- 617Shares
Previous 6 Month’s 800+ Important Bengali Current Affairs PDF (January-June 2020)
Hello Readers,
Today we are presenting the much-awaited Previous 6 Month’s 800+ Important Bengali Current Affairs PDF (January-June 2020)
In this PDF, you will find the most important exclusively selected Current Affairs of January to June 2020 in the Bengali (Bangla) language.
This Bengali Current Affairs PDF helps you to keep a watch on current happenings and may be useful for General Awareness part of WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT. We hope to get a lot of common questions from Bengali Current Affairs PDF in your upcoming exam. All the best.
বিগত ৬ মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (জানুয়ারী- জুন) ২০২০ PDF ডাউনলোড লিঙ্ক পোস্টের শেষে দেওয়া হল।
এই PDF-টিতে মোট ৮০০+ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। সেখান থেকে বাছাই করা কিছু গুরুত্বপুর্ন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হল।
Previous 6 Month’s 800+ Important Bengali Current Affairs PDF (January-June 2020)
Awards and Recognition Current Affairs of Previous 6 months
- ছোট গল্পের সংগ্রহ “চেকবুক” এর জন্য 29 তম সরস্বতী সম্মান দিয়ে ভূষিত হবেন–
[A] অনিতা দেশাই
[B] বিক্রম শেঠ
[C] অরুন্ধতী রায়
[D] ব্যাসদেব মোহি
- সাংহাই কোপারেশন অর্গানাইজেশন ‘৮ টি আশ্চর্যের’ তালিকায় নিচের কোনটিকে অন্তর্ভুক্ত করেছে?
[A] হুমায়ূনের সমাধি
[B] কুতুব মিনার
[C] স্ট্যাচু অফ ইউনিটি
[D] ভিক্টোরিয়া স্মৃতিসৌধ
- 26 তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডসে ‘Outstanding Performance by a Female Actor in a Drama Series’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন–
[A] লিসা কুদরো
[B] কর্টনি কক্স
[C] কেটি হোমস
[D] জেনিফার অ্যানিস্টন
- 26 তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডসে ‘Outstanding Performance by a Male Actor in a Leading Role’ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেলেন–
[A] ব্র্যাড পিট
[B] জোয়াকিন ফিনিক্স
[C] ফিনিক্স রিভার
[D] হিথ লেজার
- দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২০–তে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অবদানের জন্য “ক্রিস্টাল পুরষ্কারে” ভূষিত ভারতীয় অভিনেত্রীটির নাম বলুন?
[A] প্রিয়াঙ্কা চোপড়া
[B] দীপিকা পাড়ুকোন
[C] কারিনা কাপুর
[D] ক্যাটরিনা কাইফ
Correct Answer: [B] দীপিকা পাড়ুকোন
Explanation: দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২০-তে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অবদানের জন্য “ক্রিস্টাল পুরষ্কারে” ভূষিত ভারতীয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক বর্ষসেরা কৃতির জন্য ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি‘ বিজয়ী ক্রিকেটারের হলেন–
[A] স্টিভ স্মিথ
[B] ইওন মর্গান
[C] ডেভিড ওয়ার্নার
[D] বেন স্টোকস
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক নিম্নলিখিত কে আইসিসি ‘2019 সালের বর্ষসেরা ODI ক্রিকেটারের” খেতাব পেলেন?
[A] রোহিত শর্মা
[B] বিরাট কোহলি
[C] বেন স্টোকস
[D] জসপ্রিত বুমরাহ
- কেন্টো মোমোটা সম্প্রতি মালয়েশিয়া মাস্টার্স ২০২০ শিরোপা জিতেছে। তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত?
[A] লন টেনিস
[B] ব্যাডমিন্টন
[C] সাঁতার
[D] শুটিং
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আইসিসি ‘স্পিরিট অফ ক্রিকেট’ পুরস্কারের বিজয়ী নির্বাচিত ক্রিকেটারের নাম বলুন?
