- 267Shares
Monthly Bengali Current Affairs GK PDF Download: June 2020
Here are the most important Monthly Bengali Current Affairs GK PDF Download: June 2020 for WBCS 2020-21, RRB NTPC 2019-20, SSC CHSL 2019-20.
This PDF contains all important Monthly Current affairs of June 2020 in the Bengali Language for the students of West Bengal.
Monthly Bengali Current Affairs GK PDF Download: June 2020 will be beneficial for upcoming competitive exams like WBCS, PSC Miscellaneous, SSC, and other exams.
Monthly Bengali Current Affairs PDF Download: June 2020 download link is available at the end of the post.
Bengali Current Affairs GK PDF Download: June 2020
Awards & Honors
- “The Great Indian Tee and Snakes” নামক ছোট গল্পটির জন্য কোন ভারতীয় লেখক 2020 কমনওয়েলথের (এশিয়া) শর্ট স্টোরি প্রাইজ জিতেছেন?
[A] বর্ষা আদালজা
[B] মীনা আলেকজান্ডার
[C] কৃতিকা পান্ডে
[D] স্মিতা আগরওয়াল
- ২০২০ রিচার্ড ডকিনস পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
[A] গুলজার
[B] প্রসূন জোশী
[C] জাভেদ আখতার
[D] কাইফি আজমি
- সম্প্রতি কাকে “নাসা বিশিষ্ট জনসেবা পদক” (NASA Distinguished Public Service Medal) দিয়ে সম্মানিত করেছে?
[A] রাজীব কুমার
[B] ভি কে পল
[C] সি কে নাইডু
[D] রেনজিথ কুমার
- শোভা শেখর যিনি “অর্ডার অফ অস্ট্রেলিয়া” পদক পেয়েছেন তিনি একজন বিশিষ্ট _______।
[A] অভিনেতা
[B] আইনজীবী
[C] ব্যাঙ্কার
[D] সংগীতশিল্পী
- 2020 সালের “World Food Prize Laureate” সম্মানে সম্মানিত হলেন-
[A] রতন লাল
[B] নিশান্ত কে সিনহা
[C] আশা সাহু
[D] জে.কে.ঠাকুর
- 2020 সালে কোন ভারতীয় মোনাকো ফাউন্ডেশনের প্রিন্স অ্যালবার্ট II এর উপস্থাপিত বায়োডাইভারসিটি অ্যাওয়ার্ড জিতেছে?
[A] কুতুম ফাউন্ডেশন
[B] ডেকান ডেভলপমেন্ট সোসাইটি
[C] স্ব-কর্মসংস্থান মহিলা সমিতি
[D] সফলতা সোশ্যাল সোসাইটি
- ২০২০ সালে German Book Trade শান্তি পুরষ্কার জিতেছে-
[A] অমর্ত্য সেন
[B] শোভন নরসিংহ
[C] সংগীত এন ভাটিয়া
[D] জগদীশ ভগবতী
- কে কে শৈলজা, যাকে জাতিসংঘের দ্বারা জনসেবা দিবসে সম্মানিত করা হয়েছিল, তিনি কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী?
[A] তামিলনাড়ু
[B] কেরাল
[C] উত্তরপ্রদেশ
[D] আসাম
- BCCI কোন ক্রিকেটারকে রাজীব গান্ধী খেলা রত্ন পুরষ্কার ২০২০ এর জন্য মনোনীত করেছে?
[A] বিরাট কোহলি
[B] রোহিত শর্মা
[C] শিখর ধাওয়ান
[D] রবীন্দ্র জাদেজা
- ২০২০ সালের ফোর্বস মাগাজিন অনুযায়ী বিশ্বের Highest Paid সেলিব্রিটিদের তালিকার একমাত্র ভারতীয় কে?
[A] সালমান খান
[B] অমিতাভ বচ্চন
[C] অক্ষয় কুমার
[D] শাহরুখ খান
- নিম্নলিখিত কাকে ২০২০ সালের “মেডেল অফ দি অর্ডার অফ অস্ট্রেলিয়া” সম্মানে ভূষিত করা হল?
[A] কৌশিকী চক্রবর্তী
[B] শশীকলা দানি
[C] গায়ত্রী শঙ্করন
[D] শোভা শেখর
- ২০২০ সালের ‘রাজীব গান্ধী খেলা রত্ন’ পুরষ্কারের জন্য মনোনীত হিমা দাস কোন রাজ্যের অধিবাসী?
