Bengali Current Affairs PDF: May 2021

Top Bengali Current Affairs MCQ of the Month: May 2021
Here are the most important Monthly Bengali Current Affairs GK PDF Download: May 2021 for WBCS 2020-21, RRB NTPC 2020-21, SSC CHSL 2019-20, West Bengal Sb Inspector, WB SSC Group C, etc.
This PDF contains all important Monthly Current affairs of May 2021 in the Bengali Language for the students of West Bengal.
Monthly Bengali Current Affairs GK PDF Download: May 2021 will be beneficial for upcoming competitive exams like WBCS, PSC Miscellaneous, SSC, and other exams.
Appointments
- সামন্ত গোয়েল নিম্নলিখিত কোন সংস্থার প্রধান পদে বর্তমানে কর্মরত?
[A] রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (R&AW)
[B] ইন্টেলিজেন্স ব্যুরো
[C] সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
[D] ইন্টারপোল - কেন্দ্রীয় বাণিজ্যসচিব (Commerce Secretary) পদে কাকে নিযুক্ত করা হল?
[A] অজয় শেঠ
[B] জি পি সামন্ত
[C] প্রদীপ কুমার ত্রিপাঠি
[D] বি ভি আর সুব্রাহ্মণ্যম - ২০২১ সালের জুলাই মাসে আয়োজিত টোকিও অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় রেফারি কে?
[A] অরবিন্দ কুমার
[B] অমিতাভ কুমার
[C] আনন্দ কুমার
[D] অশোক কুমার - সম্প্রতি আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের (International Narcotics Control Board) সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
[A] জগজিৎ পণ্ডিত
[B] জয়রাম পান্ডিয়া
[C] জয়রাম পাভাডিয়া
[D] জগজিৎ পাভাডিয়া - সম্প্রতি, ডেভিড বার্নিয়া মোসাদের প্রধান হিসাবে নিযুক্ত হলেন। নিম্নলিখিত কোন দেশের গুপ্তচর সংস্থা ‘মোসাদ’?
[A] ইরান
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ইসরায়েল
[D] সংযুক্ত আরব আমিরাত - সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) ডিরেক্টর নিযুক্ত হলেন-
[A] সুবোধ জয়সওয়াল
[B] কে আর চন্দ্র
[C] ভি এস কাউমুদি
[D] শিবদীপ লান্বে - নিম্নলিখিতগুলির মধ্যে কাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত করা হয়েছে?
[A] বিক্রম ভার্মা
[B] রশ্মী ত্রিপাঠি
[C] অমিত সিং
[D] আনভি ভুটানী - কে ২০২৪ সাল অবধি তিন বছরের জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশেনর নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন?
[A] সুরেশ কলমাদি
[B] নরিন্দর বাতরা
[C] নারায়ণ রামচন্দ্রন
[D] অভয় সিং চৌতলা - রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে নিযুক্ত হয়েছেন?
[A] রাজেশ বানসাল
[B] রাজীব বানসাল
[C] রকেশ বানসাল
[D] রবি বানসাল - ২০২১ এর ফোর্বস ম্যাগাজিনের সর্বাধিক বেতনভুক্ত অ্যাথলেট তালিকায় শীর্ষে কে আছে?
[A] লিওনেল মেসি
[B] লেব্রন জেমস
[C] ক্রিস্টিয়ানো রোনাল্ডো
[D] কনর ম্যাকগ্রিগোর - কে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন?
[A] হিমন্ত বিশ্ব শর্মা
[B] জেরাল্ডিন ব্রাউন
[C] বিষু তোলান
[D] পিটার তারকালা - নিম্নলিখিত কোন ভারতীয় শান্তিদূতকে জাতি সংঘের “Dag Hammarskjold Medal” মরণোত্তর ভাবে প্রদান করা হল?
[A] কর্পোরাল যুবরাজ সিং
[B] ইভান মাইকেল পিকার্ডো
[C] মুলচাঁদ যাদব
[D] উপরের সমস্ত - সম্প্রতি কে ২০২১ সালের “প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস” পুরষ্কার পেলেন?
[A] অভিজিৎ ব্যানার্জি
[B] অমর্ত্য সেন
[C] অরবিন্দ সুব্রমনিয়াণ
[D] রঘুরাম রাজন - নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কাকে ২০২০ সালের আন্তর্জাতিক এনি পুরষ্কার (এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড) প্রদান করা হয়েছে?
[A] জি মাধবন নায়ার
[B] রডাম নরসিমহ
[C] বার্নার্ড রাভাউ
[D] সি এন আর রাও - প্রথম এবং একমাত্র মহিলা যিনি সম্প্রতি ভারতীয় বায়ুসেনার ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারের যোগ্যতা অর্জন করলেন-
[A] অমৃতা ভি ওলেটি
[B] আশৃতা ভি ওলেটি
[C] অজন্তা ভি ওলেটি
[D] সায়নী ভি ওলেটি - রুডলফ ভি শিন্ডলার (Rudolf V Schindler) পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
[A] ভি নরসিংহ রেড্ডি
[B] ডি নাগরজুনা রেড্ডি
[C] ডি নগেন্দ্র রেড্ডি
[D] ডি নাগেশ্বর রেড্ডি - মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নতুন নাম কী?
[A] মেজর ধ্যান চাঁদ আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
[B] অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
[C] মহীন্দ্রা হকি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
[D] শহীদ ভগত সিং আন্তর্জাতিক হকি স্টেডিয়াম - নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২১ সালের ভারত বায়োডাইভারসিটি পুরষ্কার (India Biodiversity Award) প্রদান করা হয়েছে?
[A] রুমনা সিনহা সেহগাল
[B] তাহেরা কুতুবুদ্দিন
[C] সুরেশ মুকুন্দ
[D] শজি এন এম - এটিয়েন গ্লিকচ পুরষ্কার (Etienne Glichitch Award) কোন খেলাটির সাথে যুক্ত?
[A] ক্রিকেট
[B] পোলো
[C] টেনিস
[D] হকি - প্রাণী বুদ্ধি এবং মানবিকতা বিকাশের ক্ষেত্রে অবদানের জন্য কাকে ২০২১ সালের টেম্পলটন পুরস্কার প্রদান করা হল?
[A] তাহেরা কুতুবুদ্দিন
[B] অনুপম খের
[C] শকুন্তলা হারকসিং
[D] জেন গুডল - জাপানি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ASICS-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেটার-
[A] বিরাট কোহলি
[B] হার্দিক পান্ডিয়া
[C] রবীন্দ্র জাদেজা
[D] কে এল রাহুল - ভারত আর্থ মুভারস লিমিটেডের (BEML) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অরুণ রাস্তে
[B] রেখা মেনন
[C] সুশীল চন্দ্র
ডি অমিত ব্যানার্জি - কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি অনুমোদিত ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary) হিসাবে নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] অজয় শেঠ
[B] তুহিন কান্ত পান্ডে
[C] টি ভি সোমনাথণ
[D] দেবাশীষ পান্ডা - সম্প্রতি বিশ্ব টিকাদান সপ্তাহে নিম্নলিখিত কে ইউনিসেফের শুভেচ্ছাদূত (Goodwill Ambassador) মনোনীত হলেন?
[A] অরিজিৎ সিং
[B] দিয়া মির্জা
[C] ড্যাভিড বেকহ্যাম
[D] সুখবীর সিং - এম কে স্টালিন নিম্নলিখিত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন?
[A] তেলঙ্গানা
[B] কেরালা
[C] অন্ধ্র প্রদেশ
[D] তামিলনাড়ু - বাজাজ অটোর (Bajaj Auto) নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হল?
[A] নীরব বাজাজ
[B] অণীশ বাজাজ
[C] রাহুল বাজাজ
[D] নিরজ বাজাজ - ভারত সরকার বন্দিতা কৌলকে নিম্নলিখিত কোন ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারী মনোনীত পরিচালক (nominee director) পদে নিযুক্ত করেছে?
[A] ব্যাংক অফ ইন্ডিয়া
[B] ব্যাংক অফ বরোদা
[C] পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
[D] মহারাষ্ট্র ব্যাংক - ভারতের রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) পদে কাকে নিযুক্ত করা হল?
[A] জোস জে কাট্টুর
[B] টি রবি শঙ্কর
[C] পদ্মকুমার এম নায়ার
[D] টি ভি সোমনাথণ - জাতীয় সম্পদ পুনর্গঠন সংস্থার (National Asset Reconstruction Company) প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে নিযুক্ত হয়েছেন?
[A] পদ্মকুমার এম নায়ার
[B] গণেশ নট্টরাজন
[C] অশ্বানী ভাটিয়া
[D] মৃগানক পরনজাপে - আগামী ৫ বছরের জন্য গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Managing Director and CEO) পদে নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হল?
[A] সুধীর সীতাপতি
[B] উদিত সিংহল
[C] রাজীব বানসাল
[D] আর.এস. সোধী - ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভারটাইজিং সেলফ-রেগুলেশনের (International Council for Advertising Self-Regulation) এক্সিকিউটিভ কমিটিতে নিযুক্ত ব্যক্তিটি হলেন-
[A] অদিতি কুলশ্রেষ্ঠ
[B] রোহিনী গুপ্ত
[C] অনুকৃতি নায়েক
[D] মনীষা কাপুর - নিম্নলিখিত কাকে FICCI (Federation of Indian Chambers of Commerce & Industry) মহিলা সংস্থা (FLO) জাতীয় সভাপতি নিযুক্ত করা হয়েছে?