[A] বেন স্টোকস
[B] রোহিত শর্মা
[C] ইমরান তাহির
[D] বিরাট কোহলি
- ২০১৯ সালের “বর্ষসেরা টেস্ট ক্রিকেটার” হলেন–
[A] বিরাট কোহলি
[B] প্যাট কামিন্স
[C] ডেভিড ওয়ার্নার
[D] জেমস অ্যান্ডারসন
- ২০১৯ এর “ICC বর্ষসেরা মহিলা ক্রিকেটার” পুরস্কার পেলেন–
[A] অ্যালিসা হেলি
[B] চানিদা সুত্থিরুয়াং
[C] স্মৃতি মান্ধনা
[D] এলিস পেরি
- 2019 সালে “ICC Women’s Emerging Player” পুরস্কার পেলেন চানিদা সুত্থিরুয়াং। তিনি নীচের কোন দেশের প্রতিনিধিত্ব করেন?
[A] নেপাল
[B] আয়ারল্যান্ড
[C] ইংল্যান্ড
[D] থাইল্যান্ড
- জয়পুর সাহিত্য উৎসবে ৫–ম মহাকবি কানহাইয়ালাল শেঠিয়া পুরষ্কার কে পেয়েছেন?
[A] অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা
[B] জিত ঠাইল
[C] নিসিম এজেকিয়েল
[D] জয়ন্ত মহাপাত্র
- ২০২০ সালে কে “সুভাষ চন্দ্র বসু আপড়া প্রবন্ধন পুরষ্কার” পেলেন?
[A] কুমার মুন্নান সিং
[B] জসভির সিং
[C] সাফিন হাসান
[D] অলোক দ্বিবেদী
- ২০১৯ সালের গ্লোবাল সিটিজেন প্রাইজ: সিসকো ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন–
[A] নূরিনশেরিফ
[B] প্রিয়া প্রকাশ
[C] শান রহমান
[D] অভিষেক সিং
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান, “অর্ডার অফ অস্ট্রেলিয়া” সম্মান প্রাপ্ত চতুর্থ ভারতীয় কে?
[A] নয়না লাল কিদওয়াই
[B] সুধা মুর্তি
[C] কিরণ মজুমদার-শ
[D] চন্দা কোচর
- ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ডস ২০২০ সালের “চিলড্রেন বুক অ্যাওয়ার্ড” পেলেন–
[A] শান্তা গোখলে
[B] সুধা মুর্তি
[C] মাধুরী বিজয়
[D] টুইঙ্কল খান্না
- সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠান “সিসিল বি ডিমিল অ্যাওয়ার্ড“জিতলেন–
[A] টম হ্যাঙ্কস
[B] জনি ডেপ
[C] ব্র্যাড পিট
[D] মাইকেল ক্লার্ক ডানকান
- ২০২০ সালের “নৃত্য কলানিধি পুরষ্কার” পেলেন–
[A] প্রিয়দর্শিনী গোবিন্দ
[B] পদ্ম সুব্রাহ্মণ্যম
[C] ইয়ামিনী কৃষ্ণমূর্তি
[D] মল্লিকা সারাভাই
- বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য কাকে ২০২০ সালের ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান করা হল?
[A] জি ভেঙ্কটরমণ
[B] আর রামানুজম
[C] ডি বালাসুব্রাহ্মণিয়ান
[D] জয়ন্ত ভি নার্লিকর
- কে সম্প্রতি ২০১৯ হরিভারাসনম পুরস্কার জিতেছে?
[A] এ আর রহমান
[B] বি এস জানকী
[C] কে জে ইয়াসুদাস
[D] ইলিয়ারাজা
Previous 6 Month’s 800+ Important Bengali Current Affairs PDF (January-June 2020)
- প্রথম ‘মুপাভারাপু ভেঙ্কাইয়া নাইডু জাতীয় পুরষ্কার’ কে পেলেন?