[A] অরুণাচল প্রদেশ
[B] আসাম
[C] নাগাল্যান্ড
[D] হিমাচল প্রদেশ
Recent Appointments
- Insolvency and Bankruptcy Board of India (IBBI) এর পরিষেবা প্রদানকারী পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন-
[A] পি আর রমেশ
[B] টি ভি মোহনদাস পাই
[C] শ্রীকৃষ্ণ কুলকার্নি
[D] বিনয় জে.কট্টাদিল
- Confederation of Indian Industry (CII) এর নবনিযুক্ত প্রেসিডেন্ট হলেন-
[A] বিক্রম কিরলস্কর
[B] উদয় কোটাক
[C] সঙ্গীতা রেড্ডি
[D] সঞ্জীব মেহতা
- সম্প্রতি বিশ্বব্যাংকের সিনিয়র উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন ভারতের_________।
[A] ব্রজেন্দ্র নবনীত
[B] রবি কোটা
[C] লেখন ঠক্কর
[D] রাজীব তোপনো
- ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (BAFTA) চেয়ারপার্সন পদে মনোনীত হলেন-
[A] কৃষ্ণেন্দু মজুমদার
[B] পিপ্পা হ্যারিস
[C] প্রবীণ সাতারু
[D] ডেভিড বুরেট
- বিহার খাদির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন-
[A] সাতরুঘান সিনহা
[B] মনোজ বাজপেয়ী
[C] সঞ্জয় মিশ্র
[D] পঙ্কজ ত্রিপাঠি
West Bengal Current Affairs June 2020
- নিম্নলিখিত কোন রাজ্যকে কোভিড -19 মোকাবেলার উদ্দেশ্যে বিশ্বব্যাংক 1950 কোটি টাকা অনুমোদন করেছে?
[A] পাঞ্জাব
[B] মহারাষ্ট্র
[C] পশ্চিমবঙ্গ
[D] অরুণাচল প্রদেশ
- জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন ব্যাংক (NABARD) চলতি অর্থবছরে কোন রাজ্যেকে ১,০৫০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে?
[A] উত্তর প্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] কর্ণাটক
[D] গুজরাট
- রাজ্যে ফিরে আসা IT পেশাদারদের জন্য কোন রাজ্য ‘কর্মভূমি’ নামক একটি কর্ম পোর্টাল চালু করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] ওড়িশা
[C] পশ্চিমবঙ্গ
[D] গুজরাট
India’s rank in different indexes
- StartupBlink এর “Countries Global Ranking of Startup Ecosystem 2020” রিপোর্ট অনুযায়ী ভারতের অবস্থান কত তম? (প্রথম- মার্কিন যুক্তরাষ্ট্র)
[A] 23
[B] 17
[C] 6
[D] 35
- FSSAI দ্বারা প্রকাশিত 2019-20-এর কোন রাজ্য (বৃহত্তর রাজ্যগুলির মধ্যে) খাদ্য সুরক্ষা সূচকে শীর্ষে অবস্থান করছে?
[A] তামিলনাড়ু
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] গুজরাট
- Environment Performance Index (EPI) 2020 তে ভারতের অবস্থান কত তম?
[A] 168
[B] 175
[C] 129
[D] 87
- FDI-এর বৃহত্তম প্রাপক হিসাবে “World Investment Report 2020” অনুযায়ী ভারতের অবস্থান কত তম?
[A] 7
[B] 8
[C] 9
[D] 6
- ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (IMD) দ্বারা প্রস্তুত বিশ্ব প্রতিযোগিতা সূচক ২০২০ এর 32 তম সংস্করণে কোন দেশ শীর্ষ স্থান অর্জন করেছে? (ভারত – ৪৩ তম)
[A] আইসল্যান্ড
[B] মরক্কো
[C] সুইজারল্যান্ড
[D] সিঙ্গাপুর
- World Justice Project (WJP) Rule of Law Index 2020 তে ভারতের অবস্থান কত তম?
[A] 52
[B] 69
[C] 75
[D] 82
- ২০১৭ সালের Purchasing Power Parity (PPP) ভিত্তিক বৃহত্তম অর্থনীতির দেশগুলির তালিকায় ভারতের স্থান কত তম? (শীর্ষস্থান- চীন)
[A] 1st
[B] 3rd
[C] 2nd
[D] 5th
- ২০২০ সালের Time Higher Education (THE) এশিয়া বিশ্ববিদ্যালয় তালিকায় নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটি শীর্ষে রয়েছে?
[A] National University of Singapore
[B] Peking University
[C] Tsinghua University
[D] Indian Institute of Science, Bengaluru
- 2020 সালের World Competitiveness Index-এ ভারতের অবস্থান কত তম?
[A] 71st
[B] 23rd
[C] 43rd
[D] 56th
Books and Authors June 2020 Current Affairs
- ‘Lockdown Liaisons’ শীর্ষক বইটি কে রচনা করেছেন?