[A] সুরভী ত্রিপাঠি
[B] বিমলা মোহিত
[C] রোশনি শর্মা
[D] উজ্জ্বলা সিংহানিয়া - রাষ্ট্রীয় তেল পরিশোধন ও বিপণন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে কাকে নিযুক্ত করা হল?
[A] অরুণ কুমার সিংহ
[B] অনুপমা সিং
[C] শঙ্কর ঘোষ
[D] বিজয় গোয়েল - ২০২১ সালের মে মাসে পশ্চিমবঙ্গ আইনসভার স্পিকার হিসাবে কে নির্বাচিত হন?
[A] অমিয় নাথ বোস
[B] শিশির কুমার বোস
[C] বিমান বন্দোপাধ্যায়
[D] কৃষ্ণ বোস - ভারতীয় চাল গবেষণা ইনস্টিটিউট (Indian Institute of Rice Research) এর পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হল?
[A] কে শ্রীনিবাস রাও
[B] কে কৌশাল্য
[C] সুধা নায়ার
[D] রমন মীনাক্ষী সুন্দরম
Awards & Recognitions
- জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন ফিলিপাইনের সাংবাদিকা-
[A] মারিয়া রেসা
[B] মাহমুদ আবু জায়েদ
[C] ওয়া লোন
[D] ড্যাভিড আইস্যাক - নিম্নলিখিত কোন ভারতীয় শান্তিদূতকে জাতি সংঘের “Dag Hammarskjold Medal” মরণোত্তর ভাবে প্রদান করা হল?
[A] কর্পোরাল যুবরাজ সিং
[B] ইভান মাইকেল পিকার্ডো
[C] মুলচাঁদ যাদব
[D] উপরের সমস্ত - সম্প্রতি কে ২০২১ সালের “প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস” পুরষ্কার পেলেন?
[A] অভিজিৎ ব্যানার্জি
[B] অমর্ত্য সেন
[C] অরবিন্দ সুব্রমনিয়াণ
[D] রঘুরাম রাজন - নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কাকে ২০২০ সালের আন্তর্জাতিক এনি পুরষ্কার (এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড) প্রদান করা হয়েছে?
[A] জি মাধবন নায়ার
[B] রডাম নরসিমহ
[C] বার্নার্ড রাভাউ
[D] সি এন আর রাও - প্রথম এবং একমাত্র মহিলা যিনি সম্প্রতি ভারতীয় বায়ুসেনার ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারের যোগ্যতা অর্জন করলেন-
[A] অমৃতা ভি ওলেটি
[B] আশৃতা ভি ওলেটি
[C] অজন্তা ভি ওলেটি
[D] সায়নী ভি ওলেটি - রুডলফ ভি শিন্ডলার (Rudolf V Schindler) পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
[A] ভি নরসিংহ রেড্ডি
[B] ডি নাগরজুনা রেড্ডি
[C] ডি নগেন্দ্র রেড্ডি
[D] ডি নাগেশ্বর রেড্ডি - মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নতুন নাম কী?
[A] মেজর ধ্যান চাঁদ আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
[B] অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
[C] মহীন্দ্রা হকি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
[D] শহীদ ভগত সিং আন্তর্জাতিক হকি স্টেডিয়াম - নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২১ সালের ভারত বায়োডাইভারসিটি পুরষ্কার (India Biodiversity Award) প্রদান করা হয়েছে?
[A] রুমনা সিনহা সেহগাল
[B] তাহেরা কুতুবুদ্দিন
[C] সুরেশ মুকুন্দ
[D] শজি এন এম - এটিয়েন গ্লিকচ পুরষ্কার (Etienne Glichitch Award) কোন খেলাটির সাথে যুক্ত?
[A] ক্রিকেট
[B] পোলো
[C] টেনিস
[D] হকি - প্রাণী বুদ্ধি এবং মানবিকতা বিকাশের ক্ষেত্রে অবদানের জন্য কাকে ২০২১ সালের টেম্পলটন পুরস্কার প্রদান করা হল?
[A] তাহেরা কুতুবুদ্দিন
[B] অনুপম খের
[C] শকুন্তলা হারকসিং
[D] জেন গুডল - জাপানি ভাষা প্রচারে বিশেষ ভূমিকার জন্য জাপান কনস্যুলেট-জেনারেলের দেওয়া এ বছরের ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড ও সিল্ভার রে’ সম্মাননা পেলেন-
[A] শ্যামলা গণেশ
[B] সি নটারাজণ
[C] অঙ্কিতা জয়সওয়াল
[D] লোকেশ শর্মা - ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার ২০২১) নিম্নলিখিত কোন অ্যানিমেটেড চলচ্চিত্রটি সেরা “অ্যানিমেটেড ফিচার ফিল্ম” পুরষ্কার জিতেছে?
[A] Over the Moon
[B] Onward
[C] A Shaun the Sheep Movie: Farmageddon
[D] Soul - ২০২১ সালের এপ্রিলে, ক্রিস্টোফার নোলান পরিচালিত স্পাই থ্রিলার টেনেট সিনেমায় “সেরা ভিজ্যুয়াল এফেক্ট”প্রদানের জন্য নিম্নলিখিত কোন কোম্পানিটি একাডেমি পুরষ্কার জিতেছে?
[A] Loyalty Prime India Pvt. Lt[D] [B] Prime Focus Ltd
[C] Allsec Technologies Limited
[D] Libra International Limited - নিম্নলিখিত কোন ভারতীয় অধ্যাপক প্রফেসর ড্যাভিড ক্লেনারমানের সাথে যুগ্মভাবে Next Generation DNA Sequencing (NGS)-এর বিকাশের জন্য ২০২০ সালের মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ (ফিনল্যান্ড) পেলেন?
[A] সুগত বোস
[B] শঙ্কর বালাশুভ্রামানিয়ণ
[C] অবিনাশ দীক্ষিত
[D] রমেশ মাশেলকর - ২০২১ সালের আন্তর্জাতিক Invincible Gold Medal প্রাপ্ত ব্যক্তি কে?
[A] হর্ষ বর্ধন
[B] নির্মলা সীতারমণ
[C] অমিত শাহ
[D] রমেশ পোখরিয়াল নিশঙ্ক - নিম্নলিখিত কোন ব্যক্তিটি মরণোত্তর নাইস্মিথ মেমোরিয়াল “বাস্কেটবল হ’ল অফ ফেমে” অন্তর্ভুক্ত হলেন?
[A] টনি কুকোক
[B] কোবে ব্রায়ান্ট
[C] কেভিন গারনেট
[D] টিম ডানকান - “Biodiversity Peace Corridor” তৈরির লক্ষ্যে তাঁর প্রচেষ্টা ও উত্তর-পূর্ব ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ২০২১ হুইটলি পুরষ্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তৃণভূমি সংরক্ষণবিদ কে?
[A] যাদব পায়েং
[B] সুমাইরা আবদুল আলী
[C] নুকলু ফোম
[D] রাজেন্দ্র সিং - নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২০ সালের ‘বিশ্ব কোরিওগ্রাফি পুরষ্কার’ জিতেছে?
[A] বিশ্বাস আগরওয়াল
[B] সুরেশ মুকুন্দ
[C] সুনিতা সিং
[D] ইকবাল রানা - ২০২১ ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুসারে, এশিয়ার দ্বিতীয়তম ধনী ব্যক্তি কে?
[A] শিব নাদার
[B] গৌতম আদানী
[C] রাধাকৃষ্ণ দামানী
[D] উদয় কোটক - নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটিকে “Green Urja Award” প্রদান করা হয়েছে?
[A] IREDA
[B] SEBI
[C] LIC
[D] IRDAI - প্রথম ভারতীয় বংশভুত ব্যক্তি হিসাবে “Arabic Oration: Art and Function” নামক বইটির জন্য ২০২১ সালের শেখ জায়েদ বুক পুরষ্কার নিম্নলিখিতগুলির মধ্যে কে অর্জন করলেন?
[A] আসাদ আবিদী
[B] তাহেরা কুতুবুদ্দিন
[C] আকবর এস আহমেদ
[D] আয়েশা জালাল - ৯৩ তম ২০২১ একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নিম্নলিখিত কে “Jean Hersholt Humanitarian Award” পুরষ্কারে ভূষিত হয়েছেন?
[A] টাইলার পেরি
[B] ডায়ান কেটন
[C] টম সেলেক
[D] কেভিন কস্টনার - ২০২১ বিলবোর্ড সংগীত অনুষ্ঠানে (Billboard Music Awards) “আইকন পুরষ্কারে” কে সম্মানিত হলেন?
[A] লেডি গাগা
[B] জেনিফার লোপেজ
[C] টেইলর অ্যালিসন সুইফট
[D] পিঙ্ক - নিম্নলিখিত গুলির মধ্যে কে প্রথম মহিলা যাকে সম্প্রতি ব্রিটিশ অ্যাওয়ার্ডসের “গ্লোবাল আইকন” পুরষ্কারে সম্মানিত করা হল?
