Share
Bengali Current Affairs GK: December 01-31, 2018 Free PDF Download
Here are the Top Bengali Current Affairs GK: December 01-31, 2018
Bengali Current Affairs GK: December 01-31, 2018 Quiz in Bengali Language PDF Free Download for WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT and all other competitive exams.
Bengali Current Affairs GK: December 01-31, 2018 ডাউনলোড লিঙ্ক পোস্টটির শেষে দেওয়া আছে।
Bengali Current Affairs GK: December 01-31, 2018
- অক্সফোর্ড ইকোনমিক্সের রিপোর্ট অনুসারে 2019 থেকে 2035 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান 10 টি শহরগুলির তালিকায় কোন শহর শীর্ষ স্থান অধিকার করেছে?
[a] আগ্রা
[b] রাজকোট
[c] সুরাত
[d] গান্ধীনগর
- উপজাতি উন্নয়নের জন্য Peren-Kohima-Wokha প্রকল্পটি নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটিতে বাস্তবায়ন করা হবে?
[a] আসাম
[b] নাগাল্যান্ড
[c] অরুণাচল প্রদেশ
[d] মিজোরাম
- রঞ্জী ট্রফি 2018-19 মরশুমে কোন ক্রিকেটার তার অভিষেক ম্যাচে 267 রান স্কোর করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন?
[a] রাকেশ মাঝী
[b] অনিল মজুমদার
[c] সুনীল শর্মা
[d] অজয় রোহেরা
- ‘Glinka World Soil Prize 2018’ এর বিজয়ী কে হলেন?
[a] আপ্রেসিদ
[b] প্রফেসর রতন লাল
[c] আগস্টিন কোডাজী
[d] কন্সটানিন গ্লিঙ্কা
- ভারতের একমাত্র রাজ্য কোনটি যেখানে 4টি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত?
[a] তামিলনাডু
[b] কেরল
[c] অন্ধ্রপ্রদেশ
[d] পশ্চিমবঙ্গ
- Mister Supranational 2018 এর ট্রফি কে জিতছেন?
[a] প্রথমেশ মৌলিঙ্কর
[b] জিতেশ সিং দিও
[c] বিষ্ণু রাজ মেনন
[d] কওলজিত আনন্দ সিং
- ভারতীয় নৌসেনা প্রতিবছর কোন দিন ‘সাবমেরিন দিবস’ পালন করে?
[a] 08 নভেম্বর
[b] 09 ডিসেম্বর
[c] 09 নভেম্বর
[d] 08 ডিসেম্বর
- সাইবার নিরাপত্তা শিক্ষা প্রদানের জন্য Data Security Council of India (DSCI) Excellence Award 2018 পেল কোন ভারতীয় IIT?
[a] কানপুর
[b] খড়গপুর
[c] ইন্দোর
[d] বম্বে
- 2018 Military Literature Festival (MLF) কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
[a] চণ্ডীগড়
[b] দেহরাদুন
[c] হাইদ্রাবাদ
[d] নয়াদিল্লী
- কনিষ্ঠতম ভারতীয় Golf খেলোয়াড় যিনি Asian Tour Order Of Merit টুর্নামেন্ট জিতেছেন, তার নাম কি?
[a] শুভঙ্কর শর্মা
[b] শিব কাপুর
[c] অদিতি অশোক
[d] অর্জুন আটওয়াল
- নিম্নোক্ত স্কিমগুলির মধ্যে সম্প্রতি সুপ্রিম কোর্ট কোনটি অনুমোদন করেছে?
[a] Witness Protection Scheme 2018
[b] Fugitives Protection Scheme 2018
[c] Rehabilitated Offenders Protection Scheme 2018
[d] Ex-Prisoners Reformation Scheme 2018
- সাউথএশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (SAARC) এর মুখ্যালয় কোথায় অবস্থিত?
[a] ঢাকা
[b] কাঠমান্ডু
[c] বেজিং
[d] টোকিও
- নিম্নলিখিত কোন রোগটি Hansen’s Disease নামে পরিচিত?
[a] কুষ্ঠরোগ
[b] ডায়াবেটিস
[c] নিউমোনিয়া
[d] জলাতঙ্ক
- আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্রুততম 200 টি উইকেট অর্জন করে কোন এশিয়ান ক্রিকেটার 82 বছরের পুরাতন রেকর্ড ভেঙ্গে দিলেন?
[a] ইয়াসির শাহ
[b] মহম্মদ শামি
[c] রাশিদ খান
[d] জাসপ্রীত বুমরা
- Innovative Young Biotechnologist Award (IYBA) 2018 কাকে দিয়ে ভূষিত করা হল?
[a] রজনিশ গিরী
[b] সোনম মুঞ্জল
[c] গোপিনাথ আয়ার
[d] স্বাতি মালিক
- মিস ওয়ার্ল্ড 2018 এর বিজয়ী কে হলেন?
[a] মানুষী চিল্লার
[b] অনুকৃতি ব্যাস
[c] ভেনেসা পনসে ডি লিওন
[d] নিকোলিন লিমস্নুকান
- ভারতের প্রথম ই-পেমেন্ট গ্রহণ উপযোগী জেলা আদালত কোনটি?
[a] পুনে
[b] দিল্লী
[c] কলকাতা
[d] চেন্নাই
- কোন রাজ্যের পর্যটন মন্ত্রক AdventureNext India 2018 আয়োজিত করেছে?
[a] রাজস্থান
[b] মিজোরাম
[c] মধ্যপ্রদেশ
[d] তেলাঙ্গানা
- International Anti-Corruption Day–
[a] December 09
[b] November 08
[c] December 11
[d] November 10
- অরুণাচল প্রদেশের নতুন গঠিত 23 তম জেলাটির নাম কী?
[a] লেপা রাডা
[b] পাকে- কেসাং
[c] মনিগং
[d] শি ইয়োমি
- Global Nutrition Report নিম্নলিখিত কোন সংস্থাটি প্রতিবছর প্রকাশ করে?
[a] FAO
[b] WHO
[c] UNESCO
[d] ILO
- কোন রাজ্য সরকার সম্প্রতি নারী হয়রানির সম্মুখীন নারীদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন ‘181’ চালু করেছে?
[a] তামিলনাডু
[b] দিল্লী
[c] অন্ধ্রপ্রদেশ
[d] উড়িষ্যা
- Human Rights Day প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] December 09
[b] November 08
[c] December 10
[d] November 10
- Ex Aviaindra 2018, ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে একটি যৌথ নৌ- অনুশীলন?
[a] জার্মানি
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] রাশিয়া
[d] ফ্রান্স
- প্রথম International Conference on Sustainable Water Management কোন শহরে আয়োজিত হয়েছিল?
[a] মোহালি
[b] কুরুক্ষেত্র
[c] জয়পুর
[d] বারানসি
- WHO এর নতুন রিপোর্ট অনুযায়ী, কোন দেশে সড়ক দুর্ঘটনার কারণে সর্বাধিক মৃত্যু ঘটেছে?
