Bengali Current Affairs GK: December 2, 2018
Here are the Top Bengali Current Affairs GK: December 2, 2018
Bengali Current Affairs GK: December 2, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: December 2, 2018
- ভারতের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এর নাম কী?
[a] অখিলেশ রঞ্জন
[b] নাগেশ্বর রাও গুন্টুর
[c] সুনীল অরোরা
[d] আঁচল কুমার জ্যোতি
- ‘বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2018’ এর বিজয়ীর নাম কী?
[a] বিশ্বনাথন আনন্দ
[b] ফেবিয়ানো কারুয়ানা
[c] ম্যাগনাস কার্লসেন
[d] সার্গেই কার্জাকিন
- 12 দিন ব্যাপী যৌথ বিমান বাহিনী সৈন্য অনুশীলন (ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র) ‘COPE INDIA 2019 নিম্নলিখিত কোন রাজ্যে আয়োজিত হবে?
[a] রাজস্থান
[b] তামিলনাডু
[c] পশ্চিমবঙ্গ
[d] উত্তরাখণ্ড
- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর নতুন চেয়ারম্যান কে?
[a] অরবিন্দ সক্সেনা
[b] এম সত্যবতী
[c] ভীমসেন বাসি
[d] এ এম নায়েক
- ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এর পরবর্তী CEO কে নিযুক্ত হলেন?
[a] অঙ্কিত কুমার
[b] সুরেশ কুমার
[c] নরেশ কুমার
[d] ডেভিড টেট
- বিশ্বের সবচেয়ে মূল্যবান সাংস্কৃতিক খেলা যেটি সম্প্রতি UNESCO দ্বারা অনুমোদিত হল-
[a] ঘুড়ি ওড়ানো
[b] কোরিয়ান কুস্তি
[c] টাইকোন্ডো
[d] তুহো
- নিম্নলিখিত কোন সিনেমাটি 49 তম আন্তর্জাতিক ভারত ফিল্ম উৎসবে ‘গোল্ডেন পিকোক’ খেতাব জিতেছে?
[a] Donbass
[b] Manta Ray
[c] Pity
[d] Amin
- 38 তম ভারত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে কোন রাজ্যকে সেরা রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে?
[a] উত্তরাখণ্ড
[b] জম্মু ও কাশ্মীর
[c] হিমাচল প্রদেশ
[d] কর্ণাটক
- বিশ্ব এইডস দিবস-
[a] 1 নভেম্বর
[b] 2 ডিসেম্বর
[c] 1 ডিসেম্বর
[d] 2 নভেম্বর
- ‘Children, HIV and AIDS: The World in 2030’ নামক রিপোর্টটি সম্প্রতি কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রকাশ করেছে?
[a] বিশ্ব ব্যাংক
[b] UNICEF
[c] UNESCO
[d] ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
- দ্বিতীয় ‘তেজস’ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চেন্নাই এবং কোন শহরের মধ্যে চলাচল করবে?
[a] কন্যাকুমারী
[b] তিরুচিরাপল্লী
[c] মাদুরাই
[d] কইম্বাটুর
- জর্জ হার্বার্ট ওয়াকার বুশ সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিম্নলিখিত কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
[a] ফ্রান্স
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] জার্মানি
[d] কানাডা
- নিম্নলিখিত কোনটি একমাত্র NATO (The North Atlantic Treaty Organization) দেশ যার সেনাবাহিনীর নেতৃত্বে আছেন একজন মহিলা?
[a] স্লোভেনিয়া
[b] পোল্যান্ড
[c] রোমানিয়া
[d] জার্মানি
- ‘Know Your Status’ নিম্নলিখিত কোন জাতীয় দিবসের 2018 সালের থিম?
[a] বিশ্ব হেপাটাইটিস দিবস
[b] বিশ্ব ক্যান্সার দিবস
[c] বিশ্ব স্বাস্থ্য দিবস
[d] বিশ্ব এইডস দিবস
IMPORTANT STATIC GK FOR ALL COMPETITIVE EXAM
- সমগ্র ভারতের রাজনীতিতে গান্ধীর প্রথম উদ্যোগটি ছিল:
[a] ডান্ডি অভিযান
[b] চম্পারণ আন্দোলন
[c] রাউলেট সত্যগ্রহ
[d] অসহযোগ আন্দোলন
- মুঘল আমলের সময় কোন দেশের ব্যবসায়ীরা প্রথম ভারতে এসেছিলেন?
[a] পর্তুগাল
[b] হল্যান্ড
[c] ডেনমার্ক
[d] ইংল্যান্ড
- 1920 সালে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
[a] ডঃ রাজেন্দ্র প্রসাদ
[b] লালা লাজপত রায়
[c] চিত্তরঞ্জন দাস
[d] বিপিন চন্দ্র পাল
- পঞ্চতন্ত্র কোন যুগে লেখা হয়েছিল?
[a] কুশন যুগ
[b] মৌর্য যুগ
[c] গুপ্ত যুগ
[d] সুলতানি যুগ
- নিম্নলিখিত কোন বেদে গায়ত্রী মন্ত্রগুলি রয়েছে?
[a] ঋক্ বেদ
[b] সম বেদ
[c] অথর্ব বেদ
[d] কোনটিই নয়
21-30 নভেম্বর এর কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করতে- CLICK HERE
All Bengali Current Affairs GK PDF Download Link: Click Here
ভাল লাগলে পোস্টটি অবশ্যই শেয়ার করুন।
You must log in to post a comment.