[A] মিনা স্বামীনাথন
[B] হরি কৃষ্ণ জৈন
[C] বন্দনা শিবা
[D] এম এস স্বামীনাথন
- কোন দেশ ২০২০ প্যারিস বইমেলাতে অতিথি দেশ হিসাবে উপস্থিত থাকবে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] জাপান
[C] ভারত
[D] রাশিয়া
- কে ২০১৯ সালের “কোস্টা শিশু পুরষ্কার” জিতেছে?
[A] জসবিন্দর বিলান
[B] চেতন ভগত
[C] অরবিন্দ আদিগা
[D] অনিতা দেশাই
- নিম্নলিখিত কোন ছবিটি ২০২০ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে নাটক বিভাগে “সেরা মোশন পিকচার” পুরষ্কার জিতেছে?
[A] জোকার
[B] দ্যা ফেয়ারওয়েল
[C] রকেটম্যান
[D] 1917
- নিম্নলিখিত কোন ছবিটি ২০২০ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে নাটক বিভাগে “সেরা অভিনেতার” পুরষ্কার জিতেছে?
[A] ট্যারন এগারটন
[B] লিওনার্দো ডিকাপ্রিও
[C] জোয়াকিন ফিনিক্স
[D] রিকি গার্ভায়েস
- বিসিসিআইয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা বিভাগে “বর্ষসেরা ক্রিকেটার” পুরস্কার পেলেন–
[A] শেফালি ভর্মা
[B] স্মৃতি মান্ধনা
[C] আনজুম চোপড়া
[D] পুনম যাদব
- ৫০–তম দাদাসাহেব ফালকে পুরষ্কারে কাকে সম্মানিত করা হয়েছে?
[A] শাহরুখ খান
[B] আমির খান
[C] অমিতাভ বচ্চন
[D] ঋষি কাপুর
- নিম্নলিখিতগুলির মধ্যে কাকে জাতিসংঘ ‘Decade in Review’ প্রতিবেদনে “দশকের সবচেয়ে বিখ্যাত কিশোর” হিসাবে ঘোষণা করেছে?
[A] গ্রেটা থানবার্গ
[B] মালালা ইউসুফজাই
[C] লোগান গুলেফ
[D] গ্যাটেন মাতারাজ্জো
- একটি কনসার্টে চলাকালীন বিভিন্ন ভাষায় দীর্ঘক্ষণ গান গাওয়ার জন্য নিম্নলিখিত কে “100 গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড” জিতেছে?
[A] লিডিয়া সেবাস্তিয়ান
[B] প্রিয়ংশী সোমানি
[C] আকরিত জাসওয়াল
[D] সুচেতা সতীশ
Previous 6 Month’s 800+ Important Bengali Current Affairs PDF (January-June 2020)
- কৃষ্ণমাচারী শ্রীকান্তকে এবং কাকে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য বিসিসিআই কর্তৃক সি কে নায়ডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হল?
[A] ঝুলন গোস্বামী
[B] মিতালি রাজ
[C] আনজুম চোপড়া
[D] দীপ্তি শর্মা
- নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ২০১৯ সালের “গ্লোবাল বিহার এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হল?
[A] সৈয়দ জহুর কাসিম
[B] প্রফুল্ল দেশাই
[C] অমৃতলাল নগর
[D] পীযূষ জয়সওয়াল
- নিচের কোন ক্যান্টনমেন্ট বোর্ডটি ২০২০ সালের “স্বচ্ছ সুরভেক্ষন” অভিযানের শীর্ষে আছে?
[A] দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড
[B] আম্বালা ক্যান্টনমেন্ট বোর্ড
[C] ঝাঁসি ক্যান্টনমেন্ট বোর্ড
[D] জলন্ধর ক্যান্টনমেন্ট বোর্ড
- ২০২০স্বচ্ছ সুরভেক্ষন অনুসারে কোন শহরটি (১০ লক্ষের বেশি জনসংখ্যা) পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে রয়েছে?