[a] ভারত
[b] পাকিস্থান
[c] বাংলাদেশ
[d] ইরান
- ফোর্বস ম্যাগাজিন দ্বারা প্রতিবছর প্রকাশিত 2018 “The World’s 100 Most Powerful Women’ এর তালিকায় ধারাবাহিক ভাবে অষ্টমবার শীর্ষস্থান অধিকার করলে এঞ্জেলা মার্কেল। তিনি কোন দেশের চ্যান্সেলর?
[a] জার্মানি
[b] রাশিয়া
[c] ফ্রান্স
[d] পোল্যান্ড
- ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের গভর্নর যিনি সম্প্রতি পদত্যাগ করলেন, তার নাম কী?
[a] ভিরাল আচার্য
[b] উরজিত প্যাটেল
[c] এস গুরুমূর্তি
[d] অরুণ জেটলি
- ভারতীয় রিসার্ভ ব্যাংকের নতুন গভর্নর এর নাম কী?
[a] অরবিন্দ পানাগরিয়া
[b] শক্তিকান্ত দাস
[c] কৌশিক বসু
[d] রাজীব মেহঋষি
- সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রালয় নিম্নলিখিত কোন টুইটার হ্যান্ডেলটি লঞ্চ করলো?
[a] @Cyber18
[b] @CyberFriend
[c] @CyberVigyan
[d] @CyberDost
- ‘Meethoileima’ খেতাব প্রদান করে সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদকে সম্মানিত করা হল?
[a] হীনা সিন্ধু
[b] মীরাবাঈ ছানু
[c] ম্যারি কোম
[d] সাইনা নেহ্বাল
- জামাল খাসহোজ্ঞি, যিনি টাইমস ম্যাগাজিন 2018 এর “Person of the Year”, তিনি কোন দেশের নাগরিক?
[a] সৌদি আরব
[b] ওমান
[c] ইরান
[d] তুর্কি
- ভারত- চীন যৌথ সামরিক অনুশীলন ‘Hand-in-Hand’ কোথায় শুরু হল?
[a] ছেংডু
[b] তিয়াঞ্জিন
[c] গুয়াংজু
[d] হাংজু
- কোন ভারতীয় সশস্ত্র বাহিনী ‘CROSS BOW-18’ নামক একটি অনুশীলন পরিচালনা করেছে?
[a] নৌবাহিনী
[b] উপকূলরক্ষিবাহিনী
[c] বিমানবাহিনী
[d] সেনা
- 2018 সালে রাজ্য সভায় “Best Woman Parliamentarian” নির্বাচিত হলেন?
[a] নির্মলা সিথারমণ
[b] স্মৃতি ইরানী
[c] রপা গাঙ্গুলি
[d] কানিমোঝি
- 2019 Climate Change Performance Index (CCPI) এ ভারতের অবস্থান কত তম?
[a] 10
[b] 11
[c] 12
[d] 13
- মুশিরুল হাসান, যিনি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন ক্ষেত্রে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন?
[a] রাজনীতি
[b] ইতিহাস
[c] ক্রীড়া
[d] ফটোগ্রাফি
- কোন রাজ্যের হাই কোর্ট সম্প্রতি অনলাইনে ওষুধ কারবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে?
[a] বম্বে
[b] কেরালা
[c] মাদ্রাস
[d] দিল্লী
- ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (FTII) এর নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন?
[a] শর্মিলা ঠাকুর
[b] সাজিদ নাডিয়াডওয়ালা
[c] এস শঙ্কর
[d] বৃজেন্দ্র পাল সিং
- প্রথম এশিয়ান অধিনায়ক যিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে টেস্ট ক্রিকেট জিততে সফল হলেন, তার নাম কী?
[a] সারফরাজ খান
[b] বিরাট কোহলী
[c] রাশিদ খান
[d] এম এস ধোনী
- জগদীশ ঠ্যাকার, যিনি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি পেশায় একজন ___________ ছিলেন।
[a] অভিনেতা
[b] সাংবাদিক
[c] কবি
[d] কুস্তিবিদ
- ট্রিনিটি আর্টস ফেস্টিভ্যালে কে আজীবন সম্মাননা পুরস্কার (Lifetime Achievment Award) পেলেন?
[a] টি টি শ্রীনিবাসরাঘবন
[b] জায়েদ যদুকুমার
[c] রবি যাদব প্রকাশ
[d] সুরেশ জুলফিকার
- দ্বিতীয়-বারের জন্যে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন?
[a] কে চন্দ্রশেখর রাও
[b] মহম্মদ মেহমুদ আলি
[c] এন চন্দ্রবাবু নাইডু
[d] এস জগমোহন
- ধুবড়ি- ফুলবাড়ি ব্রিজ নিম্নলিখিত কোন নদীর উপর নির্মিত?
[a] গঙ্গা
[b] ব্রহ্মপুত্র
[c] যমুনা
[d] নর্মদা
- এবছর জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা কাকে ভূষিত করা হল?
[a] অমিতাভ ঘোষ
[b] চেতন ভগত
[c] আর অনন্তমূর্তি
[d] শ্রীলাল শুক্লা
- সম্প্রতি, কোন দেশের সংসদ ক্যাথলিক-সংখ্যাগরিষ্ঠ দেশে প্রথমবারের মতো গর্ভপাত বৈধ করার জন্য একটি ল্যান্ডমার্ক আইন পাস করেছে?
[a] ফ্রান্স
[b] স্পেন
[c] আয়ারল্যান্ড
[d] সুইজারল্যান্ড
- বেলান্দুর লেক, কোন রাজ্যে অবস্থিত?
[a] কর্ণাটক
[b] তামিলনাডু
[c] কেরল
[d] অন্ধ্রপ্রদেশ
- রাজধানীতে সকল শ্রমিকের ন্যূনতম মজুরি নিশ্চিত করার জন্য দিল্লি সরকার সম্প্রতি ________ চালু করেছে।
[a] Operation Minimum Wage
[b] Operation Minimum Salary
[c] Operation Minimum Remuneration
[d] Operation Minimum Compensation
- 2018 তে PETA (People for the Ethical Treatment of Animals) কাকে “India’s Hottest Vegetarian” মনোনীত করেছে?
[a] অর্জুন কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া
[b] দীপিকা পাদুকোন ও শাহরুখ খান
[c] অনুশকা শর্মা ও কার্ত্তিক আরয়ান
[d] আমির খান ও শ্রদ্ধা কাপুর
- প্রথম ভারতীয় হিসেবে সম্প্রতি ‘Breakthrough Table Tennis Star’ পুরস্কার পেলেন-
[a] সরথ কমল অচান্ত
[b] মৌমা দাস
[c] কমলেশ মেহতা
[d] মনিকা বাত্রা
- রাষ্ট্রপতি সম্প্রতি কোন রাজ্যে কেবাডিয়া রেলওয়ে স্টেশন এর উদ্বোধন করলেন?
[a] পাঞ্জাব
[b] গুজরাট
[c] জম্মু ও কাশ্মীর
[d] মহারাষ্ট্র
- ভারতের প্রথম Institute of High Altitude Medicinal Plants (IHAMP) কোথায় খোলা হল?
