Share
Last 3 month’s Bengali Current Affairs PDF Download (January- March 2019)
Here you can read/ download PDF of all the Important Current Affairs from January 2019 to March 2019.
The language is Bengali. Also, you can save a PDF file to read at your convenience.
The download link is available at the end of the post.
Last 3 month’s Bengali Current Affairs PDF Download (January- March 2019)
- নিম্নলিখিত কোন দ্বীপটির নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ?
Correct Answer: রস দ্বীপ
- বলকান বর্ষসেরা ক্রীড়াবিদ 2018 কে মনোনীত হলেন?
Correct Answer: লুকা মদ্রিচ
- নিল দ্বিপের নতুন নামকরণ কি করা হল?
Correct Answer: শহিদ দ্বীপ
- 2018 সালে ক্রিকেটের সব আন্তর্জাতিক ফরম্যাটে সর্বাধিক উইকেট (78) নিলেন কে?
Correct Answer: জাস্প্রিত বুমরা
- 42-তম ভারতীয় সমাজ বিজ্ঞান কংগ্রেস সম্প্রতি ___________ শহরে উদ্বোধন করা হয়েছে।
Correct Answer: ভুবনেশ্বর
- বীর সভরকর আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
Correct Answer: আন্দামান ও নিকোবার দীপপুঞ্জ
- Essays on Indian Economic”-কে লিখেছেন?
Correct Answer: মহাদেব গোবিন্দ রানাডে
- বিশ্বের প্রথম অ্যাম্পিউইটি মহিলার নাম কি যিনি সম্প্রতি আন্টারটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিন্সেন্ট জয় করেছেন?
Correct Answer: অরুণিমা সিনহা
- অরুণাচল প্রদেশের কোন জেলা সম্প্রতি প্রধান মন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনার অধীনে ১০০% বিদ্যুতায়ন অর্জন করেছে?
Correct Answer: পূর্ব সিয়াং
- সম্প্রতি প্রধানমন্ত্রী ‘গঙ্গজাল প্রকল্প’ ঘোষণা করেছেন। নিচের কোন শহরটি এই প্রকল্পের অধীনে আরও উন্নত ও আশ্বস্ত জল সরবরাহ পেতে চলেছে?
Correct Answer: আগ্রা
- ভারতীয় পার্লামেন্ট সম্প্রতি সংবিধান 1২4 (সংশোধন) বিল, 2019 পাস করেছে। এটি কিসের জন্য উপলব্ধ করা হয়েছে?
Correct Answer: উচ্চ জাতির মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা মানুষের সংরক্ষণ
- নাগরিকত্ব (সংশোধনী) বিল 2019, সম্প্রতি লোকসভা দ্বারা গৃহীত হয়েছে। __________, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুরা বিতাড়িত হয়ে ভারতে এলে, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
Correct Answer: আফগানিস্থান
- কোন রাজ্য সরকার সম্প্রতি ‘ওয়ান ফ্যামিলি ওয়ান জব’ প্রকল্প চালু করেছে যা রাজ্যের প্রতিটি পরিবারের জন্য একটি সরকারি চাকরি প্রদান করবে?
Correct Answer: সিক্কিম
- নিচের কোন শহরটিতে ‘অর্ধ কুম্ভ মেলা’ 2019 অনুষ্ঠিত হবে?
Correct Answer: প্রয়াগরাজ
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পঞ্চম খেলোয়াড় যিনি সম্প্রতি দশ হাজার রান সম্পূর্ণ করলেন তার নাম কী?
Correct Answer: এম এস ধোনি
- সেনা দিবস ভারতে প্রতিবছর কোন দিন পালন করা হয়?
Correct Answer: January 15
- 21-23 জানুয়ারি 2019 এ কোন শহরে 15তম প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে?
Correct Answer: বারানসি
- কোন রাজ্য সম্প্রতি 50,000 কোটি টাকার কৃষি ঋণমুক্তি প্রকল্প ‘জয় কিষান ঋণ মুক্তি যোজনা’ শুরু করলো?
Correct Answer: মধ্যপ্রদেশ
- 2018 সালের গান্ধী শান্তি পুরস্কার দিয়ে কাকে ভূষিত করা হবে?
Correct Answer: ইয়োহেই সাসাকাওয়া
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে কাকে নিযুক্ত করেছেন?
Correct Answer: মানু শাহনে
- লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন প্রথম ভারতীয় ক্রীড়াবিদের নাম কী?
Correct Answer: ভিনেশ ফোগাট
- বিশ্বের প্রথম কোন দেশে সমান বেতন সম্প্রতি বৈধ করা হল?