[A] দুয়া লিপা
[B] জোয়েল কোরি
[C] টেইলর অ্যালিসন সুইফট
[D] আর্লো পার্কস - জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) প্রেস ফ্রিডম (মুক্ত গণমাধ্যম) পুরস্কার জিতলেন ফিলিপাইনের সাংবাদিকা-
[A] রাউল নদিয়ো
[B] মারিয়া রেসা
[C] আমিরা হাস
[D] জেফ্রি নাইরোটা
National
- ১৯৫২ সালে ভারতে বিলুপ্ত ঘোষিত বিশ্বের দ্রুততম ভূমি প্রাণী চিতা এই বছরের নভেম্বরে কুনো জাতীয় উদ্যানে পুনরায় প্রবর্তিত হবে বলে আশা করা হচ্ছে। কুনো জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?
[A] উড়িষ্যা
[B] লাদাখ
[C] রাজস্থান
[D] মধ্য প্রদেশ - নিম্নলিখিত কে ৭৪ তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেমব্লির সভাপতিত্ব করেছেন?
[A] শ্রীপদ ইয়েসো নায়েক
[B] হর্ষ বর্ধন
[C] কে কে শৈলজা
[D] অশ্বিনী কুমার চৌবে - ভারত, কোন দেশের সাথে কৃষিতে সহযোগিতার জন্য একটি ৩-বছরের কর্মসূচিতে স্বাক্ষর করেছে?
[A] ইরাক
[B] আলজেরিয়া
[C] লেবানন
[D] ইসরায়েল - নিম্নলিখিত কোন দেশটি ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে?
[A] নেপাল
[B] ওমান
[C] মালয়েশিয়া
[D] মায়ানমার - ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকায় যুক্ত কাঞ্চিপুরমের মন্দিরগুলি নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত?
[A] কর্ণাটক
[B] তেলঙ্গানা
[C] উড়িষ্যা
[D] তামিলনাড়ু - ৫ম জেনারেশনের Python 5 মিসাইলের সফল পরীক্ষা করল DRDO। দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা এই Python 5 মিসাইলটি নিম্নোক্ত কোন প্রকারের মিসাইল?
[A] Air-to-Air Missile
[B] Surface-to-Air Missile
[C] Air-to-Surface Missile
[D] Surface-to-Surface Missile - নিম্নলিখিত কোন যুদ্ধবিমান থেকে DRDO ৫ম জেনারেশনের Python 5 মিসাইলটির সফলভাবে পরীক্ষা করেছে?
[A] Rafale
[B] MIG-29
[C] Mirage-2000
[D] Tejas - ভারত ও ফরাসী নৌবাহিনী দ্বিপাক্ষিক মহড়া ‘VARUNA-2021’ এর কোন সংস্করণ ২৫ এপ্রিল ২০২১-এ আরব সাগরে পরিচালিত হল?
[A] ১৭ তম
[B] ১৮ তম
[C] ১৯ তম
[D] ২০ তম - দেশে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে বিদেশ থেকে মেডিকেল অক্সিজেন আনতে ভারতীয় নৌবাহিনী নিম্নলিখিত কোন অপারেশন শুরু করেছে?
[A] Operation Nistar
[B] Operation Vanilla
[C] Mission Sagar II
[D] Samudra Setu II - দেশে নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতের নৌবাহিনীতে যুক্ত হবে ৬টি পাইথন ৮ আই নামক নজরদারি চালানোর যুদ্ধ বিমান। পাইথন ৮ আই যুদ্ধ বিমানটির প্রস্তুতকারক দেশ কোনটি?
[A] জাপান
[B] ফ্রান্স
[C] মার্কিন যুক্তরাষ্ট্র
[D] রাশিয়া - কোভিড -১৯ মোকাবেলার জন্য ভারতের সশস্ত্র বাহিনী নিম্নলিখিত কোন অভিযান শুরু করেছে?
[A] Cowin
[B] CO Jeet
[C] CoForce
[D] CoArmed - বৈদ্যুতিক লোকোমোটিভ প্রস্তুতকারক কোম্পানি অ্যালস্টম নিম্নলিখিত কোন দেশে অবস্থিত?
[A] চীন
[B] রাশিয়া
[C] ফ্রান্স
[D] মার্কিন যুক্তরাষ্ট্র - নিম্নলিখিত কোন স্টার্ট-আপ কোম্পানিটি ভারতের প্রথম 3D (3 Dimensional) মুদ্রিত বাড়িটি নির্মিত করেছে?
[A] Tvasta
[B] One97
[C] ReNew
[D] DigiNew - আফ্রিকাতে আয়োজিত ২০২১ সালের জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন-
[A] নরেন্দ্র মোদী
[B] অমিত শাহ
[C] রাজনাথ সিং
[D] এস জয়শঙ্কর - ভারতের প্রথম কৃষি রফতানি সুবিধা কেন্দ্রটি (Agriculture Export Facilitation Centre) কোন শহরে স্থাপন করা হল?
[A] পুনে
[B] হায়দরাবাদ
[C] গুরুগ্রাম
[D] বেঙ্গালুরু - কোন টেলিকম সংস্থা সমুদ্রের নীচে বৃহত্তম আন্তর্জাতিক সাবমেরিন কেবল সিস্টেম নির্মাণ করছে?
[A] শিবম ইনফোকম প্রাইভেট লিমিটেড
[B] ভোডাফোন আইডিয়া লিমিটেড
[C] বিএসএনএল (মোবাইল সার্ভিসেস) লিমিটেড
[D] রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড - ফারজাদ-বি গ্যাসফিল্ড কোন দেশে অবস্থিত?
[A] কুয়েত
[B] সৌদি আরব
[C] ইরান
[D] কাতার - চার দশক ধরে ভারতীয় নৌ-সেনার হয়ে কাজের দীর্ঘ পথ অতিক্রম করার পর অবশেষে অবসর নিল-
[A] আইএনএস কলকাতা
[B] আইএনএস মহীশূর
[C] আইএনএস রানা
[D] আইএনএস রাজপুত - ২০২১ সালের মে মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির সম্ভাব্য তালিকায় নিম্নলিখিত কোন ভারতীয় স্থান যুক্ত হয়েছে?
[A] সাতপুরা টাইগার রিজার্ভ
[B] কর্ণাটকের বেনকাল মহাপাষান স্থল
[C] কাঞ্চিপুরম মন্দির
[D] উপরের সবকটি - বর্তমান অক্সিজেন সংকট নিরসনের জন্য নিম্নলিখিত কোন সামরিক বাহিনী Oxygen Recycling System (ORS) নির্মাণ করেছে?
[A] আইটিবিপি
[B] ভারতীয় নৌবাহিনী
[C] বিএসএফ
[D] ভারতীয় বিমানবাহিনী - কার সভাপতিত্বে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টের আদেশানুসারে মারাঠা সম্প্রদায়ের কোটা বহাল রাখার রায় অধ্যয়ন করার জন্য একটি আট সদস্যের কমিটি গঠন করেছে?
[A] দিলীপ ভোঁসলে
[B] দারিয়াস খামটা
[C] রফিক দাদা
[D] বাসন্তী নায়েক - মহামারী দ্বারা কর্মচারীদের আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (Central Board of Indirect Taxes and Customs) দ্বারা চালিত প্রকল্পটির নাম কী?
[A] Aashvaasan
[B] Madad
[C] Sahayak
[D] Sarthak - CBSE– অনুমোদিত স্কুলগুলির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য চালিত “psychological counselling” মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কি?
[A] Manastha
[B] Betterlyf
[C] Mind Voyage
[D] Dost for Life - মাঝারি থেকে গুরুতর কোভিড -১৯ ক্ষেত্রে সংযোজন থেরাপি হিসাবে drug 2-deoxy-D-glucose (2-DG) ওষুধটি জরুরিভাবে ব্যবহারের জন্য নিম্নলিখিত কোন সংস্থাটি অনুমোদন দিয়েছে?
[A] WHO India
[B] Indian Council of Medical Research
[C] Drugs Controller General of India
[D] CDC - ভারতের প্রমুখ তেল ও গ্যাস কোম্পানির সাথে ভারত সরকার নিম্নলিখিত কোন ধামটির নির্মাণ ও পুনর্নবীকরণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
[A] কেদারনাথ ধাম
[B] বদ্রীনাথ ধাম
[C] গঙ্গোত্রী ধাম
[D] যমুনোত্রি ধাম - ২০২১ সালের মে মাসে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে G -7 বিদেশমন্ত্রীর বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর অংশ নিলেন। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি G -7 গ্রুপের অংশ নয়?
[A] কানাডা
[B] ফ্রান্স
[C] ভারত
[D] জাপান
State
- কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতি বাস্তবায়নের তদারকি করতে কোন রাজ্য ‘Guardian Ministers’ নিযুক্ত করেছে?