[a] জম্মু ও কাশ্মীর
[b] উড়িষ্যা
[c] তামিলনাডু
[d] কেরল
- গঙ্গা নদীতে দূষণ হ্রাসের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন শহরে একটি 175 কিমি. বিস্তৃত ভূগর্ভস্থ নালী নেটওয়ার্কের উদ্ধঘাটন করলেন?
[a] অযোধ্যা
[b] প্রয়াগরাজ
[c] কলকাতা
[d] বারানসি
- 2017 সালে দুই লাখেরও বেশী মহিলাদের আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান করে কোন রাজ্যের পুলিস বাহিনী লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ নাম নতিভুক্ত করলো?
[a] মহারাষ্ট্র
[b] অন্ধ্রপ্রদেশ
[c] মিজোরাম
[d] দিল্লী
- স্টকহোম আন্তর্জাতিক পিস রিসার্চ ইন্সটিটিউট-এর সাপ্রতিক রিপোর্ট অনুযায়ী, কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উত্পাদনকারী দেশ?
[a] ফ্রান্স
[b] ইউনাইটেড কিংডম
[c] চীন
[d] রাশিয়া
- বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) কোন শহরে অবস্থিত?
[a] তিরুবনন্তপুরম
[b] শ্রীহরিকোটা
[c] মুম্বাই
[d] লাদাখ
- সম্প্রতি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন?
[a] জোরাম্থাঙ্গা
[b] কে রাজসেখরন
[c] তোনলুইয়া
[d] আর লালথাংলিয়ানা
- মাউন্ট তামবোরা কোন দেশে অবস্থিত?
[a] ভারত
[b] ইন্দোনেশিয়া
[c] মার্কিন যুক্তরাষ্ট্র
[d] কানাডা
- কোন শহরটি “Detroit of India” অথবা “Detroit of Asia” নামে পরিচিত?
[a] টোকিও
[b] হংকং
[c] বেজিং
[d] চেন্নাই
- World Customs Organization (WCO) এর মুখ্যালয় কোথায় অবস্থিত?
[a] বেলজিয়াম
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] হল্যান্ড
[d] সুইজারল্যান্ড
- কোন প্রথম ভারতীয় যিনি সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ট্যুর এর ফাইনাল জিতেছে?
[a] সাইনা নেহওয়াল
[b] পি ভি সিন্ধু
[c] অশ্বিনী পোনাপ্পা
[d] এন সিকি রেড্ডি
- বিজয় দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 15 নভেম্বর
[b] 16 ডিসেম্বর
[c] 16 নভেম্বর
[d] 15 ডিসেম্বর
- “One City-One Operator scheme” নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত?
[a] ট্রাফিক
[b] সড়ক
[c] বিদ্যুৎ
[d] নর্দমা
- ভারতের প্রথম Unmanned Aerial Vehicles (UAV) ফ্যাক্টরি কোন শহরে সম্প্রতি খোলা হল?
[a] গুয়ালিওর
[b] দেহরাদুন
[c] হাইদ্রাবাদ
[d] কোচী
- সর্বাধিক ধান উৎপাদনের জন্য কোন রাজ্যটি 2018 কৃষি কর্মন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে?
[a] রাজস্থান
[b] পাঞ্জাব
[c] পশ্চিমবঙ্গ
[d] ঝাড়খণ্ড
- 23 তম কেরালা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কোন ছবিটি Golden Crow Pheasant পুরস্কার জিতেছে?
[a] Sudani from Nigeria
[b] Taking th Hors to Eat Jalebis
[c] Ee.Ma.Yau
[d] The Dark Room
- কোন ভারতীয়- যুক্তরাষ্ট্রীয় ফিল্ম প্রযোজকে সম্প্রতি French Knight of the National Order of Merit প্রদান করা ভূষিত করা হল?
[a] অশোক অমৃতরাজ
[b] মিরা নায়ার
[c] কাল পেন
[d] জয় চন্দ্রশেখর
- ভারতের কোন প্রতিবেশী দেশ 100 টাকার বেশি ভারতীয় মুদ্রা নোটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে?
[a] বাংলাদেশ
[b] পাকিস্থান
[c] নেপাল
[d] ভুটান
- 67 তম মিস ইউনিভার্স কে হলেন?
[a] ট্যামারিন গ্রিন
[b] ক্যাটরিওনা এলিসা গ্রে
[c] স্টেফানি গুটিরেজ
[d] ডেমি নেল-পিটার্স
- কোন দেশ 2018 হকি বিশ্বকাপ জিতেছে?
[a] নেদারল্যান্ড
[b] বেলজিয়াম
[c] অস্ট্রেলিয়া
[d] ইংল্যান্ড
- জাতীয় শক্তি সংরক্ষণ দিবস (National Energy Conservation Day) প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 13 নভেম্বর
[b] 14 ডিসেম্বর
[c] 14 নভেম্বর
[d] 13 ডিসেম্বর
- ফিনল্যান্ডের বিজ্ঞানীরা রোগের বিরুদ্ধে _____ রক্ষা করার জন্য বিশ্বের প্রথম টিকা তৈরি করেছেন।
[a] বানর
[b] উট
[c] হাতি
[d] মৌমাছি
- ছোট গল্প “AAKH” সংগ্রহের জন্য এই বছরের সাহিত্য একাডেমী পুরস্কার কে অর্জন করেছেন?
[a] মুস্তাক আহমেদ তান্ত্রে
[b] তারিক মহম্মদ
[c] খালিদা বেগম
[d] হুসেন মুবারক
- ECO Niwas Samhita 2018 কোন কেন্দ্রীয় মন্ত্রালয় দ্বারা লঞ্চ করা হল?
[a] Ministry of Power
[b] Corporate Affairs
[c] Personnel
[d] Finance
- 37 তম Senior National Rowing Championship 2018 কোন শহরে আয়োজিত করা হল?
[a] পুনে
[b] শিলং
[c] কলকাতা
[d] দেহরাদুন
- তুলসি গিরি, যিনি সম্প্রতি মারা গেলেন, তিনি কে ছিলেন?
[a] প্রাক্তন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী
[b] বিশিষ্ট কূটনীতিজ্ঞ
[c] জনপ্রিয় লেখক
[d] নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী
- Miss India Worldwide 2018 কে জিতেছেন?
[a] অনুশা সারিন
[b] সাক্ষী সিনহা
[c] শ্রী সাইনি
[d] প্রগ্যা আগরওয়াল
- National Crime Record Bureau নিম্নলিখিত কোন মন্ত্রালয়ের অধীনে কাজ করে?
[a] Ministry of Home Affairs
[b] Law
[c] Social Justice
[d] NOTA
- পণ্ডিত অরুণ ভাদুরি, যিনি সম্প্রতি প্রয়াত হলেন তিনি কোন ধরনের শিল্পকলা জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন?
[a] শাস্ত্রীয় নাচ
[b] রবীন্দ্র সংগীত
[c] কার্নেটিক সঙ্গীত
[d] হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীত
- ভারতীয় সুপ্রিম কোর্টের নতুন Additional Solicitor General of India (ASGI) পদে কাকে নিযুক্ত করা হল?