Correct Answer: আইসল্যান্ড
- 2019 এর গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইনডেক্সে ভারতের অবস্থান কত তম?
Correct Answer: 80
- প্রধানমন্ত্রী সম্প্রতি কোথায় সুভাষ চন্দ্র বোস মিউসিয়াম উদ্বোধন করেছেন?
Correct Answer: লাল কেল্লা
- বিশ্বের প্রথম ক্রিকেটারের নাম কি যাকে সম্প্রতি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি দিয়ে ভূষিত করা হল?
Correct Answer: বিরাট কোহলি
- National Girl Child Day প্রতিবছর কোন দিন পালন করা হয়?
Correct Answer: 24th January
- জাতীয় পর্যটন দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয়?
Correct Answer: 25th January
- নানাজি দেশমুখ, ভুপেন হাজারিকা এবং কাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন দিয়ে ভূষিত করবে ভারত সরকার?
Correct Answer: প্রণব মুখার্জি
- বিশ্বের সর্বোচ্চ নির্বিঘ্ন জলপ্রপাত ‘এঞ্জেল’ কোন দেশে অবস্থিত?
Correct Answer: ভেনেজুয়েলা
- রেলওয়ে, কয়লা ও বর্তমান অর্থমন্ত্রী পীযুষ গোয়েল নিম্নলখিত কোন দ্রুতগামী ট্রেনটির নাম ‘বন্দে ভারত এক্সপ্রেস’ ঘোষণা করলেন?
Correct Answer: ট্রেন 18
- অক্সফোর্ড ডিকশনারি ‘হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার’ কোনটি?
Correct Answer: নারী শক্তি
- Martyrs’ Day (শহীদ দিবস) ভারতে প্রতিবছর কোনদিন পালন করা হয়?
Correct Answer: 30th January
- 2019 এর গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইনডেক্সে ভারতের অবস্থান কত তম?
Correct Answer: 80
- ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল অফ ইন্ডিয়া (BARC) এর নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কী?
Correct Answer: পুনিত গোয়েঙ্কা
- Corruption Perception Index (CPI) of Transparency International (TI) 2018 তে ভারতের অবস্থান কত তম?
Correct Answer: 78
- দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন কোন ভারতীয় ফাস্ট বোলার?
Correct Answer: মহম্মদ শামি
- ভারতের দ্বিতীয় টিউলিপ গার্ডেন নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপনা করা হবে?
Correct Answer: উত্তরাখণ্ড
- গ্লোবাল করাপশন সুচকে ভারতের অবস্থান কত তম?
Correct Answer: 78
- সম্প্রতি ĺকান এয়ারেপার্টকে বিশ্বের সবেচেয় ব্যস্ততম এয়ারেপার্ট ঘোষিত করা হয়েছে?
Correct Answer: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
- নিম্নলখিত কোন ব্রিগেডটিকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে শ্রেষ্ঠ কুচকাত্তয়াজ প্রদর্শনের জন্য সম্প্রতি সম্মানিত করা হল?
Correct Answer: গোর্খা ব্রিগেড
- ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary) পদে কাকে নিযুক্ত করা হল?
Correct Answer: অজয় নারায়ণ ঝাঁ
- ভোপাল গ্যাস ট্রাজেডির 34 তম বার্ষিকী: নিম্নলিখিত কোন গ্যাসটির জন্য 5 লক্ষের বেশী মানুষ আক্রান্ত হয়েছিল?
Correct Answer: মিথাইল আইসোসাইনেট
- কোন দেশ জাপানকে 3-1 গোলে পরাজিত করে এবছরের এশিয়া কাপ (ফুটবল) জিতে নিল?
Correct Answer: কাতার
- বিগত 14 বছর ধরে কোন শহরটি এশিয়ার প্রবাসীদের জন্য সর্বাধিক বাসযোগ্য অবস্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে?
Correct Answer: সিঙ্গাপুর
- বিশ্ব ক্যান্সার দিবস 2019 (4 ফেব্রুয়ারি) এর থিম কি ছিল?
Correct Answer: I am and I will
- ২য় ASEAN-INDIA যুব সামিট সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে?
Correct Answer: গুয়াহাটি
- ২২-তম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?
Correct Answer: হরিয়ানা
- নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি ভোক্তা হয়ে উঠেছে?
Correct Answer: ভারত
- এজিস গ্রাহাম বেল অ্যাওয়ার্ড 2019 এর 9ম সংস্করণটি সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
Correct Answer: গোয়া
- সৌরাষ্ট্রকে 78 রানে পরাজিত করে 85 তম রঞ্জী ট্রফি কোন রাজ্যের ক্রিকেট দল জিতেছে?