[A] ভোপাল
[B] নবি মুম্বই
[C] রাজকোট
[D] ইন্দোর
- ২০২০ স্বচ্ছ সুরভেক্ষন অনুসারে কোন শহরটি (১–১০ লক্ষের জনসংখ্যা) পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে রয়েছে?
[A] চন্দ্রপুর
[B] রাজকোট
[C] জামশেদপুর
[D] নয়াদিল্লি
- কোন গায়ক 2020 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন ?
[A] হিমেশ রেশামিয়া
[B] আদনান সামি
[C] সনু নিগাম
[D] কুমার শানু
- কোন বলিউড অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন ?
[A] বিদ্যা বালান
[B] আমিশা প্যাটেল
[C] ক্যাটরিনা কাইফ
[D] কঙ্গনা রানাউত
- সম্প্রতি কাকে Kerala Media Award 2020 সম্মানিত করা হল ?
[A] Abhay Varma
[B] N Ram
[C] Kiran Varma
[D] Kiran Mazumdar
- 2019 চ্যাম্পিয়ন অফ চেঞ্জ পুরস্কার পেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
[A] উত্তর প্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] ঝাড়খন্ড
[D] কেরালা
Previous 6 Month’s 800+ Important Bengali Current Affairs PDF (January-June 2020)
- কোন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার 2020 পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন?
[A] জসপ্রীত বুমরাহ
[B] হরভজন সিং
[C] জাহির খান
[D] অনিল কুম্বলে
- কাকে ফ্রান্স সরকার “Knight of The Order of Art and Letter 2020” তে সন্মানিত করবে?
[A] সঞ্জনা কাপুর
[B] কঙ্গনা রানাওত
[C] সঞ্জয় খারোলা
[D] প্রীতি সেনয়
Recent Appointments Current Affairs of Last 6 month
- এই বছর টোকিও অলিম্পিকসে ভারতের অলিম্পিকের শুভেচ্ছাদূত হওয়ার জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কাকে আমন্ত্রিত করেছে?
[A] অভিনব বিন্দ্র
[B] শচীন টেন্ডুলকার
[C] সৌরভ গাঙ্গুলি
[D] মিতালি রাজ
- ইন্টার-ন্যাশনাল বিজনেস মেশিনের (IBM) এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন-
[A] ভেনুগোপাল ধুত
[B] অরবিন্দ কৃষ্ণ
[C] পঙ্কজ প্যাটেল
[D] রিশাদ নওরোজি
- সম্প্রতি কে Central Board of Indirect Taxes and Customs (CBIC) এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন?
[A] রাজীব লোকান
[B] অরবিন্দ কুমার
[C] এম অজিত কুমার
[D] অজয় ভূষণ পান্ডে
- কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?
[A] অনিল কুমার চৌধুরী
[B] শশী শঙ্কর
[C] প্রমোদ অগ্রওয়াল
[D] অতুল সোবতী
- প্যারালিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
[A] নরেন্দ্র রণবীর
[B] দীপা মালিক
[C] দেবেন্দ্র ঝাড়িয়া
[D] অমিত কুমার সরোহা
- কে জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?
[A] সুরেশ নারায়ণ মেশরাম
[B] সুদেশ কুমার ওধওয়ান
[C] হরবানস সিং
[D] মন্ড্রেতি শ্রীধর
- শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রধান কে নিযুক্ত হন?