[a] মিরা আগরওয়াল
[b] কোনামানেনি অমরেশ্বরি
[c] মাধবি দিভান
[d] পিঙ্কি আনন্দ
- নীচের দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি 2019 সালকে ‘সহনশীলতার বছর’ (Year of Tolerance) ঘোষণা করেছে?
[a] সৌদি আরব
[b] ইসরায়েল
[c] ভারত
[d] সংযুক্ত আরব এমিরেট (UAE)
- 91 তম অস্কারের শর্ট সাবজেক্ট ক্যাটেগরিতে কোন ভারতীয় ছবিটি মনোনয়ন পেয়েছে?
[a] How Fan can you go for your art?
[b] In Defence of Freedom
[c] The School Bag
[d] Period. End of Sentence
- 2018-19 এর জন্য কাকে Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) এর ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হল?
[a] আয়াজ মেনন
[b] বিক্রম চন্দ্র
[c] রাহুল কালওয়াল
[d] উদয় শঙ্কর
- PETA কাকে ভারতের “Person of the Year 2018” হিসেবে মনোনীত করেছে?
[a] শাহিদ কাপুর
[b] অনুশকা শর্মা
[c] সোনম কাপুর
[d] কিরণ বেদী
- ভারতীয় ডাক সম্প্রতি রাজকুমার শুক্লার নামে একটি ডাকটিকিট উন্মোচন করলো। রাজকুমার শুক্লা নিন্মলিখিত কোন ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত ছিলেন?
[a] খেদা সত্যগ্রহ
[b] ডান্ডি সত্যগ্রহ
[c] চম্পারন সত্যগ্রহ
[d] ভাইকোম সত্যগ্রহ
- কলেজের শিক্ষার্থীদের সাথে আরও ভাল সংযোগ স্থাপনের জন্য কোন রাজ্য সরকার ‘শিক্ষা সেতু’ নামক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে?
[a] রাজস্থান
[b] পাঞ্জাব
[c] হরিয়ানা
[d] দিল্লী
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের Gender Gap Index 2018 তে ভারতের অবস্থান কত তম?
[a] 111
[b] 108
[c] 138
[d] 87
- ‘অপারেশন অলিভিয়া’ কাদের সংরক্ষণ করার একটি বিশিষ্ট মিশন?
[a] কাছিম
[b] বাঘ
[c] শকুন
[d] ডলফিন
- মাঙ্গদেছু জলবিদ্যুত প্রোজেক্ট কোন দেশে অবস্থিত?
[a] ভারত
[b] ভুটান
[c] নেপাল
[d] মায়ানমার
- রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী এর নাম কী?
[a] সচিন পাইলট
[b] কমল নাথ
[c] বসুন্ধরা রাজে
[d] অশোক গেহলোট
- ভারত _________ যুদ্ধে পাকিস্তানের উপর ভারতের বিজয় স্মরণে সম্প্রতি বিজয় দিবস উদযাপন করেছিল।
[a] 1962
[b] 1971
[c] 1984
[d] 1999
- কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সম্প্রতি মাদুরাইয়ে এবং _________ এ দুটি নতুন AIIMS প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে।
[a] খাম্মাম
[b] ভুপালাপল্লি
[c] বিকারাবাদ
[d] বিবিনগর
- অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাভারী জেলায় কোন ঘূর্ণিঝড় সম্প্রতি ভূমিধ্বনি করেছে?
[a] ফেথায়
[b] ওকচি
[c] নীলম
[d] বায়ু
- জুয়ারি নদী কোন রাজ্যে অবস্থিত?
[a] কর্ণাটক
[b] গোয়া
[c] তামিলনাডু
[d] কেরল
- ন্যাশনাল কমিশন ফর সিডিউল্ড ট্রাইব (NCST) এর নতুন সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হল?
[a] অমিত চোপড়া
[b] রাকেশ মেহতা
[c] অশোক কুমার সিং
[d] ভি ভি গিরি
- সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর নতুন অ্যাডিশনাল ডিরেক্টরের নাম কী?
[a] বিক্রম বেহেল
[b] প্রতীক আস্থানা
[c] নাগেশ্বর রাও
[d] দীনেশ ভর্মা
- জাতীয় বলরঙ্গ- 2018 কোন সহে অনুষ্ঠিত হবে?
[a] ভোপাল
[b] নয়াদিল্লী
[c] জয়পুর
[d] লক্ষ্ণৌ
- সিলাও খাজা, যেটি সম্প্রতি সম্প্রতি GI ট্যাগ প্রাপ্ত করলো, ক্তি কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যগত খাদ্য?
[a] উড়িষ্যা
[b] বিহার
[c] ঝাড়খণ্ড
[d] পশ্চিমবঙ্গ
- ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন কোচ কে হলেন?
[a] ভি রমণ
[b] অংশুমান গায়েকওয়াড
[c] কপিল দেব
[d] শান্থা রঙ্গস্বামী
- “Changing India” বয়টির রচয়িতা কে?
[a] ডঃ মনমোহন সিং
[b] শশী থারুর
[c] বরুণ গান্ধী
[d] প্রণব মুখার্জি
- কোন ভারতীয় সংগঠন SDG India Index – Baseline Report 2018 পেশ করেছে?
[a] নির্বাচন কমিশন
[b] রিসার্ভ ব্যাংক
[c] সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া
[d] নীতি আয়োগ
- Reporters without Borders (RSF) কোন দেশটিকে 2018 সালের “সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক জায়গা” বলে ঘোষণা করেছে?
[a] সিরিয়া
[b] আফগানিস্থান
[c] ইয়েমেন
[d] ইরাক
- নিম্নলিখিত কোন রাজ্যে ভারত বৃহত্তম ক্যান্সার হাসপাতাল-সহ-গবেষণা ব্যবস্থা চালু করা হয়েছে?
[a] হিমাচল প্রদেশ
[b] হরিয়ানা
[c] মহারাষ্ট্র
[d] পাঞ্জাব
- National Mathematics Day (NMD) কোন দিন পালন করা হয়?
[a] 21 ডিসেম্বর
[b] 22 নভেম্বর
[c] 21 নভেম্বর
[d] 22 ডিসেম্বর
- অনুপ কুমার, যিনি সম্প্রতি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত?
[a] কুস্তি
[b] বক্সিং
[c] জুডো
[d] কবাডি
- 2018 Skoch Chief Minister of the Year Award কাকে প্রদান করে ভূষিত করা হল?
[a] সর্বনন্দ সোনোওয়াল
[b] পি বিজয়ন
[c] এন চন্দ্রবাবু নাইডু
[d] মমতা ব্যানার্জি
- যুব নাট্য সমারোহ 2018 এর ষষ্ঠ সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত করা হল?
[a] নয়াদিল্লী
[b] জয়পুর
[c] ভোপাল
[d] প্রয়াগরাজ
- তামিলনাডুর কোন শহরে ভারতের প্রথম সংগীত মিউজিয়াম এর স্থাপনা হতে চলেছে?
[a] মাদুরাই
[b] ভেলোর
[c] তিরুভায়ারু
[d] তিরুচিরাপল্লি
- জাতীয় কৃষক দিবস কবে পালন করা হয়?
[a] 22 ডিসেম্বর
[b] 22 নভেম্বর
[c] 23 নভেম্বর
[d] 23 ডিসেম্বর
- ক্রাকাটোয়া দ্বীপ কোন দেশে অবস্থিত?