Correct Answer: বিদর্ভ
- প্রধানমন্ত্রী সম্প্রতি নিম্নলিখিত কোন রাজ্যের জন্য 24×7 নিবেদিত DD অনুপ্রভা নামক একটি টেলিভিশন চ্যানেলের সূচনা করলো?
Correct Answer: অরুণাচল প্রদেশ
- কাকে কানাডিয়ান সিনেমা ও টেলিভিশন অ্যাকাডেমি দ্বারা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে।
Correct Answer: দীপা মেহতা
- এশিয়ার প্রাচীনতম হাতি গ্র্যানী দাক্ষাইনি সম্প্রতি কোন রাজ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে?
Correct Answer: মহারাষ্ট্র
- আবুধাবি আদালতে ব্যবহৃত তৃতীয় সরকারী ভাষা হিসাবে _____ ভাষাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
Correct Answer: হিন্দি
- 2019 ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (BAFTA) কোন ছায়াছবিটি ‘সেরা চলচ্চিত্র’ পুরস্কার জিতেছে?
Correct Answer: Roma
- 2019 BAFTA পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোন ছবিটি সর্বোচ্চ সংখ্যক পুরষ্কার জিতেছে?
Correct Answer: The Favourite
- সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করেছে?
Correct Answer: সুশীল চন্দ্র
- 2019 ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) সূচকে কোন দেশ শীর্ষস্থান দখল করেছে?
Correct Answer: মার্কিন যুক্তরাষ্ট্র
- কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি যোজনার অধীনে, বছরে কত আয় সহায়তা প্রদান করা হবে?
Correct Answer: 6000 টাকা
- সম্প্রতি এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) নিযুক্ত হন কে?
Correct Answer: অশ্বিনী লোহানি
- ব্লুম্বার্গ Healthiest Country Index 2019 এর রিপোর্ট অনুযায়ী কোন দেশ সম্প্রতি ”বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর দেশ ” ঘোষিত হয়েছে?
Correct Answer: স্পেন
- এবছর META লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে কাকে ভূষিত করা হল?
Correct Answer: মহেশ এল্কুঞ্চবার
- এশিয়ান হকি ফেডারেশন 2018 সালের সেরা খেলোয়াড়ের সম্মান দিয়ে কাকে ভূষিত করেছে?
Correct Answer: মানপ্রিত সিং
- নীচের দেশগুলির মধ্যে কোনটি বিশ্বের প্রথম মহিলা AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) চালিত নিউজ এঙ্কার উন্মোচন করেছে?
Correct Answer: চীন
- কে সম্প্রতি Cannes ইন্টারন্যাশনাল ওপেন (দাবা) জিতেছে?
Correct Answer: অভিজিত গুপ্ত
- ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির সাথে আফগানিস্তান রপ্তানি শুরু করেছে?
Correct Answer: ভারত
- নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংস্থাটি ‘ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডস’ আয়োজন করবে?
Correct Answer: NIC (National Informatics Centre)
- একুশে ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day (IMLD)। কত সালে ইউনেস্কো এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়?
Correct Answer: 1999
- ভারতে পড়াশোনা ব্যাবস্থার জন্য কোন দেশকে ‘মহাত্মা গান্ধী বৃত্তি’ প্রদান করা হল?
Correct Answer: শ্রীলঙ্কা
- আন্তর্জাতিক টি-২০ এর ইতিহাসে সর্বোচ্চ রান (২৭৮) তুলে রেকর্ড গড়লো কোন দেশ?
Correct Answer: আফগানিস্থান
- বর্তমান ভারতীয় বায়ুসেনার অধ্যক্ষের নাম কি?
Correct Answer: বিরেন্দ্র সিং ধনোয়া
- দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি ফার্ম ইনফোসিসের বর্তমান CEO এর নাম কী?
Correct Answer: সলিল পারেখ
- রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ কে কোন দেশ তাদের সর্বচ্চ নাগরিক সম্মান— “the Grand Order of the King of Tomislav” প্রদান করলো?
Correct Answer: ক্রোয়েশিয়া
- Sustainable Development Solutions Network দ্বারা প্রকাশিত “ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে” ভারতের অবস্থান কত তম?
Correct Answer: 140
- কাকে ব্যাস সম্মান 2018 দিয়ে ভূষিত করা হবে?
Correct Answer: লিলাধর জাগুদি
- বিশ্ব পাই (π) দিবস কোন দিন পালন করা হয়?
Correct answer: মার্চ 14
- সাহিত্যের জন্য “কূসুমগ্রাজ জাতীয় পুরস্কারের” জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?