[A] রঙ্গম শর্মা
[B] সুজ্জাইন তালওয়ার
[C] কে পরসরণ
[D] নবীন জৈন
- আইন ও বিচার মন্ত্রণালয়ে বিচার বিভাগের সেক্রেটারি পদে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] বরুন মিত্র
[B] অজয় ভূষণ পান্ডে
[C] মণীশ সিং
[D] অজয় ভাদু
- ফাইনান্স সেক্রেটারি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] বিনোদ রায়
[B] দেবাসীশ পান্ডা
[C] অজয় নারায়ণ ঝা
[D] দর্শন রাওয়াত
- অল ইন্ডিয়া দাবা ফেডারেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
[A] ভরত সিং চৌহান
[B] অজয় প্যাটেল
[C] শিবম সিং
[D] আর ভেঙ্কটরাম রাজা
- কোন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিককে যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রীর পদে নিয়োগ করা হয়েছে?
[A] ভরত অগ্নিহোত্রি
[B] ঋষি সুনাক
[C] নির্জ দেব
[D] বীরেন্দ্র শর্মা
- কে ২০২০-২১ সালের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (ICAI) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
[A] নীহার নিরঞ্জন
[B] অতুল কুমার গুপ্ত
[C] সুশান্ত সিং
[D] অভিমন্যু পাতিল
- ইউনাইটেড কিংডম দ্বারা COP 26 এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন-
[A] রাহুল ছাবরা
[B] সুনজয় সুধীর
[C] অলোক শর্মা
[D] মনোজ সনি
- এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] পুনিত গোয়েঙ্কা
[B] রথিন রায়
[C] রাজীব বানসাল
[D] অশোক শুক্লা
- নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] এস কিরণ কুমার
[B] কে রাধাকৃষ্ণান
[C] জি নারায়ণন
[D] জিতেন্দ্র নাথ গোস্বামী
- গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের GAIL চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদে দায়িত্ব কে গ্রহণ করেছেন?
[A] অনিল কুমার চৌধুরী
[B] মনোজ জৈন
[C] নলিন সিংহল
[D] শশী শঙ্কর
- পেনশন ফান্ড নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের (PFRDA) চেয়ারম্যান পদে কে নিযুক্ত হন?
[A] সুজাতা চতুর্বেদী
[B] অ্যানি জর্জ ম্যাথিউ
[C] সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়
[D] মদনেশ কুমার মিশ্র
- প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসাবে কাকে নির্বাচিত করেছেন?
[A] সুরেশ প্যাটেল
[B] অনিতা পাণ্ডোভ
[C] বিমল জুলকা
[D] সঞ্জয় কোঠারি
- রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
[A] চম্পক রায়
[B] গিরিজি মহারাজ
[C] নৃত্য গোপাল দাস
[D] অবনীশ রায়
West Bengal Current Affairs of Previous 6 Month
- ভারত সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং কোন ব্যাংক $ 145 মিলিয়ন ডলার প্রকল্পের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে?
[A] Asian Infrastructure Investment Bank (AIIB)
[B] New Development Bank (NDB)
[C] World Bank
[D] IMF
- নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ন্যানোমেডিসিন তৈরি করে যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস পরিবর্তন করে বিভিন্ন রোগের চিকিত্সা করে?
[A] S.N. Bose National Centre for Basic Sciences
[B] DRDO
[C] ICMR
[D] Jamia Millia University
- পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে সম্প্রতি কোন ঘূর্ণিঝড়টি আঘাত হানে?
[A] Vayu
[B] Fenni
[C] Fana
[D] Amphan
- কোন রাজ্য সরকার “মাটির স্মৃতি” প্রকল্প চালু করেছে?
[A] Telangana
[B] Assam
[C] West Bengal
[D] Maharashtra
International Current Affairs PDF of Previous 6 Month (January – June) 2020 in Bengali
- নিম্নলিখিত কোন দেশের একটি বিশেষ দল বিশ্বের উচ্চতম পর্বত মাউন এভারেস্টের সঠিক উচ্চতা পরিমাপ করতে সফল হয়েছে?