[A] আসাম
[B] তামিলনাড়ু
[C] হিমাচল প্রদেশ
[D] জম্মু ও কাশ্মীর - কোন রাজ্য সরকার সম্প্রতি স্মার্ট রান্নাঘর প্রকল্প (Smart Kitchen Scheme) চালু করেছে?
[A] গুজরাট
[B] কর্ণাটক
[C] কেরালা
[D] পশ্চিমবঙ্গ - কোন রাজ্য সরকার সম্প্রতি অক্সিজেনের চাহিদা মেটাতে “Mission Oxygen Self-Reliance” প্রকল্প চালু করেছে?
[A] মহারাষ্ট্র
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] পাঞ্জাব - ঘরে বসে কোভিড রোগীদের চিকিত্সা করার জন্য কোন রাজ্য সম্প্রতি ‘সঞ্জীবনী পরীযোজনা’ চালু করেছে?
[A] উত্তর প্রদেশ
[B] রাজস্থান
[C] তেলঙ্গানা
[D] হরিয়ানা - অনাথ শিশুদের জন্য সম্প্রতি কোন রাজ্য “মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা” চালু করেছে?
[A] হিমাচল প্রদেশ
[B] গোয়া
[C] উত্তরাখণ্ড
[D] পশ্চিমবঙ্গ - কোভিড -১৯ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করতে নিম্নলিখিত কোন রাজ্য সরকার ‘HIT Covid App’ চালু করেছে?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] আসাম
[D] বিহার - কোন রাজ্য স্মার্ট সিটি মিশন প্রকল্পগুলি বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছে?
[A] কেরালা
[B] মধ্য প্রদেশ
[C] আসাম
[D] ঝাড়খণ্ড - আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র স্থাপনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি?
[A] পশ্চিমবঙ্গ
[B] কর্ণাটক
[C] উত্তর প্রদেশ
[D] মহারাষ্ট্র - নিম্নলিখিত কোন রাজ্য সরকার ২০২১ সালের “E- Panchayat” পুরষ্কার পেল?
[A] মধ্য প্রদেশ
[B] হিমাচল প্রদেশ
[C] রাজস্থান
[D] উত্তর প্রদেশ - মুখ্যমন্ত্রী জন-কল্যাণ সমবল প্রকল্পের আওতায় কোন রাজ্যে ৩৭৯ কোটি টাকা ১৬ হাজার ৮৪৪ জন সুবিধাভোগীর অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছে?
[A] বিহার
[B] আসাম
[C] উত্তরপ্রদেশ
[D] মধ্য প্রদেশ - বৃষ্টির জল সংরক্ষণের জন্য নিম্নলিখিত কোন রাজ্য সরকার ‘Forest Ponds’ তৈরি করছে?
[A] হিমাচল প্রদেশ
[B] উড়িষ্যা
[C] উত্তরপ্রদেশ
[D] অন্ধ্র প্রদেশ - জি আই ট্যাগ অনুমোদিত (Geographical Indication) দাহানু ঘোলবাদ সাপোতা (সবেদা) নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত?
[A] পাঞ্জাব
[B] গুজরাট
[C] মহারাষ্ট্র
[D] হরিয়ানা - আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সর্বোচ্চ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করায় ২০২০-২১ সালের শীর্ষস্থান রাজ্য কোনটি?
[A] তামিলনাড়ু
[B] উত্তর প্রদেশ
[C] মধ্য প্রদেশ
[D] কর্ণাটক - নিম্নলিখিত কোন রাজ্যটি সম্প্রতি বিধান পরিষদ (State Legislative Assembly) গঠনের অনুমোদন দিয়েছে?
[A] রাজস্থান
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট - ডোংরিয়া কোন্ধউপজাতী নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের অন্তর্গত?
[A] ছত্তিসগড়
[B] ঝাড়খণ্ড
[C] উড়িষ্যা
[D] মধ্যপ্রদেশ - জাতীয় মেডিসিনাল প্ল্যান্ট ইনস্টিটিউট (National Institute of Medicinal Plants) নিম্নলিখিত কোন রাজ্যে প্রতিষ্ঠা করা হয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট - মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক সংক্রমণকে উড়িষ্যা সরকার নিম্নলিখিত কোন ‘মহামারি ব্যধি আইন’-এর অধীনে “notifiable disease” ঘোষণা করেছে?
[A] 1893
[B] 1895
[C] 1897
[D] 1899 - নাইট ফ্র্যাঙ্ক প্রকাশিত ‘প্রাইম গ্লোবাল সিটি ইনডেক্স Q1 2021’ রিপোর্ট অনুসারে নয়াদিল্লি কোন অবস্থানে রয়েছে?
[A] ৩০ তম
[B] ৩২ তম
[C] ৩৪ তম
[D] ৩৬ তম - নিম্নলিখিতগুলির মধ্যে কে পুডুচেরির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন?
[A] সর্বানন্দ সোনোয়াল
[B] মুঠুভেল করুণানিধি স্টালিন
[C] মমতা বন্দ্যোপাধ্যায়
[D] এন রঙ্গস্বামী - তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, কিংবদন্তি লেখক, চলচ্চিত্র নির্মাতার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত ও বিদেশে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে চলতি বছরে। এই ব্যক্তিটি হলেন-
[A] সৌমিত্র চ্যাটার্জী
[B] রাজেশ খান্না
[C] মৃণাল সেন
[D] সত্যজিৎ রায় - মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে কোভিড -১৯ এর তৃতীয় ঢেউয়ের জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে?
[A] অনিল দেশমুখ
[B] আদিত্য ঠাকরে
[C] উদ্ধব ঠাকরে
[D] তীরথ সিং রাওয়াত - শিরোমণি গুরুদ্বার পারবন্ধক কমিটি (SGPC) কোন শহরে শ্রী গুরু রামদাস মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করছে?
[A] জলন্ধর
[B] লুধিয়ানা
[C] অমৃতসর
[D] বাথিন্দা - নিম্নলিখিত কোন রাজ্য সাংবাদিকদের “ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা” হিসাবে ঘোষণা করেছে?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] উড়িষ্যা
[D] রাজস্থান
International
- লরেন্স ডেস কার্স, ল্যুভরে মিউজিয়ামের প্রথম মহিলা প্রধান নিযুক্ত হলেন। ল্যুভরে মিউজিয়াম কোথায় অবস্থিত?
[A] মাদ্রিদ, স্পেন
[B] জেনেভা, সুইজারল্যান্ড
[C] রোম, ইতালি
[D] প্যারিস, ফ্রান্স - সাং ইন-হাং প্রথম মহিলা পর্বতারোহী যিনি মাত্র ২৬ ঘন্টার মধ্যে মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন। তিনি কোন দেশের নাগরিক?
[A] হংকং
[B] সিঙ্গাপুর
[C] দক্ষিণ কোরিয়া
[D] জাপান - বাশার আল-আসাদ নিম্নলিখিত দেশের কোন রাষ্ট্রপতি হিসাবে চতুর্থবারের জন্য পুনরায় নির্বাচিত হলেন?
[A] তুর্কী
[B] সিরিয়া
[C] আলজেরিয়া
[D] মিশর - গিলারমো লাসো নিম্নলিখিত কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
[A] চাদ
[B] ইকুয়েডর
[C] মৌরিতানিয়া
[D] বুর্কিনা ফাসো - ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে কে অ্যামাজন সংস্থার CEO হবেন?
[A] ব্রায়ান ওলসভস্কি
[B] ড্যাভিড ক্লার্ক
[C] অ্যান্ড্রু আর জেসি
[D] শেলি রেনল্ডস - কোভিড -১৯ এর ভিন্ন রূপগুলি সনাক্ত করতে কোন দেশ বিশ্বব্যাপী “মহামারী রাডার” (Pandemic Radar) তৈরি করবে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] যুক্তরাজ্য
[C] রাশিয়া
[D] চীন - বিশ্বের বৃহত্তম হিমশৈল/ তুষারস্তূপটি (iceberg) কোথায় অবস্থিত?
[A] রস সাগর
[B] সারগাসো সাগর
[C] ওয়েডেল সাগর
[D] আমন্ডসেন সাগর - কোন দেশে ২০২১ সালের গ্লোবাল G -20 স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
[A] অস্ট্রেলিয়া
[B] ইউকে
[C] ইতালি
[D] স্পেন - নিম্নলিখিত কোন ওয়েব ব্রাউজারটিকে ১৫ জুন ২০২২ থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল?
[A] মাইক্রোসফ্ট এজ
[B] ফায়ার ফক্স
[C] গুগল ক্রোম
[D] ইন্টারনেট এক্সপ্লোরার - মহাকাশের ধ্বংসাবশেষ সাফ করার জন্য কোন দেশ ‘NEO-01’ নামক একটি রোবট প্রোটোটাইপ চালু করেছে?
[A] রাশিয়া
[B] জাপান
[C] মার্কিন যুক্তরাষ্ট্র
[D] চীন - স্ব-চালনা (Self-driving) গাড়ি চালানোর অনুমতিপ্রাপ্ত বিশ্বের প্রথম কোন দেশ?