Correct answer: বেদ রাহি
- বিশেষ অলিম্পিক ওয়ার্ল্ড গেম সম্প্রতি কোথায় শুরু হয়েছে?
Correct answer: আবু ধাবি
- ভারতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীরা “MPATGM” এর কার্যকারিতা প্রদর্শনে দ্বিগুণ সাফল্য অর্জন করেছে। “MPATGM” এর পুরো অর্থ হল-
Correct answer: Man Portable Anti-Tank Guided Missile
- 2020 সালে কোন দেশ অনুর্ধ -17 মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে?
Correct answer: ভারত
- সম্প্রতি মিজোরামের গভর্নর হিসেবে কে শপথ গ্রহণ করেছেন?
Correct Answer: জগদীশ মুখী
- কোন দেশ সম্প্রতি অস্ট্রেলিয়া কে পরাজিত করে এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে তাদের 500 তম জয় নিশ্চিত করলো?
Correct Answer: ভারত
- 2018 সালের “যশবন্ত চবন জাতীয় পুরস্কারের” জন্য কাকে নির্বাচিত করা হল?
Correct Answer: রঘুরাম রাজন
- নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি “প্রধানমন্ত্রী অঞ্চল অমৃত যোজনা” চালু করেছে?
Correct Answer: উত্তরাখণ্ড
- কোন অধিবেশন অনুযায়ী ভারতীয় সুন্দরবনকে “Wetland of International Importance” এর মর্যাদা প্রদান করা হল?
Correct Answer: Ramsar Convention
- নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটি যুবকসম্প্রদায় জন্য ‘যুবশ্রী অর্পণ’ প্রকল্প চালু করেছে?
Correct Answer: পশ্চিমবঙ্গ
- সংঝোতা এক্সপ্রেস, কখনও কখনও খবর দেখা যায়, সম্প্রতি স্থগিত করা হয়েছে। এই ট্রেনটি কত সালে শুরু করা হয়েছিল?
Correct Answer: 1976
- জাতীয় বিজ্ঞান দিবস প্রতিবছর দেশজুড়ে কোন দিন পালন করা হয়?
Correct Answer: 28 February
- “Inclusive Internet Index 2019” এ ভারতের অবস্থান কত তম?
Correct Answer: 47th
- নিম্নলিখিত তারিখগুলির মধ্যে “আন্তর্জাতিক নারী দিবস” কবে পালন করা হয়?
Correct Answer: 8 March
- ভগবান মহাভীর অহিংসা পুরস্কারের প্রথম প্রাপক কে হবে?
Correct Answer: অভিনন্দন বর্তমান
- Pritzker Architecture 2019 পুরস্কার কাকে প্রদান করা হল?
Correct Answer: Arata Isozaki
- সম্প্রতি ভারতের 61 তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন?
Correct Answer: ইনিয়ান পানিরসেল্ভাম
- প্রধানমন্ত্রী সম্প্রতি কোন শহরে AK- 203 Assault রাইফেল উত্পাদন ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন?
Correct Answer: আমেথি
- নিম্নলিখিত কোন খেলাটি এশিয়ার অলিম্পিক কাউন্সিল ‘এশিয়ান গেমসে’ অন্তর্ভুক্ত করার সিধান্ত নিয়েছে?
Correct Answer: ক্রিকেট
- ভারত এবং কোন দেশের মধ্যে সম্প্রতি “Mainamati Maitree Exercise 2019” অনুষ্ঠিত হল?
Correct Answer: বাংলাদেশ
- ‘Mann Ki Baat – A Social Revolution on Radio’ বয়টি সম্প্রতি কে রিলিস করেছে?
Correct Answer: অরুণ জেটলি
- উড়িষ্যার প্রথম ‘লোকযুক্তা’ পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
Correct Answer: অজিত সিং
- কোন রাজ্য OBC এর জন্য রিজার্ভেশন কোটা বৃদ্ধি করেছে 27 শতাংশ?
Correct Answer: মধ্য প্রদেশ
- সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF) মহিলা চ্যাম্পিয়নশিপ 2019 এর বিজয়ী দল কোনটি?
Correct Answer: ভারত
Last 3 month’s Bengali Current Affairs PDF Download (January- March 2019)
Last 3 month’s Bengali Current Affairs PDF Download (January- March 2019)
Read More
- Bengali Current Affairs India Yearbook 2021 Free PDF Download
- Bengali Current Affairs PDF: December 2020
- Bengali Current Affairs PDF: November 2020
- Bengali Current Affairs PDF: October 2020
- Bengali Current Affairs PDF: September 2020