[a] মালয়েশিয়া
[b] সিঙ্গাপুর
[c] ইন্দোনেশিয়া
[d] নিউজিল্যান্ড
- 2018 সালের সেরা 10 টি ভারতীয় পুলিস স্টেশনের বিচারে শীর্ষস্থান কোন পুলিস স্টেশনটি দখল করেছে?
[a] মুন্সিয়ারি, উত্তরাখণ্ড
[b] পেরিয়াকুলাম, তামিলনাডু
[c] ফারাক্কা, পশ্চিমবঙ্গ
[d] কালু, রাজস্থান
- নিরুপম সেন, যিনি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন রাজনৈতিক দলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন?
[a] জাতীয় কংগ্রেস
[b] জনতা পার্টি
[c] কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
[d] তৃনমূল কংগ্রেস
- আর্চারি এসোসিয়েশন অফ ইন্ডিয়া (AAI) এর নতুন প্রেসিডেন্ট এর নাম কী?
[a] রূপক দেবরয়
[b] বি ভি পি রাও
[c] বিজয় কুমার মলহত্রা
[d] ডি কে বিদ্যার্থী
- “Nightingale of Assam” নামে কে পরিচিত ছিলেন?
[a] দীপালি বোরঠাকুর
[b] অনিমা চৌধুরী
[c] বিউটি শর্মা বরুয়া
[d] মালবিকা বোরা
- ভারতের দীর্ঘতম রেল-সহ- সড়ক ব্রিজ ‘বগিবিল’ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?
[a] অরুণাচল প্রদেশ
[b] আসাম
[c] ত্রিপুরা
[d] নাগাল্যান্ড
- ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (Indian Science Congress ISC-2019) 106 তম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
[a] পশ্চিমবঙ্গ
[b] উড়িষ্যা
[c] পাঞ্জাব
[d] কেরল
- ‘মহারাষ্ট্র কেসরী 2018’ এর খেতাব কে জিতেছে?
[a] সৌরভ গুর্জর
[b] বালা রফিক শেখ
[c] অভিজিত কাটকে
[d] জিন্দার মহল
- 2018 ফিফা ক্লাব বিশ্বকাপ কোন দল জিতেছে?
[a] রিয়াল মাদ্রিদ
[b] রিভার প্লেট
[c] কাশিমা অ্যান্টলার্স
[d] জুভেন্টাস
- মহম্মদ রফি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দিয়ে ভূষিত করা হল?
[a] প্যারেলাল রামপ্রসাদ শর্মা
[b] এম এস সুব্বুলক্ষ্মী
[c] লক্ষ্মীকান্ত শান্তারাম কুদল্কর
[d] বিসমিল্লা খান
- মাউন্ট এটনা, কোন দেশে অবস্থিত?
[a] ইউনাইটেড কিংডম
[b] ইতালি
[c] ফ্রান্স
[d] জার্মানি
- কোন রাজ্য সরকার গ্রামীণ এলাকায় ছাত্রদের জন্য ‘ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল স্কুল’ চালু করেছে?
[a] উত্তরপ্রদেশ
[b] মধ্যপ্রদেশ
[c] মহারাষ্ট্র
[d] হরিয়ানা
- মিসেস ইন্ডিয়া 2018 বিজয়ী দিব্যা পতিদার যোশি কোন রাজ্যে বসবাস করেন?
[a] গুজরাট
[b] মধ্যপ্রদেশ
[c] রাজস্থান
[d] উত্তরপ্রদেশ
- সলাগিট্টী নরসম্মা, যিনি সম্প্রতি মারা গেলেন, তিনি কোন রাজ্যের একজন বিশিষ্ট সমাজ সেবিকা ছিলেন?
[a] কেরল
[b] কর্ণাটক
[c] তেলাঙ্গানা
[d] তামিলনাডু
- কোন কেন্দ্রীয় মন্ত্রালয় জাতীয় ফটোগ্রাফি পুরস্কার 2019 এর আয়োজন করতে চলেছে?
[a] Electronics and IT
[b] Women and Child Development
[c] Information and Broadcasting
[d] Human Resource Development
- মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি কাকে 2018 সালের ‘তানসেন সম্মান’ দিয়ে ভূষিত করেছে?
[a] দালচোন শর্মা
[b] নটরঙ্গ প্রতিষ্ঠান
[c] মঞ্জু মেহতা
[d] উলহাস কাশল্কর
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে স্বরাজ দীপ্পের পূর্বের নাম কোনটি?
[a] রস দ্বীপ
[b] নিল দ্বীপ
[c] হেভলোক দ্বীপ
[d] ভাইপার দ্বীপ
- মারিজুয়ানার চিকিৎসা ব্যবহার বৈধ করার জন্য নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশটি প্রথম দক্ষিণ- পুর্ব দেশ হয়ে উঠেছে?
[a] ইন্দোনেশিয়া
[b] থাইল্যান্ড
[c] মালয়েশিয়া
[d] ভিয়েতনাম
- কোন দেশ সম্প্রতি চিকিৎসা মারিজুয়ানা রপ্তানি বৈধ করেছে?
[a] ফ্রান্স
[b] ইসরায়েল
[c] অস্ত্রেলিয়া
[d] জাপান
- সর্বজনীন স্বাস্থ্য কভারেজ সরবরাহ করতে সক্ষম ভারতের প্রথম রাজ্য কোনটি?
[a] ঝাড়খণ্ড
[b] আসাম
[c] উত্তরাখণ্ড
[d] উত্তরপ্রদেশ
- 26 তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস কোন শহরে অনুষ্ঠিত হবে?
[a] ভুবনেশ্বর
[b] নয়াদিল্লি
[c] কানপুর
[d] চেন্নাই
- সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত প্রফেসর হামিদি কাশ্মীরি। তিনি কোন ভাষার একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিক ছিলেন?
[a] ইংরিজি
[b] তামিল
[c] উর্দু
[d] উড়িয়া
- দ্যুইজিং উৎসব কোন রাজ্যে পালন করা হয়?
[a] আসাম
[b] উড়িষ্যা
[c] নাগাল্যান্ড
[d] মনিপুর
- ভারতীয় বক্সিং পুরুষ দলের নতুন কোচের নাম কী?
[a] ও এম নাম্বিয়ার
[b] সি এ কুট্টাপা
[c] সাগর ময়াল ধায়াল
[d] গণপতি মনোহরণ
- মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি কোন বন্যপ্রাণী অভয়ারণ্যটিকে ‘জাতীয় উদ্যানের’ তকমা দিল?
[a] বোরি
[b] কুনো
[c] নাউরাদেহি
[d] খেওনি
- কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে সম্প্রতি ‘Champions of Change’ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে?
[a] আসাম
[b] ঝাড়খণ্ড
[c] মনিপুর
[d] বিহার
- ওয়ার্ল্ড স্কলার্স কাপ 2018 এ জুনিয়র বিতর্ক চ্যাম্পিয়নশিপ জয় করে প্রথম ভারতীয় তরুণ কে হলেন?