[A] সুধা মুর্তি
[B] অরুন্ধতী রায়
[C] অনিতা দেশাই
[D] শোভা দে
- ‘Klara and the Sun’ শীর্ষক গ্রন্থটি কে রচনা করেছেন?
[A] কাজুও ইশিগুরো
[B] বব ডিলান
[C] অ্যালিস মুনরো
[D] পিটার হ্যান্ডকে
- ‘A Burning’ নামক উপন্যাসটি কে রচনা করেছেন?
[A] মির্জা ওয়াহেদ
[B] নিকিতা লালওয়ানি
[C] সুজাতা গিডলা
[D] মেঘা মজুমদার
- আচার্য মহাপ্রজ্ঞার সাথে “দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য নেশন” শীর্ষক বইটি কে রচনা করেছিলেন?
[A] ভিপি সিং
[B] মনমোহন সিং
[C] প্রণব মুখার্জি
[D] এ পি জে আব্দুল কালাম
- Legend of Suheldev: The King Who Saved India” শীর্ষক বইটি কে রচনা করেছিলেন?
[A] দুর্জয় দত্ত
[B] কিরণ দেশাই
[C] অমিশ ত্রিপাঠি
[D] বিনিত গোয়েঙ্কা
- “The Dry Fasting Miracle: From Deprive to Thrive বইটির লেখক কে?
[A] Rujuta Diwekar
[B] Pooja Makhija
[C] Vishal Gondal
[D] Luke Coutinho
- Naoroji: Pioneer of Indian Nationalism বইটির লেখক কে?
[A] Dinyar Patel
[B] Chitra Divakaruni
[C] Ranjit Kaur
[D] Namrata Verghese
Indian Economy Current Affairs of June 2020
- Moody রিপোর্ট অনুসারে 2020 সালে ভারতের GDP সংকোচনের পরিমাণটি কী হবে?
[A] 4.5%
[B] 4%
[C] 1%
[D] 5%
- Moody রিপোর্ট অনুসারে একমাত্র কোন G-20 দেশে 2020 সালে অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষ করা যাবে?
[A] দক্ষিণ কোরিয়া
[B] জাপান
[C] সৌদি আরব
[D] চীন
- ইন্ডিয়া রেটিং এবং রিসার্চ অনুসারে FY21 এ ভারতের GDP কত হবে?
[A] -3.1%
[B] -4.7%
[C] -3.9%
[D] -5.3%
- ২০২০ সালের এপ্রিলের শেষে ভারত মার্কিন সরকারের সিকিওরিটির দ্বাদশতম বৃহত্তম ধারক। US মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট অনুসারে কোন দেশ মার্কিন সরকার সিকিওরিটির বৃহত্তম ধারক?
[A] ইউকে
[B] আয়ারল্যান্ড
[C] চীন
[D] জাপান
- International Monetary Fund (IMF) অনুমান অনুসারে ২০২০ সালে ভারতের GDP কত হবে?
[A] -4.9%
[B] -5.3%
[C] -3.2%
[D] -4.5%
- যাধু হোল্ডিংসের মাধ্যমে জিও প্ল্যাটফর্মে 9.9% শেয়ার অর্জন করতে চলেছে কোন সংস্থা?
[A] আমাজন
[B] ফেসবুক
[C] ইন্টেল
[D] গুগলের
- মার্সারের ‘2020 কস্ট অফ লিভিং রিপোর্ট’ অনুসারে, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
[A] নয়াদিল্লি
[B] চেন্নাই
[C] বেঙ্গালুরু
[D] মুম্বই
Science and Technology Bengali Current Affairs PDF Download of June 2020
- মহাকাশে নভোচারী প্রেরণকারী প্রথম বেসরকারী সংস্থা নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি?
[A] AirLaunch
[B] SpaceX
[C] KinetX
[D] Blue Origin
- ঐতিহাসিক জীববিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে নিচের কোনটি পৃথিবীর প্রাচীনতম ভূমি প্রাণী?
[A] Kampecaris obanensis
[B] Aldabrachelys gigantean
[C] Sebastes aleutianus
[D] Somniosus microcephalus
- টেক-সক্ষমিত স্মার্ট স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা মোতায়েনকারী ভারতের প্রথম বিমানবন্দরটি কোনটি?
[A] দেবী অহল্যা বাই হলকর বিমানবন্দর
[B] কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দর
[C] চন্দ্রপুর গ্রিনফিল্ড বিমানবন্দর
[D] কুশোক বকুলা রিম্পোচি বিমানবন্দর
- BeiDou Navigation Satellite System (BDS) শেষ স্যাটেলাইটটি সম্প্রতি চালু হল। BDS কোন দেশের স্যাটেলাইট?