[A] ফ্রান্স
[B] যুক্তরাজ্য (ইউনাইটেড কিংডম)
[C] ইস্রায়েল
[D] জার্মানি - আকাশগঙ্গা ছায়াপথে (Milky Way Galaxy) সবচেয়ে ক্ষুদ্রতম ব্ল্যাকহোল আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এই ক্ষুদ্রতম ব্ল্যাকহোলের নাম কি?
[A] মাইটি
[B] স্কুইরেল
[C] লাসি
[D] ইউনিকর্ন - নিম্নলিখিত কোন সংস্থাটি পুনঃস্থাপন তহবিল (Restore Fund) নামক প্রথম ধরণের কার্বন অপসারণের একটি উদ্যোগ ঘোষণা করেছে যা কার্বন অপসারণের জন্য বনজ প্রকল্পগুলিতে বিনিয়োগ করবে?
[A] অ্যামাজন
[B] আপেল
[C] মাইক্রোসফ্ট
[D] ফ্লিপকার্ট - বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী আবহাওয়া, জলবায়ু-পরিবর্তনের পূর্বাভাস প্রদানকারী সুপার কম্পিউটারটি কোন দেশে নির্মিত হবে?
[A] ইউকে
[B] মার্কিন যুক্তরাষ্ট্র (ইউনাইটেড কিংডম)
[C] চীন
[D] জাপান - EY’s Renewable Energy Country Attractiveness সূচকে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
[A] ইতালি
[B] ফ্রান্স
[C] অস্ট্রেলিয়া
[D] মার্কিন যুক্তরাষ্ট্র - নিম্নলিখিতগুলির মধ্যে কাকে মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনের প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে?
[A] মালা আদিগা
[B] গরিমা ভর্মা
[C] নীরা ট্যান্ডন
[D] গৌতম রাঘবন - সিন্থেটিক কানাবিনয়েড পদার্থ নিষিদ্ধকারি বিশ্বের প্রথম দেশ কোনটি?
[A] জাপান
[B] চীন
[C] ভারত
[D] দক্ষিণ কোরিয়া - Verisk Maplecroft সংস্থা দ্বারা প্রকাশিত ‘Environmental Risk Outlook 2021’ অনুসারে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
[A] গ্লাসগো, স্কটল্যান্ড
[B] লন্ডন, ইংল্যান্ড
[C] নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
[D] কোপেনহেগেন, ডেনমার্ক - সামোয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন-
[A] খালিদা তৌমি
[B] ফিয়ামি নাওমি মাতাফা
[C] আয়েশা রাটেব
[D] নুরিয়া ইয়ামিনা জেরহৌনি - উষ্ণায়নের প্রভাবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্টার্কটিকার বরফাবৃত ওয়েডেল সাগরে ভাসছে বিশালাকার একটি বরফের টুকরো, সেটির নাম কি?
[A] A-48
[B] A-76
[C] B-9
[D] B-31 - নিম্নলিখিত কোনটি বিশ্বের প্রথম অ্যাটলান্টিক মহাসাগর অতিক্রমকারী মানবহীন জাহাজ (unmanned ship)?
[A] Rayflower 400
[B] Payflower 400
[C] Mayflower 400
[D] Sayflower 400 - কোন মহাকাশ সংস্থা প্রথম সম্পূর্ণ ক্রিপ্টো-মুদ্রায় প্রদত্ত lunar payload, “DOGE-1 Mission to the Moon” চালু করেছে?
[A] Boeing
[B] SpaceX
[C] Lockheed Martin
[D] Northhrop Grumman - নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংস্থাটি বিশ্বের প্রথম “2nm process chip” উন্মোচন করেছে?
[A] Accenture
[B] IBM
[C] Intel
[D] Micron
Economy
- ভারতীয় রিসার্ভ ব্যাংক কতৃক বেসরকারী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসারের (CEO) ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা কত ধার্য করা হল?
[A] ৭৫ বছর
[B] ৬২ বছর
[C] ৬৫ বছর
[D] ৭০ বছর - গোল্ডম্যান সাচসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী FY22 সালে ভারতের GDP বৃদ্ধি আনুমানিক কত শতাংশ হতে পারে?
[A] ১০.৭%
[B] ১০.২%
[C] ১০.৫%
[D] ১০.৯% - ইন্ডিয়া রেটিংস এন্ড রিসার্চ (Ind-RA) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী FY22 (2021-2022) সালে ভারতের GDP বৃদ্ধি আনুমানিক কত শতাংশ হতে পারে?
[A] ১০.১%
[B] ১০.২%
[C] ১০.৩%
[D] ১০.৫% - সম্প্রতি জাতিসংঘ দ্বারা প্রকাশিত “World Economic Situation and Prospects” রিপোর্ট অনুসারে ২০২১ সালের জন্য ভারতের সম্ভব্য প্রবৃদ্ধির হার কত?
[A] 6.5%
[B] 6.8%
[C] 7.0%
[D] 7.5% - রিসার্ভ ব্যাংক দ্বারা গঠিত দ্বিতীয় Regulatory Review Authority (RRA 2.0)-র সহায়তার জন্য কতজন সদস্য উপদেষ্টা কমিটিতে উপস্থিত আছেন?
[A] ৩
[B] ৪
[C] ৫
[D] ৬
India’s Rank in Different Indexes
- ২০২০ সালের SIPRI সামরিক ব্যয়ের তথ্যশালায় ভারতের অবস্থান কত তম?
[A] দশম
[B] ষষ্ঠ
[C] চতুর্থ
[D] তৃতীয় - জিও প্ল্যাটফর্মের পাশাপাশি কোন ভারতীয় সংস্থা টাইম ম্যাগাজিনের ১০০ টি প্রভাবশালী সংস্থার তালিকায় প্রথমবার স্থান পেয়েছে?
[A] Byju’s
[B] Swiggy
[C] Big Basket
[D] ReNew Power - ২০২১ সালের এপ্রিল মাসে প্রকাশিত নিম্নলিখিত কোন গবেষণা সংস্থা ২০২১ সালের YouGov এর প্রযুক্তি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে?
[A] মাইক্রোসফ্ট
[B] গুগল
[C] ইনফোসিস
[D] উইপ্রো - সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির অবস্থান কত তম?
[A] ১০ তম
[B] ১১ তম
[C] ১২ তম
[D] ১৩ তম - আর্নস্ট অ্যান্ড ইয়াং গ্লোবাল লিমিটেড দ্বারা প্রকাশিত ২০২১ সালের ৫৭ তম Renewable Energy Country Attractiveness Index (RECAI) সূচকে ভারতের অবস্থান কত তম?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
Sports
- নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২১ সালের জেনেভা ওপেন (টেনিস) জিতেছে?
[A] ক্যাসপার রুড
[B] ডেনিস শাপোলোভ
[C] দিয়েগো শোয়ার্টজম্যান
[D] রিলি ওপেলকা - ভারতে কবে মহিলাদের ফিফা অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
[A] ডিসেম্বর ২০২১
[B] ২০২২ সালের অক্টোবর
[C] আগস্ট ২০২৩
[D] ২০২২ সালের নভেম্বর - কোন ফুটবল ক্লাবটি ২০২০-২১ সালের লা-লিগা (ফুটবল) শিরোপা জিতেছে?
[A] রিয়াল মাদ্রিদ
[B] বার্সেলোনা
[C] অ্যাটলেটিকো মাদ্রিদ
[D] অ্যাথলেটিক বিলবাও - ২০২১ মোনাকো গ্রাঁ প্রি (Monaco Grand Prix) কে জিতেছে?
[A] ম্যাক্স ভার্স্টাপেন
[B] লুইস হ্যামিলটন
[C] কার্লোস সানজ জুনিয়র
[D] এল নরিস - এই প্রথম কোন ফুটবল দলটি চ্যাম্পিয়ন্স লীগে, মহিলা ও পুরুষের দুটি দলই বিজয়ী হয়েছে?
[A] রিয়াল মাদ্রিদ
[B] চেলসি
[C] ম্যান সিটি
[D] বার্সেলোনা - টটেনহ্যাম হটস্পারকে পরাজিত করে নিম্নলিখিত কোন দলটি লন্ডনে আয়োজিত কারাবাও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জিতেছে?
[A] ম্যানচেস্টার সিটি
[B] চেলসি
[C] লিভারপুল
[D] বার্সেলোনা - বার্সেলোনা ওপেনের (টেনিস) ৬৮ তম সংস্করণটি কে জিতেছে?
[A] দানিল মেদভেদেভ
[B] নোভাক জোকোভিচ
[C] রাফায়েল নাদাল
[D] রোজার ফেদেরার - কোভিড -১৯ এর কারণে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারত থেকে কোন দেশে স্থানান্তারিত করা হল?
[A] ইসরায়েল
[B] পাকিস্তান
[C] ইরান
[D] সংযুক্ত আরব আমিরাত - সম্প্রতি থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন। তিনি কোন দেশ খেলোয়াড় ছিলেন?
