Bengali Current Affairs GK: November 12, 2018
Here are the Top Bengali Current Affairs GK: November 12, 2018
Bengali Current Affairs GK: November 12, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: November 12, 2018
Q.1) ফ্রান্সের সর্বচ্চ সম্মান Chevalier de la Legion d’Honneur ( Legion of Honour ) প্রদান করে সম্প্রতি কাকে ভূষিত করা হল?
[a] জহরলাল সারিন[b] রাম দেব সপ্রু
[c] পুরশত্তম দাস নায়েক
[d] নরেন্দ্র মোদী
Q.2) নিম্নলিখিত ব্যক্তিত্বগুলির মধ্যে কার জন্মবার্ষিকী উদযাপনের জন্য ভারতে 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস প্রতিবছর পালিত হয়?
[a] ডঃ সর্বেপল্লি রাধাকৃষ্ণণ[b] সাবিত্রী বাঈ ফুলে
[c] ডঃ এ পি জে আব্দুল কালাম
[d] মৌলানা আবুল কালাম আজাদ
Q.3) কোন চৈনিক সংবাদ সংস্থা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সংহত সংবাদ উপস্থাপক উন্মোচন করেছে?
[a] Hefei[b] Yulin
[c] Nanping
[d] Xinhua
Q.4) “Lucy” নিম্নলিখিত কোন সংস্থার গ্রহাণু অন্বেষণ করার একটি রোবোটিক অভিযান?
[a] JAXA[b] ESA
[c] ISRO
[d] NASA
Q.5) 33 তম ASEAN Summit নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হবে?
[a] সিঙ্গাপুর[b] চীন
[c] মালয়েশিয়া
[d] ইন্দোনেশিয়া
Q.6) কোন রাজ্য সম্প্রতি প্রযুক্তি দ্বারা চালিত ‘Mo Bus’ পরিসেবা চালু করেছে?
[a] উড়িষ্যা[b] ঝাড়খণ্ড
[c] তেলাঙ্গানা
[d] অন্ধ্রপ্রদেশ
Q.7) কাকে সম্প্রতি লোকসভার মহাসচিব পদে নিযুক্ত করা হল?
[a] অনুপমা সিং[b] স্নেহলতা শ্রীবাস্তব
[c] সুমিত্রা মহাজন
[d] লিলি সেন
Q.8) Public Service Broadcasting দিবস প্রতিবছর কোন দিন উদযাপিত করা হয়?
[a] 10 সেপ্টেম্বর[b] 11 নভেম্বর
[c] 12 নভেম্বর
[d] 13 অক্টোবর
Q.9) সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন রাজ্যের জন্য একটি পৃথক হাইকোর্টের অনুমোদন দিয়েছে?
[a] সিকিম[b] বিহার
[c] দামন ও দিউ
[d] অন্ধ্রপ্রদেশ
Q.10) National Education Day কোন দিন পালন করা হয়?
[a] 9 সেপ্টেম্বর[b] 10 নভেম্বর
[c] 11 নভেম্বর
[d] 12 অক্টোবর
Bengali Current Affairs GK: November 12, 2018
STATIC GK FOR COMPETITIVE EXAM
Q.1) দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশে বিখ্যাত ‘Angkor Vat’ মন্দির অবস্থিত?
[a] থাইল্যান্ড[b] ফিলিপিন্স
[c] কম্বোডিয়া
[d] ভিয়েতনাম
Q.2) ভারতের ফুড ব্যাংকিং নেটওয়ার্ক (IFBN) এর অংশ হিসাবে ভারতের প্রথম খাদ্য ব্যাংক কোন শহরে উদ্বোধন করা হয়?
[a] বেঙ্গালুরু
[b] দিল্লী
[c] হাইদ্রাবাদ
[d] পুনে
Q.3) মানু, যজ্ঞভালক্য, নারদ এবং বৃহস্পতি ছিলেন-
[a] প্রাচীন ভারতের আইনজ্ঞ
[b] বৈদিক ধর্মের দেবতা
[c] বৌদ্ধ পণ্ডিত এবং যুক্তিবিদ
[d] প্রাচীন ভারতের গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী
Q.4) অ্যালবার্ট আইনস্টাইন কে কিসের গবেষণা ও গঠনের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল?
[a] Theory of Relavitity
[b] Laws of Photo-Electric Effect
[c] Principle of Wave-Particle Duality
[d] Theory of Critical Opalescence
Q.5) লেসার প্রিন্টারে কোন ধরনের লেসার ব্যবহৃত হয়?
[a] অর্ধপরিবাহী লেসার
[b] এক্সাইমার লেসার
[c] রঁজিত লেসার
[d] গ্যাস লেসার
Bengali Current Affairs GK: November 12, 2018
Read More: Previous One Year 1500+ Current Affairs (August 2017- October 2018)