[A] জাপান
[B] চীন
[C] তিব্বত
[D] দক্ষিণ কোরিয়া
- গুগল এমন কোন অ্যাপ্লিকেশন চালু করেছে যা সংযোজনিত বাস্তবতা (augmented reality) ব্যবহার করে মানুষকে বাস্তব জীবনে দূরত্ব বজায় রাখতে সহায়তা করবে?
[A] Nodar
[B] Radar
[C] Sodar
[D] Modar
- SpaceX-এর কোন দুটি মহাকাশযান নাসার দুটি নভোচারী নিয়ে সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটির সাথে ডক করা হয়েছে?
[A] Falcon 9
[B] Dragon
[C] Starship
[D] Arabsat
- নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের প্রথম নির্মাণ বিভাগ (Construction Sector) যেটি সম্প্রতি সম্পূর্ণরূপে ডিজিটাল করা হল?
[A] Larsen & Toubro
[B] Reliance Infrastructure Limited
[C] Hindustan Construction Company
[D] National Highway Authority of India
Sports Bengali Current Affairs PDF Download of June 2020
- উইজডেন ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া ভোটের রিপোর্ট অনুসারে, বিগত ৫০ বছরে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ভারতীয় ব্যাটসম্যান কে মনোনীত হলেন?
[A] রাহুল দ্রাবিড়
[B] শচীন টেন্ডুলকর
[C] সুনীল গাভাস্কার
[D] বিরাট কোহলি
- 2020 সালের Forbes’ সর্বোচ্চ 100 “Highest Paid Athletes” এর তালিকায় একমাত্র ক্রিকেটার কে?
[A] এমএস ধোনি
[B] ক্রিস গেইল
[C] বিরাট কোহলি
[D] রোহিত শর্মা
- রানি রামপাল কোন খেলাটির সাথে যুক্ত?
[A] হকি
[B] ক্রিকেট
[C] ব্যাডমিন্টন
[D] টেনিস
- নিম্নলিখিত কোনটি ২০২২ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ?
[A] কাতার
[B] সংযুক্ত আরব আমিরাত
[C] কুয়েত
[D] ইরান
- 2021 সালের ডিসেম্বর মাসে কোন দেশে এশিয়ান যুব প্যারা গেমসের চতুর্থ সংস্করণটি অনুষ্ঠিত হতে চলেছে?
[A] চীন
[B] নেপাল
[C] জাপান
[D] বাহরিন
- ২৩৩ বছরের মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (MCC) ইতিহাসে নিম্নলিখিত কে প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন?
[A] Heather Knight
[B] Kate Cross
[C] Clare Connor
[D] Georgia Elwiss
- ফোর্বসের তালিকা অনুসারে কে ২০২০ সালের বিশ্বের সর্বাধিক বেতনের অ্যাথলেট হয়েছেন?
[A] ক্রিস্টিয়ানো রোনাল্ডো
[B] লিওনেল মেসি
[C] রজার ফেডেরার
[D] নেইমার
- 2022 সালের মহিলা এশিয়ান ফুটবল কাপের আয়োজনের অধিকার কোন দেশ অর্জন করেছে?
[A] জাপান
[B] জর্ডান
[C] ভারত
[D] অস্ট্রেলিয়া
- কে সঞ্জিতা চানু কোন খেলাধুলার সাথে জড়িত?
[A] বক্সিং
[B] জ্যাভেলিন থ্রো
[C] রেসিং
[D] ভারোত্তোলন
International
- কোস্টা রিকার রাজধানী কী?
[A] মানাগুয়া
[B] পানামা সিটি
[C] রিও
[D] সান হোসে
- কোন দেশ ইতালির সাথে সমুদ্রসীমা নির্ধারণের জন্য চুক্তি করেছে?
[A] গ্রীস
[B] বসনিয়া
[C] ক্রোয়েশিয়া
[D] তুরস্ক
- ২০২০-২১ সালের QS World University Rankings-এ র শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি কোনটি?
[A] Massachusetts Institute of Technology
[B] Stanford University
[C] Harvard University
[D] California Institute of Technology
- ৭৫ তম জাতিসংঘ সাধারণ পরিষদের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
[A] María Fernanda
[B] Tijjani Muhammad-Bande
[C] Peter Thomson
[D] Volkan Bozkir
- UNSC- ইউনাইটেড ন্যেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী দেশের সংখ্যা কতগুলি?
[A] 15
[B] 7
[C] 10
[D] 5
- নিসর্গ ঘূর্ণিঝড়ের নামটি প্রস্তাব করেছে কোন দেশ?