[A] পাকিস্তান
[B] ইংল্যান্ড
[C] শ্রীলঙ্কা
[D] জিম্বাবুয়ে - পর্তুগিজ গ্রাঁ প্রি ২০২১-এর বিজয়ী হলেন-
[A] ভাল্টেরি ভোটাস
[B] লুইস হ্যামিলটন
[C] সেবাস্তিয়ান ভেটেল
[D] ম্যাক্স ভার্স্টাপেন - স্প্যানিশ গ্রাঁ প্রি ২০২১-এর বিজয়ী হলেন-
[A] জ্যাক মিলার
[B] লুইস হ্যামিলটন
[C] সেবাস্তিয়ান ভেটেল
[D] ফ্রান্সেসকো বাগনাইয়া - আইসিসির ম্যাচ গড়াপেটা করার চেষ্টার কারণে দোষী সাব্যস্ত হওয়ার পর নুয়ান জোয়েসাকে ছয় বছরের জন্য সব ধরণের ক্রিকট থেকে বহিষ্কার করা হল। নুয়ান জোয়েসা কোন দেশের ক্রিকেটার?
[A] শ্রীলঙ্কা
[B] ভারত
[C] বাংলাদেশ
[D] পাকিস্তান - কোন ভারতীয় সাঁতারু তাশখন্দে আয়োজিত উজবেকিস্তান ওপেন চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জাতীয় রেকর্ড তৈরি করলেন?
[A] অঙ্কিত রাউত
[B] প্রত্যুষ শুক্লা
[C] দীনেশ রাওয়াত
[D] শ্রীহরি নটরাজ - সম্প্রতি কোন ভারতীয় জিমন্যাস্ট মহাদেশীয় কোটার মাধ্যমে টোকিও অলিম্পিকের টিকিট অর্জন করলেন?
[A] প্রণতি নায়েক
[B] মণিলা বাতরা
[C] অনামিকা সিং
[D] বর্ণিকা রাউত - আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ‘Believe in Sports’ প্রচারের জন্য নিম্নলিখিত কাকে “ক্রীড়াবিদ দূত” হিসাবে মনোনীত করা হয়েছে?
[A] পি ভি সিন্ধু
[B] অভিনব বিন্দ্রা
[C] সানিয়া মির্জা
[D] মণিকা বাতরা - মিক্সড মার্শাল আর্টস (MMA) এর দীর্ঘ দিনের বিশ্ব চ্যাম্পিয়ন ব্র্যান্ডন ভেরাকে সিংহাসনচ্যুত করে দঙ্গলে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতীয় বংশদ্ভুত হেভিওয়েট মার্শাল আর্টস প্রতিযোগি-
[A] দালিপ সিং রাণা
[B] সৌরভ গুর্জর
[C] আর্জান ভুল্লার
[D] জিন্দার মহল - প্রথমবারের জন্য ঐতিহ্যবাহী FA (ফুটবল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ কাপ) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করল-
[A] ম্যানচেস্টার ইউনাইটেড
[B] লেস্টার সিটি
[C] লিভারপুল
[D] এ সি মিলান - ২০২০-২১ সালের বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদ কে?
[A] নেট দিয়াজ
[B] ফ্লয়েড ‘মানি’ মেওয়েদার
[C] কোনর ম্যাকগ্রেগর
[D] অ্যান্ডারসন সিলভা - ক্রিকেটার হ্যারি ফ্রেডরিক গার্নি খেলা থেকে অবসর নেওয়ার বিষয়টি ঘোষণা করলেন। তিনি কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন?
[A] নিউজিল্যান্ড
[B] অস্ট্রেলিয়া
[C] দক্ষিণ আফ্রিকা
[D] ইংল্যান্ড - দশম ইতালিয়ান ওপেনের (পুরুষ বিভাগ) শিরোপা (10th Italian Open) জিতলেন-
[A] রাফায়েল নাদাল
[B] স্টেফানোস সিতসিপাস
[C] মাত্তিও বেরেট্টিনি
[D] ফ্যাবিও ফাগনিনি - তেজস্বিনী শঙ্কর নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত?
[A] বক্সিং
[B] কুস্তি
[C] তীরন্দাজ
[D] হাই জাম্প - দশম ইতালিয়ান ওপেনের (মহিলা বিভাগ) শিরোপা (10th Italian Open) জিতলেন-
[A] ক্যারোলিনা প্লিসকোভা
[B] ইগা সোয়েটেক
[C] সিমোনা হালেপ
[D] নাওমি ওসাকা - ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণের ঘোষণা করলেন ___________-এর উইকেট কিপার ব্যাটসম্যান বি জে ওয়াটলিং।
[A] নিউজিল্যান্ড
[B] ইংল্যান্ড
[C] দক্ষিণ আফ্রিকা
[D] অস্ট্রেলিয়া - মহামারীর কারণে আক্রান্ত দাবা সম্প্রদায়ের সহায়তা করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রকল্পটি সর্বভারতীয় দাবা ফেডারেশন চালু করেছে?
[A] Checkmate Initiative
[B] Capture the fight Initiative
[C] Closed Game Initiative
[D] Checkmate Covid Initiative
Books & Authors
- “7 Lessons from Everest Expedition Learning from Life and Business” শীর্ষক নতুন বইটির নিম্নলিখিতগুলির অধ্যে কে রচনা করেছে?
[A] পঙ্কজ মাথুর
[B] অমিত প্রকাশ
[C] সুন্দর প্যাটেল
[D] আদিত্য গুপ্ত - “সচ কহুন তো” (Sach Kahun Toh) নিম্নলিখিত কোন বলিউড অভিনেত্রীর আত্মজীবনী?
[A] জুহি চাওলা
[B] মাধুরী দীক্ষিত
[C] আয়েশা ঝুলকা
[D] নীনা গুপ্ত - ‘India and Asian Geopolitics: The Past, Present’ শীর্ষক বইটি __________ দ্বারা রচিত।
[A] ব্রিজেশ কুমার পাঠক
[B] চিরশ্রী বোস
[C] কপিল রাজ
[D] শিবশঙ্কর মেনন - “নেহেরু, তিব্বত ও চীন” গ্রন্থটির রচয়িতা নিম্নলিখিতগুলির মধ্যে কে?
[A] টি সতীশ
[B] অর্পিত অগ্রওয়াল
[C] অবতার সিং ভাসিন
[D] শান্তনু মুন্সী - “Whereabouts” নামক উপন্যাসটির লেখকের নাম কী?
[A] ঝুম্পা লাহিড়ী
[B] রসকিন বন্ড
[C] সালমান রুশদী
[D] অমিতাভ ঘোষ - “Climate Change Explained – for one and all” নামক ই-বুকটির লেখক কে?
[A] অরুণ কৃষ্ণমূর্তি
[B] আকাশ রানিসন
[C] মাইক পান্ডে
[D] দিলীপ কে বিশ্বাস - “The Living Mountain: A Fable for Our Times” শীর্ষক বইটি কে রচনা করেছেন?
[A] অমিতাভ ঘোষ
[B] ঝুম্পা লাহিড়ী
[C] অরুন্ধতী রায়
[D] সালমান রুশদী - “লাইফ ইন ক্লক টাওয়ার ভ্যালি” বইটির লেখকের নাম কি?
[A] আভালোক ল্যাঙ্গার
[B] মেঘনা পান্ত
[C] শাকুর রাথের
[D] নিধি দুগার কুণ্ডলিয়া - Bengal 2021, An Election Diary নামক বইটির লেখক কে?
[A] দীপ হালদার
[B] স্বপন দাশ গুপ্ত
[C] বর্খা দত্ত
[D] অভীক সরকার
Important Days and Themes
- আয়ুষ্মান ভারত দিবসের ২০২১ (৩০ এপ্রিল) থিম কোনটি?
[A] Seva Bhi, Rozgar Bhi
[B] Atamnirbharta ke liye
[C] Vyapar bhi Rozgar Bhi
[D] Uttam Upchar keliye - আন্তর্জাতিক চেরনোবিল বিপর্যয় স্মরণ দিবস (International Chernobyl Disaster Remembrance Day) পালিত হয়-
[A] এপ্রিল ২২
[B] এপ্রিল ২৩
[C] এপ্রিল ২৪
[D] এপ্রিল ২৫ - বছরের কোন দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে উদযাপিত হয়?
[A] ২৩ এপ্রিল
[B] ২৪ এপ্রিল
[C] ২৫ এপ্রিল
[D] ২৬ এপ্রিল - প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়-
[A] ২২ এপ্রিল
[B] ২৩ এপ্রিল
[C] ২৪ এপ্রিল
[D] ২৫ এপ্রিল - বিশ্ব মেধা সম্পদ দিবস (World Intellectual Property Day) প্রতি বছর কোন দিন পালিত হয়?
[A] ২৪ এপ্রিল
[B] ২৫ এপ্রিল
[C] ২৬ শে এপ্রিল
[D] ২৭ শে এপ্রিল - কোন দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়?
[A] ৩০ এপ্রিল
[B] ২৯ এপ্রিল
[C] ২ মে
[D] ১ মে - বিশ্ব হাসি দিবস কবে পালন করা হয়?
[A] ৩০ শে এপ্রিল
[B] ১ লা মে
[C] মে মাসের প্রথম শনিবার
[D] মে মাসের প্রথম রবিবার - ২০২১ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (World Press Freedom Day) থিম কোনটি?
[A] Journalism Without fear or favour
[B] Information as a Public Good
[C] Media for Democracy
[D] Keeping power in check - আন্তর্জাতিক দমকলকর্মী দিবসটি (International Firefighters Day) কোন দিন পালন করা হয়?
