অবস্থিত?
[a] কঙ্গো
[b] নীল
[c] জাম্বেজি
[d] লিমপোপো
- দ্বিতীয় রাউন্ডটেবিল বৈঠকে গান্ধীজীর সঙ্গী কে বা কারা ছিলেন?
[a] জহরলাল নেহ্রু
[b] সরোজিনী নাইডু
[c] মদনমোহন মাল্ভিয়া ও
[d] সরোজিনী নাইডু ও মদনমোহন মাল্ভিয়া
- নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে প্রবাহিত হয় না?
[a] তুঙ্গভদ্র
[b] সবরমতি
[c] মান্ডবি
[d] নর্মদা
- ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবশ্যিক নুন্যতম বয়স কত?
[a] 20
[b] 25
[c] 30
[d] 35
- সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে “রাজ্যপাল রাজ্য মন্ত্রীসভার “সাহায্য ও পরামর্শ” থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন?”
[a] 160
[b] 161
[c] 162
[d] 163
- নগরহোল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
[a] উত্তরাখণ্ড
[b] বিহার
[c] মনিপুর
[d] কর্ণাটক
Bengali Current Affairs GK: October 12, 2018
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন
1-10 আগস্টের 160টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করুন- Click Here
সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স PDF ফরম্যাটে ডাউনলোড করুন- Click Here
Day wise কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেঃ Click Here