[A] ভারত
[B] বাংলাদেশ
[C] ইন্দোনেশিয়া
[D] ভিয়েতনাম
- নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি G7 গ্রুপের সদস্য নয়?
[A] দক্ষিণ কোরিয়া
[B] ফ্রান্স
[C] জার্মানি
[D] ইতালি
- মেক্সিকোর দক্ষিণ উপসাগরে তৈরি হওয়া ট্রপিক্যাল ঝড়েটির নাম কি?
[A] Richard
[B] Marco
[C] Julian
[D] Cristobal
- নিউজিল্যান্ড দেশটি “করোনাভাইরাস” থেকে মুক্ত ঘোষণা করেছে। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
[A] মেট ফ্রেডরিক্সেন
[B] জেসিন্ডা আর্ডেন
[C] সানা মেরিন
[D] ক্যাটরন উইলিয়ামস
- “Tatmadaw” কোন দেশের সামরিক বাহিনী?
[A] লাওস
[B] মায়ানমার
[C] থাইল্যান্ড
[D] ভিয়েতনাম
- নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে স্নাতক প্রাপ্ত প্রথম শিখ মহিলা হলেন-
[A] আনমোল নারং
[B] মনজিৎ গিল
[C] সুনিতা গ্রেওয়াল
[D] প্রীত কৌর
Indian Affairs
- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি 1,400 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার প্রস্থের আকারের কোন রেলওয়ে স্টেশনটিতে নির্মিত হচ্ছে?
[A] হুবলি
[B] হাওড়া
[C] বিজয়ওয়ারা
[D] কটক
- ভারতের কোন রাজ্য (প্রথম) ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে?
[A] মহারাষ্ট্র
[B] গোয়া
[C] তামিলনাড়ু
[D] কেরল
- ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের কোনটি, যা ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
[A] যমুনা এক্সপ্রেসওয়ে
[B] দিল্লি – মীরাট এক্সপ্রেসওয়ে
[C] হিমালয়ান এক্সপ্রেসওয়ে
[D] পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে
- National Tiger Conservation Authority (NTCA) অনুসারে কোন ভারতীয় রাজ্যে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি?
[A] গোয়া
[B] মধ্য প্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] উত্তর প্রদেশ
- ভারতের প্রথম ডলফিন পর্যবেক্ষণিকা কোন রাজ্যে চালু করার পরিকল্পনা করা হয়েছে?
[A] উড়িষ্যা
[B] মণিপুর
[C] বিহার
[D] মিজোরাম
- গারসেন কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রীষ্মের রাজধানী হিসাবে ঘোষণা করা হল?
[A] উত্তরাখণ্ড
[B] জম্মু ও কাশ্মীর
[C] হরিয়ানা
[D] রাজস্থান
- কোন সংস্থা সম্প্রতি 6 বিলিয়ন ডলারের বিশ্বের বৃহত্তম সৌর চুক্তি অর্জন করেছে?
[A] Vestas India
[B] Adani Green Energy Limited
[C] Orient Green Power Ltd
[D] Suzlon Energy Limited
- কোন রাজ্যের মন্ত্রিসভা “বন্দে উৎকল জননী” কবিতাকে রাষ্ট্রীয় সংগীত মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে?
[A] বিহার
[B] উড়িষ্যা
[C] পশ্চিমবঙ্গ
[D] আসাম
- কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
[A] তেলঙ্গানা
[B] মধ্য প্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কর্ণাটক
- কোন রাজ্য স্কুলে পড়া শিশুদের জন্য ‘একটু খেলো, একটু পড়ো’ উদ্যোগ চালু করেছে?
[A] আসাম
[B] ত্রিপুরা
[C] মেঘালয়
[D] নাগাল্যান্ড
- Aviation Weather Monitoring System (AWMS) অন্তর্ভুক্ত ভারতের প্রথম বিমানবন্দর কোনটি?
[A] বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর
[B] কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দর
[C] নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
[D] ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কোন ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছেন?
[A] My Life, My Yoga
[B] Yoga, The Way to Life
[C] Yoga An Old Science
[D] Yoga And Mindfulness
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী MSME গুলির “one stop solutions” দেওয়ার জন্য কোন প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু করেছেন?
[A] Achiever
[B] Gain
[C] Champions
[D] Reach
- 2 জুন কোন রাজ্য এর প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
[A] তেলঙ্গানা
[B] তামিলনাড়ু
[C] অন্ধ্র প্রদেশ
[D] কেরাল
- সহায়তার মূল্যে গম সংগ্রহের ক্ষেত্রে দেশের শীর্ষ রাজ্য কোনটি?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] মধ্য প্রদেশ
[D] আসাম
- গুজরাট বন বিভাগের মতে, গত পাঁচ বছরে গির জাতীয় উদ্যানের এশিয়াটিক সিংহের জনসংখ্যা __% বৃদ্ধি পেয়েছে?