[A] ৪ মে
[B] ২ মে
[C] ৫ মে
[D] ৬ মে - প্রতি বছর আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালন করা হয়?
[A] ৩০ মে
[B] ২৯ মে
[C] ২৮ মে
[D] ২৬ মে - অ্যামনেস্টি আন্তর্জাতিক দিবসটি কবে পালন করা হয়?
[A] ৩১ মে
[B] ৩০ মে
[C] ২৯ মে
[D] ২৮ মে - বিশ্ব ক্ষুধা দিবস (World Hunger Day) কবে পালন করা হয়?
[A] ২৫ মে
[B] ২৮ মে
[C] ২৬ মে
[D] ২৭ মে - ভারতে, কমনওয়েলথ দিবসটি কবে উদযাপিত হয়?
[A] ২৩ মে
[B] ২৪ মে
[C] ২৫ মে
[D] ২৬ মে - বিশ্ব থাইরয়েড দিবস প্রতি বছর কবে বিশ্বব্যাপী পালন করা হয়?
[A] ২৫ মে
[B] ২৪ মে
[C] ২৩ মে
[D] ২২ মে - আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালিত হয়?
[A] ১৮ মে
[B] ১৯ মে
[C] ১৫ মে
[D] ১৬ মে - বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস (HIV ভ্যাকসিন সচেতনতা দিবস নামেও পরিচিত), প্রতি বছর কোন দিন পালন করা হয়?
[A] ১৬ মে
[B] ১৭ মে
[C] ১৮ মে
[D] ১৯ মে - আন্তর্জাতিক চা দিবস ভারতের সুপারিশ অনুসারে ___________ বিশ্বব্যাপী পালন করা হয়।
[A] ১৭ মে
[B] ১৯ মে
[C] ২০ মে
[D] ২১ মে - জাতীয় সন্ত্রাসবিরোধী দিবসটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ___________ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ শে মে পালিত হয়।
[A] ইন্দিরা গান্ধী
[B] জওহরলাল নেহেরু
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] রাজীব গান্ধী - ২০২১ সালের বিশ্ব পরিযায়ী পাখি দিবসের থিম কোনটি?
[A] Sing, Fly, Soar – Like a Bird
[B] Birds Connect Our World
[C] Protect Birds: Be the Solution to Plastic Pollution!
[D] Their Future is Our Future – A Healthy Planet for Migratory Birds and People - জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day) পালিত হয়-
[A] ৮ মে
[B] ৯ মে
[C] ১০ মে
[D] ১১ মে - বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস প্রতি বছর __________ পালন করা হয়।
[A] ৬ মে
[B] ৭ মে
[C] ৮ মে
[D] ৯ মে
Obituary
- সম্প্রতি প্রয়াত হলেন এইচ এস ডোরেস্বামী করেছেন। তিনি একজন _________ ছিলেন।
[A] অভিনেতা
[B] রাজনীতিবিদ
[C] মুক্তিযোদ্ধা
[D] ফুটবলার - সম্প্রতি প্রয়াত হলেন চীনা বিজ্ঞানী ইউয়ান লংপিং। তিনি নিম্নলিখিত কোনটির বিকাশের জন্য প্রখ্যাত ছিলেন?
[A] হাইব্রিড তৈলবীজ
[B] হাইব্রিড গম
[C] হাইব্রিড সুতি
[D] হাইব্রিড ধান - সম্প্রতি প্রয়াত দ্রোণাচার্য পুরষ্কার প্রাপ্ত ও পি ভরদ্বাজ নিম্নলিখিত কোন খেলাটির সাথে যুক্ত ছিলেন?
[A] হকি
[B] ব্যাডমিন্টন
[C] বক্সিং
[D] কবাডি - সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুনা একজন বিশিষ্ট ________ ছিলেন।
[A] রাজনীতিবিদ
[B] বেহালাবাদক
[C] শাস্ত্রীয় কণ্ঠশিল্পী
[D] পরিবেশবিদ - সম্প্রতি প্রয়াত মনোজ দাস একজন বিখ্যাত ইংরেজী এবং ______ ভাষার সাহিত্যিক ছিলেন।
[A] ওড়িয়া
[B] বাঙালি
[C] হিন্দি
[D] মারাঠি - কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত হলেন রোহিত সরদানা। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?
[A] অভিনয়
[B] ক্রিকেট
[C] সাংবাদিকতা
[D] রাজনীতি - সম্প্রতি প্রয়াত প্রখ্যাত ব্যক্তিত্ব জগদীশ খট্টর নিম্নলিখিত কোন যান প্রস্তুতকারক সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন?
[A] টয়োটা
[B] মারুতি সুজুকি
[C] মাহিন্দ্রা এবং মাহিন্দ্রা
[D] টাটা মোটরস - সম্প্রতি প্রয়াত পদ্মভূষণ পুরষ্কারপ্রাপ্ত রাজন মিশ্র একজন অভিজ্ঞ ______ ছিলেন।
[A] শাস্ত্রীয় নৃত্যশিল্পী
[B] রাজনীতিবিদ
[C] সাংবাদিক
[D] শাস্ত্রীয় গায়ক - সম্প্রতি প্রয়াত পারুল দেবী দাস কোন রাজ্যের প্রথম মহিলা IAS অফিসার ছিলেন?
[A] উড়িষ্যা
[B] তেলঙ্গানা
[C] আসাম
[D] বিহার - সম্প্রতি প্রয়াত সাহিত্য আকাদেমি পুরষ্কারপ্রাপ্ত রায়ঙ্গালা শ্রী কৃষ্ণ রাজা নারায়ণ পেরুমাল রামানুজাম কোন ভাষার লেখক ও ঔপন্যাসিক ছিলেন?
[A] কান্নাডা
[B] মালায়ালাম
[C] তামিল
[D] তেলেগু - বিখ্যাত তামিল লেখক কি রাজনারায়ণন ২০২১ সালের মে মাসে প্রয়াত হন। নিম্নোক্ত কোন উপন্যাসেটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরষ্কার পেয়েছিলেন?
[A] Parthiban Kanavu
[B] Mannan Magal
[C] Gopalapurathu Makkal
[D] Venmurasu - সম্প্রতি প্রয়াত এম এস নরসিমহান নিম্নোক্ত কোন ক্ষেত্রটির সাথে যুক্ত ছিলেন?
[A] নভোচারী
[B] সামাজিক কর্মী
[C] কৃষি বিজ্ঞানী
[D] গণিতবিদ - ২০২১ সালের মে মাসে প্রয়াত ভেনুগোপাল চন্দ্রশেখর নিম্নলিখিত কোন ক্ষেত্রটির সাথে যুক্ত ছিলেন?
[A] ব্যাডমিন্টন
[B] টেবিল টেনিস
[C] পোলো
[D] ক্রিকেট - সম্প্রতি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং নিম্নলিখিত কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন?
[A] জনতা পার্টি
[B] কংগ্রেস
[C] সমাজবাদী পার্টি
[D] রাষ্ট্রীয় লোক দল - সম্প্রতি প্রয়াত মহাত্মা গান্ধীর প্রাক্তন ব্যক্তিগত সচিবের নাম কি?