[A] China
[B] India
[C] USA
[D] Nepal
- ভারতের সাথে সীমান্ত বিরোধের মধ্যে কোন দেশের মন্ত্রিসভা একটি নতুন রাজনৈতিক মানচিত্র গ্রহণ করেছে যা তার ভূখণ্ডের অধীনে লিপুলেখ, কলাপানি এবং লিম্পিয়াধুরা দেখাচ্ছে?
[A] Bangladesh
[B] Bhutan
[C] China
[D] Nepal
- ইস্রায়েলের প্রধানমন্ত্রী পদে পুননির্বাচিত হলেন–
[A] Reuven Rivlin
[B] Benjamin Netanyahu
[C] Benny Gantz
[D] Avigdor Lieberman
- সমগ্র ইউরোপের কোন দেশ প্রথম COVID-19 প্রাদুর্ভাবের সমাপ্তির ঘোষণা করেছে?
[A] Italy
[B] Germany
[C] Spain
[D] Slovenia
- মানবজাতির জন্য তাঁর মূল্যবান অবদানকে সম্মান জানাতে কোন দেশ বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকীতে একটি রাস্তার নাম রেখেছে?
[A] Spain
[B] USA
[C] Israel
[D] Italy
- রিয়ালের বদলে দেশজুড়ে নিম্নলিখিত কোন মুদ্রাটি ব্যবহার করা হবে বলেন জানাল ইরানের সরকার?
[A] Roman
[B] Toman
[C] Sial
[D] Tial
- আন্টনিও কোস্তা কোন দেশের প্রধানমন্ত্রী?
[A] Mexico
[B] Portugal
[C] Spain
[D] Brazil
- 2019 সালে সামরিক ব্যয়ে দ্বিতীয় বৃহত্তম ব্যয়কারী দেশ কোনটি?
[A] USA
[B] China
[C] India
[D] Pakistan
- সম্প্রতি কোন দেশ তার জাতীয় মুদ্রা রিয়াল থেকে তোমানে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে?
[A] Iran
[B] Iraq
[C] Afghanistan
[D] Israel
Indian Affairs Previous 6 Month’s Important Bengali Current Affairs PDF (January-June 2020)
- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি 1,400 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার প্রস্থের আকারের কোন রেলওয়ে স্টেশনটিতে নির্মিত হচ্ছে?
[A] হুবলি
[B] হাওড়া
[C] বিজয়ওয়ারা
[D] কটক
- ভারতের কোন রাজ্য (প্রথম) ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে?
[A] মহারাষ্ট্র
[B] গোয়া
[C] তামিলনাড়ু
[D] কেরল
- ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের কোনটি, যা ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
[A] যমুনা এক্সপ্রেসওয়ে
[B] দিল্লি – মীরাট এক্সপ্রেসওয়ে
[C] হিমালয়ান এক্সপ্রেসওয়ে
[D] পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে
- National Tiger Conservation Authority (NTCA) অনুসারে কোন ভারতীয় রাজ্যে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি?
[A] গোয়া
[B] মধ্য প্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] উত্তর প্রদেশ
- ভারতের প্রথম ডলফিন পর্যবেক্ষণিকা কোন রাজ্যে চালু করার পরিকল্পনা করা হয়েছে?
[A] উড়িষ্যা
[B] মণিপুর
[C] বিহার
[D] মিজোরাম
- গারসেন কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রীষ্মের রাজধানী হিসাবে ঘোষণা করা হল?
[A] উত্তরাখণ্ড
[B] জম্মু ও কাশ্মীর
[C] হরিয়ানা
[D] রাজস্থান
- কোন সংস্থা সম্প্রতি 6 বিলিয়ন ডলারের বিশ্বের বৃহত্তম সৌর চুক্তি অর্জন করেছে?
[A] Vestas India
[B] Adani Green Energy Limited
[C] Orient Green Power Ltd
[D] Suzlon Energy Limited
- কোন রাজ্যের মন্ত্রিসভা “বন্দে উৎকল জননী” কবিতাকে রাষ্ট্রীয় সংগীত মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে?