[A] ২৯%
[B] ১৭%
[C] ৩১%
[D] ২৫%
- উত্তরাখণ্ড বন বিভাগ কোন শহরে রাজ্যের বৃহত্তম জীববৈচিত্র্য উদ্যান (Biodiversity Park) উদ্বোধন করেছে?
[A] হৃষীকেশ
[B] হরিদ্বার
[C] দেরাদুন
[D] হলদওয়ানি
- কোন রাজ্য আদিবাসী ছাত্রাবাসের জন্য ISO প্রাপ্ত প্রথম রাজ্য হয়ে উঠেছে?
[A] ঝাড়খণ্ড
[B] আসাম
[C] বিহার
[D] ওড়িশা
- কোভিড -১৯ এর কারণে সাবরিমালা মন্দির উত্সবটি কোন রাজ্য বাতিল করেছে?
[A] কর্ণাটক
[B] অন্ধ্র প্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কেরাল
- কোন রাজ্য পরিবেশ মন্ত্রকের নামকরণ করেছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক?
[A] উত্তর প্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক
- গ্র্যান্ড অ্যানিকট বাঁধ (কলনাই) কোন রাজ্যে অবস্থিত?
[A] অন্ধ্র প্রদেশ
[B] কেরাল
[C] তামিলনাড়ু
[D] তেলঙ্গানা
- উড়িষ্যার কোন নদীতে নিমজ্জিত একটি প্রাচীন ৫০০ বছরের পুরানো মন্দির পাওয়া গেছে?
[A] মহানদী
[B] সুবর্ণরেখা
[C] ব্রাহ্মণ্য
[D] ভার্গবী
- কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি কোন জায়গায় দেবিকা ও পুনেজা নামক দুটি সেতু উদ্বোধন করেছেন?
[A] উত্তরাখণ্ড
[B] জম্মু ও কাশ্মীর
[C] লাদাখ
[D] হিমাচল প্রদেশ
- ন্যাশনাল গ্রিন সবুজ ট্রাইব্যুনাল কিথিগনাহল্লি লেকের দূষণের কারণে কোন রাজ্য সরকারকে ₹ 10 লক্ষ অন্তর্বর্তীকালীন জরিমানা করেছে?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] তামিলনাড়ু
[D] উড়িষ্যা
Important Days and Themes Bengali Current Affairs PDF Download of June 2020
- World No Tobacco Day –
[A] March 17
[B] May 31
[C] April 30
[D] June 16
- বিশ্ব পরিবেশ দিবস 5 জুন প্রতি বছর পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবসের থিম হল-
[A] “Air pollution”
[B] “Beat Plastic Pollution”
[C] “Connecting People with Nature”
[D] “Biodiversity”
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) ২০ শে জুন প্রতি বছর পালিত হয়। বিশ্ব শরণার্থী দিবসের থিম হল-
[A] “Step with Refugees”
[B] “We stand together with refugees”
[C] “Now More Than Ever”
[D] “Every Action Counts”
- International Yoga Day (IYD) 2020-
[A] June 21
[B] June 20
[C] June 22
[D] June 19
- International Olympic Day 2020-
[A] August 21
[B] July 19
[C] May 16
[D] June 23
- The United Nations Public Service Day-
[A] June 22
[B] June 24
[C] June 23
[D] June 21
- World Day against Child Labour 2020-
[A] 11 June
[B] 12 June
[C] 10 June
[D] 9 June
Obituaries
- সম্প্রতি প্রয়াত বসন্ত রায়জি কোন খেলাটির সাথে জড়িত ছিলেন?
[A] ফুটবল
[B] হকি
[C] বেসবল
[D] ক্রিকেট
- ওয়াজিদ খান যিনি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি একজন খ্যাতিমান _______ ছিলেন।।
[A] আইনজীবি
[B] স্থপতি
[C] স্টান্ট ম্যান
[D] সংগীত পরিচালক
- সম্প্রতি প্রয়াত বেদ প্রকাশ মারওয়াহ কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
[A] মিজোরাম
[B] মণিপুর
[C] ঝাড়খণ্ড
[D] [A], [B] এবং [C]
- সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুত একজন খ্যাতিমান _______ ছিলেন।
[A] মুক্তিযোদ্ধা
[B] আইনজীবী
[C] রাজনীতিবিদ
[D] অভিনেতা
- সম্প্রতি প্রয়াত বিদ্যাবেন শাহ কোন ক্ষেত্রে ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক?