[a] আনন্দ রাই
[b] জয়শ্রী বিজয়ন
[c] আকাশ ব্যানার্জি
[d] আদি সাই বিজয়করন
- বিদ্যমান অর্থনৈতিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক (ECF) পর্যালোচনা করার জন্য RBI কমিটির প্রধান কে?
[a] সুভাষ চন্দ্র গর্গ
[b] বিমল জালান
[c] এন এস বিশ্বনাথন
[d] রাকেশ মোহন
- কোন দেশটি সফলভাবে একটি নতুন হাইপারসনিক পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা ‘Avangard’ পরীক্ষা করেছে?
[a] রাশিয়া
[b] জার্মানি
[c] চীন
[d] মার্কিন যুক্তরাষ্ট্র
- সম্প্রতি মারা গেছেন নিরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি কোন ভাষার বিখ্যাত কবি ছিলেন?
[a] উড়িয়া
[b] উর্দু
[c] বাংলা
[d] তেলেগু
- 26 তম আন্তর্জাতিক উট উৎসব রাজস্থানের কোন শহরে অনুষ্ঠিত হবে?
[a] বিকানের
[b] জয়পুর
[c] বার্মার
[d] জয়সালমের
- কোন ক্রীড়াবিদ 2018 সালের বর্ষসেরা বাকলান অ্যাথলেট পুরস্কার জিতেছেন?
[a] লুকা মদ্রিচ
[b] নোভাক জকোভিচ
[c] সিমোনা হ্যলেপ
[d] রোনাল্ডো
- স্বচ্ছ সুরভেক্ষন 2018 ক্রমাঙ্কে কোন শহর Best Capital City in the Solid Waste Management এর তকমা অর্জন করছে?
[a] নয়াদিল্লী
[b] হাইদ্রাবাদ
[c] পুনে
[d] দেহরাদুন
- ভারতীয় রেলওয়ে ট্রেনের ত্রুটি সনাক্ত করার জন্য কোন কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত রোবট তৈরি করেছে?
[a] MADAD
[b] MILAP
[c] CRIS
[d] USTAD
- 2018 সালের ছপ্পরাম (রথ) উৎসব কোন রাজ্যে শুরু হয়েছে?
[a] তামিলনাডু
[b] কেরল
[c] কর্ণাটক
[d] অন্ধ্রপ্রদেশ
- “Early Indians: The Story of Our Ancestors and Where We Came From” বইটির রচয়িতার নাম কি?
[a] অশোক রাজগোপালান
[b] টনি জোসেফ
[c] রুপা পাই
[d] চিত্রা ব্যানার্জি দিবাকারনি
- আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন কোন ক্রীড়াবিদকে সম্প্রতি ‘Blue Cross’ দিয়ে ভূষিত করলো?
[a] জেমস গ্রাহাম
[b] ভিন্সেন্ট হ্যাঙ্কোক
[c] অভিনব বিন্দ্রা
[d] গগন নারাং
- দ্বিতীয় ‘তেজস’ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চেন্নাই এবং কোন শহরের মধ্যে চলাচল করবে?
[a] কন্যাকুমারী
[b] তিরুচিরাপল্লী
[c] মাদুরাই
[d] কইম্বাটুর
- কোন শহরে প্রথম Indian Owl Festival অনুষ্ঠিত হতে চলেছে?
[a] হাইদ্রাবাদ
[b] পুনে
[c] চেন্নাই
[d] নয়াদিল্লী
- নিম্নলিখিত কোন দেশ সম্প্রতি ‘Modern Slavery Bill’ পাশ করেছে?
[a] অস্ট্রেলিয়া
[b] দক্ষিণ আফ্রিকা
[c] ক্যানাডা
[d] মার্কিন যুক্তরাষ্ট্র
- KONKAN 2018, ভারত ও কোন দেশের একটি যৌথ নৌবাহিনী অনুশীলন?
[a] রাশিয়া
[b] ইউনাইটেড কিংডম
[c] মার্কিন যুক্তরাষ্ট্র
[d] সিঙ্গাপুর
- প্রথম ভারতীয় রাজ্য যেখানে একমাত্র এমারজেন্সি ফোন নম্বর “112” লঞ্চ করা হল-
[a] হিমাচল প্রদেশ
[b] পশ্চিমবঙ্গ
[c] তামিলনাডু
[d] উত্তরপ্রদেশ
- 2018 আন্তর্জাতিক গীতা উৎসব কোন শহরে অনুষ্ঠিত হবে?
[a] বারানসি
[b] উজ্জয়িনী
[c] হরিদ্বার
[d] কুরুক্ষেত্র
- কোন রাজ্য সরকার সম্প্রতি গ্যাস বিতরণের নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করার জন্য গ্যাস পাইপলাইন আইনের সংশোধনী অনুমোদন করেছে?
[a] মহারাষ্ট্র
[b] হরিয়ানা
[c] জম্মু ও কাশ্মীর
[d] উত্তরাখণ্ড
- বর্তমান পাঠ্যক্রমের পরিবর্তে পরবর্তী অ্যাকাডেমিক অধিবেশন থেকে কোন রাজ্য সরকার NCERT পাঠ্যপুস্তক এবং CBSE সিলেবাস উপস্থাপন করবে?
[a] কেরল
[b] ত্রিপুরা
[c] মিজোরাম
[d] আসাম
- বিসিসিআই সম্প্রতি ঘোষণা করেছে যে ক্রিকেটাররা বয়সের জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হবে, তারা কত দিন সকল স্বীকৃত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না?
[a] 2 বছর
[b] 3 বছর
[c] 4 বছর
[d] 5 বছর
- ভারতের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এর নাম কী?
[a] অখিলেশ রঞ্জন
[b] নাগেশ্বর রাও গুন্টুর
[c] সুনীল অরোরা
[d] আঁচল কুমার জ্যোতি
- ‘বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2018’ এর বিজয়ীর নাম কী?
[a] বিশ্বনাথন আনন্দ
[b] ফেবিয়ানো কারুয়ানা
[c] ম্যাগনাস কার্লসেন
[d] সার্গেই কার্জাকিন
- 12 দিন ব্যাপী যৌথ বিমান বাহিনী সৈন্য অনুশীলন (ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র) ‘COPE INDIA 2019 নিম্নলিখিত কোন রাজ্যে আয়োজিত হবে?
[a] রাজস্থান
[b] তামিলনাডু
[c] পশ্চিমবঙ্গ
[d] উত্তরাখণ্ড
- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর নতুন চেয়ারম্যান কে?
[a] অরবিন্দ সক্সেনা
[b] এম সত্যবতী
[c] ভীমসেন বাসি
[d] এ এম নায়েক
- ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এর পরবর্তী CEO কে নিযুক্ত হলেন?
[a] অঙ্কিত কুমার
[b] সুরেশ কুমার
[c] নরেশ কুমার
[d] ডেভিড টেট
- বিশ্বের সবচেয়ে মূল্যবান সাংস্কৃতিক খেলা যেটি সম্প্রতি UNESCO দ্বারা অনুমোদিত হল-
[a] ঘুড়ি ওড়ানো
[b] কোরিয়ান কুস্তি
[c] টাইকোন্ডো
[d] তুহো
- নিম্নলিখিত কোন সিনেমাটি 49 তম আন্তর্জাতিক ভারত ফিল্ম উৎসবে ‘গোল্ডেন পিকোক’ খেতাব জিতেছে?