[A] বিহার
[B] উড়িষ্যা
[C] পশ্চিমবঙ্গ
[D] আসাম
- কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
[A] তেলঙ্গানা
[B] মধ্য প্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কর্ণাটক
- কোন রাজ্য স্কুলে পড়া শিশুদের জন্য ‘একটু খেলো, একটু পড়ো’ উদ্যোগ চালু করেছে?
[A] আসাম
[B] ত্রিপুরা
[C] মেঘালয়
[D] নাগাল্যান্ড
- Aviation Weather Monitoring System (AWMS) অন্তর্ভুক্ত ভারতের প্রথম বিমানবন্দর কোনটি?
[A] বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর
[B] কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দর
[C] নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
[D] ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কোন ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছেন?
[A] My Life, My Yoga
[B] Yoga, The Way to Life
[C] Yoga An Old Science
[D] Yoga And Mindfulness
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী MSME গুলির “one stop solutions” দেওয়ার জন্য কোন প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু করেছেন?
[A] Achiever
[B] Gain
[C] Champions
[D] Reach
- 2 জুন কোন রাজ্য এর প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
[A] তেলঙ্গানা
[B] তামিলনাড়ু
[C] অন্ধ্র প্রদেশ
[D] কেরাল
- সহায়তার মূল্যে গম সংগ্রহের ক্ষেত্রে দেশের শীর্ষ রাজ্য কোনটি?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] মধ্য প্রদেশ
[D] আসাম
- গুজরাট বন বিভাগের মতে, গত পাঁচ বছরে গির জাতীয় উদ্যানের এশিয়াটিক সিংহের জনসংখ্যা __% বৃদ্ধি পেয়েছে?
[A] ২৯%
[B] ১৭%
[C] ৩১%
[D] ২৫%
- উত্তরাখণ্ড বন বিভাগ কোন শহরে রাজ্যের বৃহত্তম জীববৈচিত্র্য উদ্যান (Biodiversity Park) উদ্বোধন করেছে?
[A] হৃষীকেশ
[B] হরিদ্বার
[C] দেরাদুন
[D] হলদওয়ানি
- কোন রাজ্য আদিবাসী ছাত্রাবাসের জন্য ISO প্রাপ্ত প্রথম রাজ্য হয়ে উঠেছে?
[A] ঝাড়খণ্ড
[B] আসাম
[C] বিহার
[D] ওড়িশা
- কোভিড -১৯ এর কারণে সাবরিমালা মন্দির উত্সবটি কোন রাজ্য বাতিল করেছে?
[A] কর্ণাটক
[B] অন্ধ্র প্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কেরাল
- কোন রাজ্য পরিবেশ মন্ত্রকের নামকরণ করেছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক?
[A] উত্তর প্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক
- গ্র্যান্ড অ্যানিকট বাঁধ (কলনাই) কোন রাজ্যে অবস্থিত?
[A] অন্ধ্র প্রদেশ
[B] কেরাল
[C] তামিলনাড়ু
[D] তেলঙ্গানা
- উড়িষ্যার কোন নদীতে নিমজ্জিত একটি প্রাচীন ৫০০ বছরের পুরানো মন্দির পাওয়া গেছে?
[A] মহানদী
[B] সুবর্ণরেখা
[C] ব্রাহ্মণ্য
[D] ভার্গবী
- কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি কোন জায়গায় দেবিকা ও পুনেজা নামক দুটি সেতু উদ্বোধন করেছেন?
[A] উত্তরাখণ্ড
[B] জম্মু ও কাশ্মীর
[C] লাদাখ
[D] হিমাচল প্রদেশ
- ন্যাশনাল গ্রিন সবুজ ট্রাইব্যুনাল কিথিগনাহল্লি লেকের দূষণের কারণে কোন রাজ্য সরকারকে ₹ 10 লক্ষ অন্তর্বর্তীকালীন জরিমানা করেছে?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] তামিলনাড়ু
[D] উড়িষ্যা
Miscellaneous
- নববর্ষের দিন কোন দেশে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি শিশুর জন্ম হয়েছে?