[A] বিজ্ঞান ও প্রকৌশল
[B] মেডিসিন
[C] খেলাধুলা
[D] সামাজিক কাজ
- সম্প্রতি প্রয়াত বিশ্ববন্ধু গুপ্ত (বেলুন ম্যান নামে পরিচিত) একজন খ্যাতিমান _______ ছিলেন।
[A] রাজনীতিবিদ
[B] সাংবাদিক
[C] ডাক্তার
[D] [A] এবং [B] উভয়ই
Miscellaneous
- কোন দেশে Archaeological Survey of India (ASI)-এর একটি দল 1100 বছর বয়সের একরঙা বেলেপাথরের শিবলিঙ্গ আবিষ্কার করেছে?
[A] ভিয়েতনাম
[B] কম্বোডিয়া
[C] লাওস
[D] মায়ানমার
- চিলিকা হ্রদটি কোন রাজ্যে অবস্থিত?
[A] ঝাড়খণ্ড
[B] বিহার
[C] মধ্য প্রদেশ
[D] ওড়িশা
- বিশ্বের বৃহত্তম “contact tracing” মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কি?
[A] দ্য ওয়ার
[B] আরোগ্য সেতু
[C] গব্যাক
[D] ডিজিকন্ট্যাক্ট
- জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (NTCA) বর্তমান সভাপতি কে?
[A] প্রকাশ জাভাদেকার
[B] প্রলাদ জোশী
[C] নিতিন গডকরী
[D] স্মৃতি ইরানী
- বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (CSIR) সভাপতি কে?
[A] অর্থমন্ত্রী
[B] প্রধানমন্ত্রী
[C] বিজ্ঞানমন্ত্রী
[D] স্বরাষ্ট্রমন্ত্রী
- সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা করে এমন সংস্থাটির নাম কি যেটি “Sodar” নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।
[A] আইবিএম
[B] মাইক্রোসফ্ট
[C] ফেসবুক
[D] গুগল
- বিস্বের প্রথম মহিলা যিনি সম্প্রতি সমুদ্রের গভীরতম পয়েন্ট, চ্যালেঞ্জার ডিপ, পৌঁছলেন তার নাম কি?
[A] ন্যান্সি রোমান
[B] ক্রিস্টিনা কোচ
[C] পেগি হুইটসন
[D] ক্যাথি সুলিভান
- নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এশিয়ার নোবেল পুরষ্কারের সংস্করণ হিসাবে পরিচিত?
[A] পুলিৎজার পুরষ্কার
[B] বাফটা পুরষ্কার
[C] ওয়াও অ্যাওয়ার্ডস
[D] রমন ম্যাগসেসে পুরষ্কার
- ময়ূর নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] ছত্তিশগড়
[D] উত্তর প্রদেশ
- ভমশাধারা নদীর উৎপত্তি কোন রাজ্যে?
[A] ঝাড়খণ্ড
[B] বিহার
[C] অন্ধ্র প্রদেশ
[D] ওড়িশা
- লোনার হ্রদটি কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] বিহার
[C] মহারাষ্ট্র
[D] পশ্চিমবঙ্গ
- বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] ওড়িশা
[B] আসাম
[C] মহারাষ্ট্র
[D] বিহার
- রাজা পর্ব ভারতের কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের উৎসব?
[A] ঝাড়খণ্ড
[B] উড়িষ্যা
[C] জম্মু ও কাশ্মীর
[D] লাদাখ
- কানহা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] তামিলনাড়ু
[C] মধ্য প্রদেশ
[D] জম্মু ও কাশ্মীর
- গ্র্যান্ড অ্যানিকট বাঁধটি কোন রাজ্যে অবস্থিত?
[A] কর্ণাটক
[B] তামিলনাড়ু
[C] অন্ধ্র প্রদেশ
[D] কেরাল
- জিম কর্বেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] পশ্চিমবঙ্গ
[C] অরুণাচল প্রদেশ
[D] উত্তরাখণ্ড
- কলিঙ্গ স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত?
[A] ঝাড়খণ্ড
[B] উড়িষ্যা
[C] জম্মু ও কাশ্মীর
[D] লাদাখ
- ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
[A] জেনেভা
[B] প্যারিস
[C] ভিয়েনা
[D] রোম
- ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচী অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তালিকায় মুকেশ আম্বানির স্থানটি কত তম?
[A] 11
[B] 8
[C] 9
[D] 7
- কিথিগনহল্লি হ্রদটি কোন রাজ্যে অবস্থিত?
[A] তামিলনাড়ু
[B] কর্ণাটক
[C] তেলঙ্গানা
[D] কেরাল
- ক্রেডিট রেটিং এজেন্সি মুডির সদর দফতরটি কোথায় অবস্থিত?
