Share
Current Affairs October 2018
Here are the Top Bengali Current Affairs GK: October 1, 2018
Bengali Current Affairs GK: October 1, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: October 1, 2018
Current Affairs October 2018
- ভোপালে Technical and Vocational Education and Training (TVET) পার্ক প্রতিষ্ঠাপনের জন্য নিম্নলিখিত কোন সংস্থা $150 মিলিয়নের লোন প্রদান করলো?
[a] World Bank
[b] Asian Infrastructure Investment Bank
[c] Asian Development Bank
[d] New Development Bank
- Atomic Energy Commission (AEC) এর নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কি?
[a] ভরত কুমার
[b] সত্যদেব প্রসাদ
[c] কমলেশ নীলকণ্ঠ ব্যাস
[d] ববি আলয়সিয়াস
- একটি সৌর ব্যাটারি উৎপাদন কারখানা নির্মাণ করার জন্য নিম্নলিখিত কোন আমেরিকান কোম্পানি অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে?
[a] সান পাওয়ার
[b] ট্রিটন সোলার কোম্পানি
[c] হরাইজন সোলার কোম্পানি
[d] সানজেভিটি
- নিম্নলিখিত কোন দুটি শহর ন্যাশনাল ট্যুরিজ্ম অ্যাওয়ার্ডস 2016-17 তে ‘সেরা ঐতিহ্যবাহী শহর’ (Best Heritage City) এর খেতাব জিতে নিল?
[a] মুম্বাই ও নিউদিল্লী
[b] নিউদিল্লী ও আগ্রা
[c] কলকাতা ও উদয়পুর
[d] আহমেদাবাদ ও মান্ডু
- ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন কোন শহরে আয়োজিত হল?
[a] গ্যাংটক
[b] আইজ্বাল
[c] ইটানগর
[d] গুয়াহাটি
- লিঙ্গ বৈষম্যতা ব্যক্ত করে কোন রাজ্য সরকার মহিলাদের জন্য ‘Firewomen’ নামক পোস্ট চালু করলো?
[a] কেরল
[b] তামিলনাডু
[c] অন্ধ্রপ্রদেশ
[d] কর্ণাটক
- ‘Internation Day for the Total Elimination of Neclear Weapons’ প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 26 September
[b] 26 October
[c] 30 September
[d] 1 October
- Tribes India এর নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর কে হলেন?
[a] দীপিকা পালিকাল
[b] মেরী কোম
[c] সাইনা নেহয়াল
[d] হিমা দাস
- World Habitat Day (বিশ্ব আবাস দিবস) প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] September 1
[b] October 1
[c] September 30
[d] October 3
- সদ্যঘোষিত মধ্যপ্রদেশের 52 তম জেলা কোনটি?
[a] নিভারি
[b] শিবপুরি
[c] অশোকনগর
[d] রাজগড়
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- জারুকি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
[a] মুম্বাই
[b] পাটনা
[c] রায়পুর
[d] শিলং
- নিম্নলিখিত দেশ কোনটি NATO Summit 2018-এর আয়োজন করবে?
[a] বেলজিয়াম
[b] মালয়েশিয়া
[c] জাকার্তা
[d] জেড্ডা
- 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বোচ্চ শিক্ষিত রাজ্য কোনটি?
[a] উড়িষ্যা
[b] আসাম
[c] কেরল
[d] অরুণাচল প্রদেশ
- IRDAI (The Insurance Regulatory and Development Authority of India) এর সভাপতি কে?
[a] অজয় ত্যাগী
[b] হর্ষ ভানওয়ালা
[c] সুভাষ চন্দ্র খুঁতিয়া
[d] শক্তিকান্ত দাস
- আশ্বিনী পোনাপ্পা কোন খেলার সাথে যুক্ত আছেন?
[a] ব্যাডমিন্টন
[b] রেস্টলিং
[c] ক্রিকেট
[d] টেনিস
Current Affairs October 2018
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন
21-30 September 2018 এর কারেন্ট অ্যাফেয়ার্স MCQ Download
সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেঃ এখানে ক্লিক করুন