[A] হেমু কালানী
[B] বীর টিকেন্দ্রজিৎ সিং
[C] ভি কল্যাণম
[D] সুধীর বাবু বসু
Static GK based on Current Affairs
- ফিফার সভাপতি: জিয়ানি ইনফ্যান্টিনো; প্রতিষ্ঠিত: ২১ মে ১৯০৪।
- অ্যামাজন সদর দফতর: সিয়াটল, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র; প্রতিষ্ঠিত: ৫ জুলাই ১৯৯৪।
- সিরিয়া রাজধানী: দামাস্কাস; মুদ্রা: সিরিয়ান পাউন্ড
- ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন সদর দফতর: কুয়ালালামপুর, মালয়েশিয়া;
- আন্তর্জাতিক হকি ফেডারেশন সদর দফতর: লসেন, সুইজারল্যান্ড।
- ভারতীয় স্টেট ব্যাংক চেয়ারপারসন: দীনেশ কুমার খারা; এসবিআই সদর দফতর: মুম্বই; এসবিআই প্রতিষ্ঠিত: ১ জুলাই ১৯৫৫।
- বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দফতর: জেনেভা, সুইজারল্যান্ড:
- আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদর দফতর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল: রকেশ কুমার সিং ভদৌরিয়া; ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠিত: ৮ অক্টোবর ১৯৩২।
- মাউন্ট এভারেস্টের নেপালি নাম: সাগরমাথা; তিব্বতের নাম: চোমালুংমা
- নেপালের প্রধানমন্ত্রী: কেপি শর্মা অলি; রাষ্ট্রপতি: বিদ্যা দেবী ভান্ডারী; নেপালের রাজধানী: কাঠমান্ডু; মুদ্রা: নেপালি রুপী।
- মালদ্বীপের রাজধানী: মালে; মালদ্বীপের মুদ্রা: মালদ্বীপ রুফিয়া।
- আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী: শ্রীপদ ইয়েসো নায়েক।
- উত্তরাখণ্ডের রাজ্যপাল: বেবি রানী মৌর্য
- ইকুয়েডর রাজধানী: কুইটো; ইকুয়েডর মুদ্রা: মার্কিন যুক্তরাষ্ট্র ডলার
- আইএমএফ সদর দফতর: ওয়াশিংটন, ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র; আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান: ক্রিস্টালিনা জর্জিভা।
- ইস্রায়েলের রাজধানী: জেরুজালেম; ইস্রায়েল মুদ্রা: ইস্রায়েলি শেকেল।
- উপজাতি বিষয়ক মন্ত্রী: অর্জুন মুন্ডা।
- নীতি আইয়োগ গঠন: ১ জানুয়ারী ২০১৫; নীতি আইয়োগ সদর দফতর: নয়াদিল্লি; নিতি আইয়োগ চেয়ারপারসন: নরেন্দ্র মোদী।
- ডিআরডিও চেয়ারম্যান: ডাঃ জি সত্যেশ রেড্ডি; সদর দফতর: নয়াদিল্লি; প্রতিষ্ঠিত: ১৯৫৮।
- সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দফতর: নয়াদিল্লি; প্রতিষ্ঠিত: ১ এপ্রিল ১৯৬৩।
- এশীয় উন্নয়ন ব্যাংকের (Asian Development Bank) সদর দফতর ফিলিপিন্সের Mandaluyong-এ অবস্থিত; প্রতিষ্ঠিত: ১৯ ডিসেম্বর ১৯৬৬।
- ইউনিসেফের সদর দফতর: নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র।
- আরবিআইয়ের ২৫ তম গভর্নর: শক্তিত্তান্ত দাস; সদর দফতর: মুম্বই; প্রতিষ্ঠিত: ১ এপ্রিল ১৯৩৫, কলকাতা
- ফ্রান্স – রাজধানী: প্যারিস; মুদ্রা – ইউরো; রাষ্ট্রপতি – এমমানুয়েল ম্যাক্রন; প্রধানমন্ত্রী – জিন ক্যাসেক্স; জাতীয় ক্রীড়া – ফুটবল
- সিকিমের মুখ্যমন্ত্রী: পি এস গোলে; সিকিমের রাজ্যপাল: গঙ্গা প্রসাদ।
- কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (EPF) সদর দফতর – নয়াদিল্লি
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত- ১৯৫৫; সদর দফতর- মুম্বই
- সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা- দিরহাম; রাজধানী- আবুধাবি
- এশিয়ান বক্সিং কাউন্সিলের সদর দফতর – ব্যাংকক
- সিঙ্গাপুরের মুদ্রা- ডলার
- PayTM সংস্থার সদর দফতর- নয়ডা
- ইউনেস্কো সদর দফতর- প্যারিস
- Indian Renewable Energy Development Agency Ltd (IREDA) সদর দফতরটি নয়াদিল্লীতে অবস্থিত।
- জায়েদ বুক অ্যাওয়ার্ড আরব বিশ্বের নোবেল পুরস্কার হিসাবে পরিচিত।
- ভারতীয় ধান গবেষণা কেন্দ্রের সদর দফতরঃ হায়দরাবাদ, তেলঙ্গানা
- জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) গঠিত: ১২ অক্টোবর ১৯৯৩; সদর দফতর: নয়াদিল্লি।
- এক্সিস ব্যাংক সদর দফতর: মুম্বই; প্রতিষ্ঠিত: ১৯৯৩
- DRDO চেয়ারম্যান: ডঃ জি সতিশ রেড্ডি; সদর দফতর: নয়াদিল্লি; প্রতিষ্ঠিত: ১৯৫৮।
- ইন্দোনেশিয়ার রাজধানী: জাকার্তা; মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়াহ।
- ভারতীয় নৌ বাহিনীর প্রধান (Chief of Naval Staff): অ্যাডমিরাল করম্বীর সিং।
- প্রতিরক্ষা মন্ত্রকের সমন্বিত সদর দফতর (নৌবাহিনী): নয়াদিল্লি।
- মাউন্ট এভারেস্টের নেপালি নাম: সাগরমাথা; তিব্বতের নাম: চোমোলংমা।
- ইস্রায়েলের রাজধানী জেরুসালেম এবং ইস্রায়েলের মুদ্রা শেকেল।
- বেঞ্জামিন নেতানিয়াহু ইস্রায়েলের প্রধানমন্ত্রী।
- স্ট্র্যাটোলাঞ্চ সদর দফতর: মোজাভে, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
- অসম রাজ্যপাল: জগদীশ মুখী
- ২০১৯ সালে জল জীবন মিশন প্রোগ্রাম ঘোষণা করা হয়েছিল।
- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী: জেসিন্ডা আর্ডার্ন; রাজধানী: ওয়েলিংটন; মুদ্রা: নিউজিল্যান্ড ডলার
- আইসিসির চেয়ারম্যান: গ্রেগ বার্কলে; আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা: মনু সাভনি। সদর দফতর: দুবাই, সংযুক্ত আরব আমির…
- নাইট ফ্র্যাঙ্ক সদর দফতর- লন্ডন।
- কেয়ার রেটিং সদর দফতর: মুম্বই, মহারাষ্ট্র।
- জাতিসংঘ সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- আন্তোনিয়ো গুতেরেস জাতিসংঘের বর্তমান সেক্রেটারি-জেনারেল।
- ভারতীয় রিসার্ভ ব্যাংকের ২৫ তম গভর্নর: শক্তিকান্ত দাস; সদর দফতর: মুম্বই; প্রতিষ্ঠিত: ১ এপ্রিল ১৯৩৫, কলকাতা।
- রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদর দফতর: জেনেভা, সুইজারল্যান্ড।
- স্যামসাং এর সদর দফতর- সিওল (দক্ষিণ কোরিয়া)
- আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশনের সদর দপ্তর- ওয়াশিংটন
- উইপ্রো সদর দপ্তর- বেঙ্গালুরু
- অ্যাপল সদর দফতর- ক্যালিফোর্নিয়া
- ভুটানের মুদ্রা- গুলট্রাম
- নিউ ইন্ডিয়া এসিওরেন্স কোম্পানি লিমিটেড সদর দপ্তর- মুম্বাই
- নরওয়ের রাজধানী- অসলো
- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) সদর দফতর – ব্রাসেলস (বেলজিয়াম)
- ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) প্রতিষ্ঠিত- ২০০০; সদর দফতর- নয়াদিল্লি।
- NBA প্রতিষ্ঠিত: ৬ জুন ১৯৪৬; সদর দফতর: নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
- নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী: নীফিউ রিও; নাগাল্যান্ডের রাজ্যপাল: আর এন রবি
- ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর: রোম, ইতালি।
- খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর: রোম, ইতালি।
- নাবার্ড সদর দফতর: মুম্বই
- কেনিয়া রাজধানী: নাইরোবি; কেনিয়া মুদ্রা: কেনিয়ান শিলিং।
- তিব্বত রাজধানী: লাসা; তিব্বত মুদ্রা: রেনমিনবি।
- পুডুচেরির মুখ্যমন্ত্রী: এন রঙ্গস্বামী।
- ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী: হেমন্ত সোরেন; রাজ্যপাল: শ্রীমতী দ্রৌপদী মুর্মু।
- কর্ণাটকের মুখ্যমন্ত্রী: বি এস ইয়েদুরাপ্পা
- ভারত আবহাওয়া বিভাগের সদর দফতর: মৌসাম ভবন, লোধি রোড, নয়াদিল্লি; প্রতিষ্ঠিত: ১৮৭৫।
- হরিয়ানার মুখ্যমন্ত্রী – মনোহর লাল খট্টর
- শ্রীলঙ্কা রাজধানী – শ্রী জয়বর্ধনপুর কোট্টে (প্রশাসনিক রাজধানী), কলম্বো (বাণিজ্যিক রাজধানী); মুদ্রা – শ্রীলঙ্কার রুপী।
- নৌ বাহিনী প্রধান (Chief of the Naval Staff): অ্যাডমিরাল করম্বীর সিং।
Bengali Current Affairs PDF Download: May 2021 Link Below
Read More:
- Bengali Current Affairs PDF: June 2021
- Bengali Current Affairs PDF: May 2021
- Bengali Current Affairs PDF: April 2021
- Bengali Current Affairs PDF: March 2021
- Bengali Current Affairs PDF: February 2021
- Bengali Current Affairs PDF: January 2021
- Bengali Current Affairs India Yearbook 2021 Free PDF Download
- Bengali Current Affairs PDF: December 2020
- Bengali Current Affairs PDF: November 2020
- Bengali Current Affairs PDF: October 2020
- Bengali Current Affairs PDF: September 2020
- Bengali Current Affairs PDF: August 2020
Sharing is caring and enable us to work even more dedicated
Sources: The Hindu, Press Information Bureau, Anandabazaar Patrika
এপ্রিল ২০২১ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সঃ Click Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক ২০২১ (জানুয়ারী-ডিসেম্বর ২০২০) Click Here
Next Post: বিগত ৬ মাসের (জান-জুন ২০২১) কারেন্ট অ্যাফেয়ার্স