[A] চীন
[B] ইন্দোনেশিয়া
[C] ভারত
[D] ভিয়েতনাম
- গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূর্তিটি নিম্নলিখিতগুলির মধ্যে কে ডিজাইন করেছেন?
[A] সদানন্দ বাকরে
[B] অনীশ কাপুর
[C] রাম সুতার
[D] রবীন্দ্র রেড্ডি
- মার্কিন ভাষা বিশেষজ্ঞ দ্বারা সম্প্রতি দশকের সেরা নিউট্রাল সর্বনাম (Neutral pronoun) হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে থেকে কোনটিকে বেছে নিলেন?
[A] They
[B] I
[C] We
[D] You
- ইন্ডিয়া স্কিলস রিপোর্ট অনুসারে, 2019 সালে কত শতাংশ স্নাতক নিয়োগের যোগ্য?
[A] 33.9%
[B] 47%
[C] 45.2%
[D] 35%
- নিম্নলিখিত কোন অনলাইন ফুড ডেলিভারি কোম্পানিটি তাদের প্রতিদ্বন্দ্বী “Uber Eats”কিনেছে?
[A] Zomato
[B] Swiggy
[C] Food Panda
[D] Domino’s Pizza
- স্ট্যাচু অফ ইউনিটির স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার উঁচু মূর্তি। মূর্তিটি কোথায় অবস্থিত?
[A] অন্ধ্র প্রদেশ
[B] পাঞ্জাব
[C] তেলাঙ্গানা
[D] গুজরাট
Previous 6 Month’s 800+ Important Bengali Current Affairs PDF (January-June 2020)
- 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছে ?
[A] জাপান
[B] ব্রাজিল
[C] জার্মানি
[D] আমেরিকা
- সম্প্রতি উৎপন্ন করোনা ভাইরাস এর উৎপত্তি কোন দেশে ?
[A] জাপান
[B] জার্মানি
[C] চীন
[D] দক্ষিণ কোরিয়া
- অক্সফোর্ড ‘হিন্দি ওয়ার্ড অফ দ্য’ ইয়ার’ নির্বাচিত হল কোন শব্দটি ?
[A] অভিধান
[B] সংবিধান
[C] আধার
[D] ভোটার
- 30 শে জানুয়ারী কার মৃত্যুবার্ষিকী পালন করা হয়?
[A] মহাত্মা গান্ধী
[B] ইন্দিরা গান্ধী
[C] সুভাষ চন্দ্র বোস
[D] ভগত সিং
If you want to download the Current Affairs Month-wise, the links are as follows:
Download Bengali Current Affairs PDF January 2019: Click Here
Download Bengali Current Affairs PDF February 2020: Click Here
Download Bengali Current Affairs PDF March 2020: Click Here
Download Bengali Current Affairs PDF April 2020: Click Here
Download Bengali Current Affairs PDF May 2020: Click Here
Download Bengali Current Affairs PDF June 2020: Click Here
Previous One Year 2000+ Current Affairs (January – December) 2020: Click Here
Now, those who have asked for the single PDF file, click on the link below to Download last six month’s Bengali Current Affairs PDF
Read More:
- Bengali Current Affairs India Yearbook 2021 Free PDF Download
- Bengali Current Affairs PDF: December 2020
- Bengali Current Affairs PDF: November 2020
- Bengali Current Affairs PDF: October 2020
- Bengali Current Affairs PDF: September 2020
- Bengali Current Affairs PDF: August 2020
Sharing is caring and enable us to work even more dedicated
Sources: The Hindu, Press Information Bureau, Anandabazaar Patrika