[a] Donbass
[b] Manta Ray
[c] Pity
[d] Amin
- 38 তম ভারত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে কোন রাজ্যকে সেরা রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে?
[a] উত্তরাখণ্ড
[b] জম্মু ও কাশ্মীর
[c] হিমাচল প্রদেশ
[d] কর্ণাটক
- বিশ্ব এইডস দিবস-
[a] 1 নভেম্বর
[b] 2 ডিসেম্বর
[c] 1 ডিসেম্বর
[d] 2 নভেম্বর
- ‘Children, HIV and AIDS: The World in 2030’ নামক রিপোর্টটি সম্প্রতি কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রকাশ করেছে?
[a] বিশ্ব ব্যাংক
[b] UNICEF
[c] UNESCO
[d] ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
- দ্বিতীয় ‘তেজস’ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চেন্নাই এবং কোন শহরের মধ্যে চলাচল করবে?
[a] কন্যাকুমারী
[b] তিরুচিরাপল্লী
[c] মাদুরাই
[d] কইম্বাটুর
- জর্জ হার্বার্ট ওয়াকার বুশ সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিম্নলিখিত কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
[a] ফ্রান্স
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] জার্মানি
[d] কানাডা
- নিম্নলিখিত কোনটি একমাত্র NATO (The North Atlantic Treaty Organization) দেশ যার সেনাবাহিনীর নেতৃত্বে আছেন একজন মহিলা?
[a] স্লোভেনিয়া
[b] পোল্যান্ড
[c] রোমানিয়া
[d] জার্মানি
- ‘Know Your Status’ নিম্নলিখিত কোন জাতীয় দিবসের 2018 সালের থিম?
[a] বিশ্ব হেপাটাইটিস দিবস
[b] বিশ্ব ক্যান্সার দিবস
[c] বিশ্ব স্বাস্থ্য দিবস
[d] বিশ্ব এইডস দিবস
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোন দেশে ইবোলা প্রাদুর্ভাব ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম?
[a] দক্ষিণ সুদান
[b] নাইজেরিয়া
[c] ক্যামেরুন
[d] কঙ্গো
- নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টির নাম বদলে ‘রানী রাশমণি বিশ্ববিদ্যালয়’ রাখা হবে?
[a] পাঞ্জাব এগ্রিকালচার
[b] কুরুক্ষেত্র
[c] আলীগড়
[d] ওয়েস্ট বেঙ্গল গ্রিন ইউনিভার্সিটি
- নবনির্মিত ‘NITI Forum for North East’ এর দ্বিতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
[a] দিসপুর
[b] দিব্রুগর
[c] গুয়াহাটি
[d] সিলচর
- ‘হর্নবিল উৎসব’ কোন রাজ্যের একটি প্রধান উৎসব?
[a] মেঘালয়
[b] ত্রিপুরা
[c] নাগাল্যান্ড
[d] আসাম
- ড্রোন ও তার চালনাকারীদের তালিকাভুক্তকরণের জন্য নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রালয় ‘Digital Sky Platform’ নামক একটি পোর্টাল শুরু করেছে?
[a] Ministry of Information and Broadcasting
[b] Ministry of Civil Aviation
[c] Ministry of Home Affairs
[d] Ministry of Defence
- ‘পুনে আন্তর্জাতিক ম্যারাথন 2018’ এর বিজয়ীর নাম কী?
[a] Teshom Getachew
[b] Atlawim Debebe
[c] Bekele Asefa
[d] Eliud Kipchoge
- পর্যটন সম্ভাবনা উন্নত করতে নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রালয় দেশজুড়ে15 টি হেলিপ্যাড নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে?
[a] Ministry of Home Affairs
[b] Ministry of Finance
[c] Ministry of Civil Aviation
[d] Ministry of Defence
- জাতিসংঘ সম্প্রতি সুরক্ষা ও প্রচারের যোগ্য আন্তর্জাতিক সাংস্কৃতিক কোষাগারের তালিকাতে কোন সংগীত যুক্ত করেছে?
[a] Reggae
[b] Gangtai
[c] Cantonese Opera
[d] Northwest wind
- 12 তম এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস (APSA) এ ভারতীয় জনপ্রিয় অভিনেতা নওাজুদ্দিন সিদ্ধিকিকে কোন সিনেমার জন্য ‘সেরা অভিনেতা’ মনোনীত হলেন?
[a] বাবুমশাই বন্দুকবাজ
[b] মান্টো
[c] বদলাপুর
[d] গাংস অফ ওয়াসেপুর
- আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন কোন ক্রীড়াবিদকে সম্প্রতি ‘Blue Cross’ দিয়ে ভূষিত করলো?
[a] জেমস গ্রাহাম
[b] ভিন্সেন্ট হ্যাঙ্কোক
[c] অভিনব বিন্দ্রা
[d] গগন নারাং
- ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary) পদে কাকে নিযুক্ত করা হল?
[a] অজয় নারায়ণ ঝাঁ
[b] অরুণ রামানাথণ
[c] এস ভেঙ্কটরমণ
[d] অজয় ভূষণ পাণ্ডে
- কোন দেশটি সম্প্রতি পেট্রোলিয়াম রপ্তানী দেশগুলির সংগঠন [Organization of the Petroleum Exporting Countries (OPEC)] ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে?
[a] ইরান
[b] ভেনেজুয়েলা
[c] সৌদি আরব
[d] কাতার
- আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন (ISSF) এর বিচারক কমিটির সাত সদস্যের একজন নির্বাচিত হলেন প্রথম কোন ভারতীয়?
[a] রাম দিনকার
[b] পবন সিং
[c] মঞ্জিত ঢিলন
[d] রনিন্দ্র চামলিং
- দ্বিতীয় ভারত-রাশিয়া-চিন ত্রিপাক্ষিক সম্মেলন নিম্নলিখিত কোন শহরে আয়োজিত হয়েছিল?
[a] নয়াদিল্লী
[b] মস্কো
[c] বেজিং
[d] বুয়েনস আয়ার্স
- India Water Impact Summit 2018 কোথায় আয়োজিত হবে?
[a] হরিদ্বার
[b] নয়াদিল্লী
[c] নাসিক
[d] উজ্জইন
- বিশ্বজুড়ে “World Soil Day” কবে পালিত হয়?
[a] November 5
[b] December 6
[c] October 5
[d] December 5
- “Ex Cope India-2018” একটি যৌথ বায়ুসেনা অনুশীলন (ভারত- মার্কিন যুক্তরাষ্ট্র) নিম্নিলিখিত কোন ভারতীয় রাজ্যে পরিচালিত হল?
[a] নাগাল্যান্ড
[b] মনিপুর
[c] পশ্চিমবঙ্গ
[d] রাজস্থান
- ‘The Empathy Campaign’ নিম্নলিখিত কোন রোগটির সম্পর্কে ভারত জুড়ে সচেনতা ছড়ানোর একটি বিশেষ প্রচারাভিযান?
