Share
Bengali Current Affairs GK: November 11, 2018
Here are the Top Bengali Current Affairs GK: November 11, 2018
Bengali Current Affairs GK: November 11, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: November 11, 2018
- দীপাবলির প্রাক্কালে পবিত্র শহর অযোধ্যায় সম্প্রতি একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করা হল। শহরবাসী কোন নদীর তীরে একসাথে ৩ লাখের বেশি দীপক জ্বালিয়ে এই বিশ্বরেকর্ড স্থাপন করলো?
[a] গঙ্গা
[b] সরায়ু
[c] গোমতী
[d] শারদা
- ‘নির্মাণ কুসুম’ প্রকল্প কোন রাজ্যে চালু করা হল?
[a] আসাম
[b] রাজস্থান
[c] মধ্যপ্রদেশ
[d] উড়িষ্যা
- উমেশ সিনহা কমিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত?
[a] New Education Policy 2018
[b] Changes to RPA Act 1951
[c] Corporate Social Responsibility ( CSR )
[d] 5G Adoption
- মিস নিনা শেরিং লা সম্প্রতি কঙ্গো প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন। রিপাবলিক অফ কঙ্গো বা কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি?
[a] Brazzaville
[b] Kinshasa
[c] Nairobi
[d] Yaoundé
- একমাত্র এশিয়ান চলচ্চিত্র হিসেবে “Mere Pyaare Prime Minister” নিম্নলিখিত কোন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হল?
[a] Cannes
[b] Melbourne International Film Festival
[c] Venice
[d] Rome Film Festival
- কম্বলা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
[a] তামিলনাডু
[b] ছত্তিসগড়
[c] কর্ণাটক
[d] তেলাঙ্গানা
- ‘The Fire Burns Blue: A History of Women’s Cricket in India’ বইটির লেখক-
[a] বড়িয়া মজুমদার ও জতিন সাপ্রু
[b] জিম মুনরো ও হাওয়ার্ড ব্রায়ান্ট
[c] করুন্য কেশব ও সিধান্ত পাঠক
[d] আয়াজ মেনন ও কাদম্বরী মুরলী
- দ্বিপাক্ষিক সৈন্য অনুশীলন SIMBEX 18 ভারত এবং কোন দেশের মধ্যে প্রতিবছর আয়োজিত হয়?
[a] শ্রীলঙ্কা
[b] সিঙ্গাপুর
[c] সান মারিনো
[d] সৌদি আরব
- Global Cooling Innovation Summit 2018 কোন শহরে অনুষ্ঠিত হবে?
[a] চেন্নাই
[b] কলকাতা
[c] জয়পুর
[d] নয়াদিল্লী
- 13 তম East Asia Summit (2018) নিম্নলিখিত কোন দেশে আয়োজিত হবে?
[a] জাপান
[b] ভিয়েতনাম
[c] সিঙ্গাপুর
[d] মালয়েশিয়া
- গুজরাট বন বিভাগ একটি মারাত্মক CVD থেকে সিংহদের রক্ষা করার জন্য গির অভয়ারণ্যে তাদের টিকা দেওয়া শুরু করেছে। এই CVD এর পুরো অর্থ কী?
[a] Cysticercosis dwarf virus
[b] Cercarial dirofilariasis virus
[c] Colorectal dermatophyte virus
[d] Canine distemper virus
- National Institute of Mental Health Rehabilitation (NIMHR) কোন রাজ্যে স্থাপন করা হবে?
[a] মহারাষ্ট্র
[b] মিজোরাম
[c] মধ্যপ্রদেশ
[d] চণ্ডীগড়
- “Future of Work in India” রিপোর্ট নিম্নলিখিত কোন সংস্থা প্রকাশ করেছে?
[a] International Monetary Fund (IMF)
[b] World Bank
[c] United Nations Development Programme
[d] World Economic Forum
- এশিয়ার প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোন শহরে স্থাপন করা হবে?
[a] বেজিং, চীন
[b] বিহার, ভারত
[c] থিম্পু, ভুটান
[d] কাঠমান্ডু, নেপাল
- বিশ্ব কৃষি পুরস্কার 2018 এর বিজয়ী হলেন-
[a] কে ভি প্রভু
[b] সুমন সাহায়
[c] এম এস স্বামীনাথন
[d] রতন লাল
Bengali Current Affairs GK: November 11, 2018
Few Static General Knowledge (GK): Important for all Competitive Exam
- বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
[a] জয়রাম ঠাকুর
[b] পেমা খাঁদু
[c] নিতিশ কুমার
[d] রমণ সিং
- বর্তমান Road, Transport and Highways এর কেন্দ্রীয় মন্ত্রী হলেন-
[a] রাজনাথ সিং
[b] অরুণ জেটলি
[c] নিতীন গডকরি
[d] সদানন্দ গৌড়া
- শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত?
[a] নর্মদা
[b] তাপতি
[c] সবরমতি
[d] ঝিলাম
- NATO Summit 2018 কোন দেশে অনুষ্ঠিত হবে?
[a] বেলজিয়াম
[b] মালয়েশিয়া
[c] ইন্দোনেশিয়া
[d] রাশিয়া
- জাতীয় সৈন্য দিবস (National Army Day) প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] জানুয়ারি 12
[b] ফেব্রুয়ারি 13
[c] মার্চ 14
[d] জানুয়ারি 15
Bengali Current Affairs GK: November 11, 2018
Read More: Previous One Year 1500+ Current Affairs (August 2017- October 2018)