[A] জেনেভা
[B] বেইজিং
[C] টোকিও
[D] নিউ ইয়র্ক
- ‘NAVIC’ কোন দেশের নেভিগেশন সিস্টেম?
[A] চীন
[B] রাশিয়া
[C] ভারত
[D] মার্কিন যুক্তরাষ্ট্র
- COVID-19-এর চিকিৎসার জন্য ভারতে প্রথম ফ্যাভিপিরাবির-অনুমোদিত ওষুধ চালু করা সংস্থাটির নাম কি?
[A] ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
[B] গ্লেনমার্ক ফার্মা লিমিটেড
[C] সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
[D] সিপলা লিমিটেড
- জগন্নাথ মন্দিরের রথযাত্রা, বিশ্বের বৃহত্তম রথ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
[A] পাঞ্জাব
[B] আসাম
[C] হরিয়ানা
[D] উড়িষ্যা
- মাউন্ট আবু বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] রাজস্থান
[C] পশ্চিমবঙ্গ
[D] ঝাড়খণ্ড
- টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল (TIFF) 2020 এর 45 তম সংস্করণটির জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কাকে রাষ্ট্রদূত হিসাবে ঘোষণা করা হয়েছে?
[A] প্রিয়াঙ্কা চোপড়া
[B] দীপিকা পাড়ুকোন
[C] অনুরাগ কাশ্যপ
[D] [A] এবং [C] উভয়ই
- বার্ষিক হিন্দু মেলা, অম্বুবাছি মেলা, কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
[A] তামিলনাড়ু
[B] কেরাল
[C] উত্তরপ্রদেশ
[D] আসাম
- পীরপঞ্জল রেঞ্জের ‘ফ্রেন্ডশিপ শৃঙ্গ’ কোন রাজ্যে অবস্থিত?
[A] জম্মু ও কাশ্মীর
[B] মেঘালয়
[C] হিমাচল প্রদেশ
[D] অরুণাচল প্রদেশ
- বিশ্বের সর্বোচ্চ লবণ জলের হ্রদ কোনটি?
[A] গ্রেট সল্ট লেক
[B] বইকাল হ্রদ
[C] এরি হ্রদ
[D] পানগং লেক
- শ্যোক নদীটি কোন রাজ্যে / কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
[A] অরুণাচল প্রদেশ
[B] জম্মু ও কাশ্মীর
[C] মণিপুর
[D] পাঞ্জাব
- কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কুশিনগর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করেছে। কুশিনগর বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
[A] তামিলনাড়ু
[B] কেরাল
[C] উত্তরপ্রদেশ
[D] আসাম
- ‘NIKSAY’ কোন রোগ নিয়ন্ত্রণের জন্য রোগী ব্যবস্থাপনার ব্যবস্থা?
[A] ম্যালেরিয়া
[B] যক্ষ্মা
[C] কলেরা
[D] ডেঙ্গু
- “Menstrual Hygiene” সম্পর্কে সচেতনতা বিস্তারের জন্য কাকে জাতিসংঘের UNICEF কাকে নিযুক্ত করেছে?
[A] মানুশি চিল্লার
[B] প্রিয়াঙ্কা চোপড়া
[C] সুস্মিতা সেন
[D] দীপিকা পাড়ুকোন
- হিন্দি COVID-19 কলার টিউনের পিছনে যে ভয়েস রয়েছে তার নাম কী?
[A] জসলিন ভাল্লা
[B] রিচা নিগম
[C] সোনিয়া নয়ার
[D] আকানশা সচদেব
- কোন রাজ্যে দেহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত?
[A] মণিপুর
[B] নাগাল্যান্ড
[C] মিজোরাম
[D] আসাম
- তিলারি সংরক্ষণ রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
[A] রাজস্থান
[B] ছত্তিসগড়
[C] মহারাষ্ট্র
[D] আসাম
- ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন?
[A] ভারতীয় জন সংঘ
[B] অজেয় ভারত পার্টি
[C] জনতা দল
[D] বহুজন সমাজ পার্টি
Monthly Bengali Current Affairs GK PDF Download: June 2020 link provided below
Read More:
- Bengali Current Affairs India Yearbook 2021 Free PDF Download
- Bengali Current Affairs PDF: December 2020
- Bengali Current Affairs PDF: November 2020
- Bengali Current Affairs PDF: October 2020
- Bengali Current Affairs PDF: September 2020
- Bengali Current Affairs PDF: August 2020
Sharing is caring and enable us to work even more dedicated
Sources: The Hindu, Press Information Bureau, Anandabazaar Patrika