[a] ক্যান্সার
[b] মধুমেয়
[c] হেপাটাইটিস
[d] অ্যানোরেক্সিয়া
- নিম্নলিখিত কোন দেশ আন্তর্জাতিক গীতা ফেস্টিভাল 2018 তে ভারতের অংশীদার দেশ হবে?
[a] দক্ষিণ কোরিয়া
[b] কাজাখস্থান
[c] ইরান
[d] মরিশাস
- 2019 সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রথম আন্তর্জাতিক আদিবাসী চলচ্চিত্র উত্সব নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটিতে অনুষ্ঠিত হবে?
[a] হরিয়ানা
[b] উড়িষ্যা
[c] কর্ণাটক
[d] তামিলনাডু
- কোন সালের G-20 সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিল ভারত?
[a] 2021
[b] 2022
[c] 2023
[d] 2024
- International Day of Persons with Disabilities প্রতিবছর কোন দিন উজ্জাপিত করা হয়?
[a] November 1
[b] December 3
[c] October 3
[d] December 3
- খাসদার মহোৎসবের দ্বিতীয় সংস্করণ সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
[a] পুনে
[b] নাগপুর
[c] বারানসি
[d] চণ্ডীগড়
- এশিয়া প্যাসিফিক সামিট 2018 কোন শুরু হয়েছে?
[a] আফগানিস্তান
[b] নেপাল
[c] ভারত
[d] শ্রীলঙ্কা
- সম্প্রতি প্রকাশিত ‘Modiraj Main Kisan, Double Aamad Ya Double afat’ বইটির লেখক কে?
[a] রাম আহুজা
[b] যোগেন্দ্র যাদব
[c] মনিশঙ্কর আয়ার
[d] হার্দিক প্যাটেল
- People for the Ethical Treatment of Animals (PETA) সম্প্রতি কোন ভারতীয় মন্ত্রীকে ‘Hero to Animals’ পুরস্কার দিয়ে ভূষিত করলো?
[a] অরবিন্দ কেজরিয়াল
[b] যোগী আদিত্যনাথ
[c] বাবা রামদেব
[d] ইমরান হুসেন
- নৌসেনা দিবস ভারতে প্রতিবছর কবে উজ্জাপিত করা হয়?
[a] 3 December
[b] 4 November
[c] 4 December
[d] 3 November
- ভোপাল গ্যাস ট্রাজেডির 34 তম বার্ষিকী: নিম্নলিখিত কোন গ্যাসটির জন্য 5 লক্ষের বেশী মানুষ আক্রান্ত হয়েছিল?
[a] মিথাইল আইসোসাইনেট
[b] বোরন ট্রাইফ্লুরাইড
[c] ফসফরাস পেন্টাফ্লুরাইড
[d] টেলুরিয়াম হেক্সাফ্লুরাইড
- নিম্নলখিত কোন ভারতীয় প্রাক্তন অধিনায়ক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
[a] গৌতম গম্ভীর
[b] সুরেশ রায়না
[c] আর পি সিং
[d] কেদার যাদব
- গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কে ভারতের অবস্থান কততম?
[a] 65
[b] 66
[c] 67
[d] 68
- Startup India Venture Capital Summit 2018 নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?
[a] পাঞ্জাব
[b] কেরল
[c] গোয়া
[d] কর্ণাটক
- Yes Bank সম্প্রতি কাকে পরবর্তী পাঁচ বছরের জন্য স্বতন্ত্র ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে?
[a] আর চন্দ্রশেখর
[b] অশোক চাউলা
[c] বসন্ত গুজরাটি
[d] টি এস বিজায়ন
- ভারত সরকার সম্প্রতি NARI নামক একটি পোর্টাল লঞ্চ করেছে। এখানে ‘R’ এর অর্থ কী?
[a] Rescue
[b] Repository
[c] Rehabilitation
[d] Renewal
- ভগবান মহাবীর অভয়ারণ্য ও মল্লেম জাতীয় উদ্যান নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?
[a] তামিলনাডু
[b] গোয়া
[c] মহারাষ্ট্র
[d] গুজরাট
- নারোরা অ্যাটোমিক পাওয়ার স্টেশন (NAPS) নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?
[a] মধ্য প্রদেশ
[b] উত্তরপ্রদেশ
[c] কেরল
[d] কর্ণাটক
- আসন্ন 2019 IPL-এর জন্য দিল্লী ডেয়ারডেভিলস এর নাম বদলে কি রাখা হল?
[a] Delhi Lions
[b] Delhi Achievers
[c] Delhi Capitals
[d] Delhi Riders
- কোন দেশ গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্ক-এর শীর্ষস্থান অধিকার করলো?
[a] সিঙ্গাপুর
[b] সুইজারল্যান্ড
[c] জাপান
[d] সৌদি আরব
- জায়েদ- গান্ধী ডিজিটাল মিউজিয়াম নিম্নলিখিত কোন শহরে অবস্থিত?
[a] রিয়াধ
[b] তেহরান
[c] বাগদাদ
[d] আবু ধাবি
- SHINYU Maitri-18, ভারত এবং কোন দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বায়ুসেনা অনুশীলন?
[a] থাইল্যান্ড
[b] মালয়েশিয়া
[c] শ্রীলঙ্কা
[d] জাপান
- উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক বিভিন্ন স্কিম সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য এবং ব্যক্তিগত ও সামাজিক সুবিধা বিতরণে স্বচ্ছতা উন্নত করার জন্য নিম্নলিখিত স্কিমগুলির মধ্যে কোনটি চালু করেছেন?
[a] FEETHA
[b] PEETHA
[c] REETHA
[d] SEETHA
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল অ্যাপ ‘YONO’ এর প্রচারের জন্য কাকে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
[a] হিমা দাস
[b] স্বপ্না বর্মন
[c] মহেশ ভূপতি
[d] মিথালি রাজ
- টাটা ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2018 সম্প্রতি কোন শহরে আয়োজিত হয়েছিল?
[a] নয়া দিল্লী
[b] চেন্নাই
[c] গুরুগ্রাম
[d] মুম্বাই
- জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক সম্প্রতি রাজ্যের 31 লাখেরও বেশি বাসিন্দাদের উপকারের জন্য নিম্নলিখিত যোজনাগুলির মধ্যে কোনটি চালু করেছিলেন?
[a] Jan Dhan Yojna
[b] AB-PMJAY
[c] Skill India
[d] E-Samvad
- নিম্নলখিত কোন ভারতীয় প্রাক্তন অধিনায়ক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
[a] গৌতম গম্ভীর
[b] সুরেশ রায়না
[c] আর পি সিং
[d] কেদার যাদব
- বিশ্ব মৃত্তিকা দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 5 November
[b] 6 November
[c] 5 December
[d] 6 December
- Hand-in-Hand ভারত এবং কোন দেশের একটি বিশেষ সৈন্য অনুশীলন?
[a] জাপান
[b] রাশিয়া
[c] চীন
[d] আফগানিস্থান
Bengali Current Affairs GK: December 01-31, 2018
নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করুনঃ CLICK HERE
ভাল লাগলে পোস্টটি অবশ্যই শেয়ার করুন।