Bengali Current Affairs GK PDF Download: February 2020
Here are the most important Bengali Current Affairs GK PDF Download: February 2020 for WBCS 2020-21, RRB NTPC 2019-20, SSC CHSL 2019-20.
This PDF contains all important Current affairs of February 2020 in the Bengali Language for the students of West Bengal.
Bengali Current Affairs GK PDF Download: February 2020 will be beneficial for upcoming competitive exams like WBCS, PSC Miscellaneous, SSC and other exams.

Bengali Current Affairs GK PDF Download: February 2020
Awards & Honors
- নিম্নলিখিত কোনটি 65 তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2020 এ সেরা চলচিত্র পুরষ্কার জিতেছে?
[A] গলি বয়
[B] আর্টিকাল 15
[C] উরি
[D] কবির সিং
- পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন-
[A] এস কে বড়ুয়া
[B] পি কে মিশ্র
[C] শশী শঙ্কর
[D] বিক্রম শ্রীকান্ত কিরলস্কর
- 2019-2020 পেন গৌরী লঙ্কেশ পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন?
[A] রবিশ কুমার
[B] আফরোজ আলম সাহিল
[C] ইউসুফ জামিল
[D] দিবাং
- কাকে ব্রাসেলসে সম্মানজনক আয়ুর্বেদ রতন পুরষ্কার ২০২০ প্রদান করা হয়েছে?
[A] পঙ্কজ কুমার ভার্মা
[B] রাকেশ চন্দ্র শর্মা
[C] প্রতাপ চৌহান
[D] শচীন দুয়া
- দ্য ব্যাংকার নামক সংস্থাটি কাকে 2020 সালের “সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার” পুরস্কারে সম্মানিত করেছে?
[A] শক্তিকান্ত দাস
[B] রঘুরাম রাজন
[C] নয়না লাল কিদওয়াই
[D] শিখা শর্মা
- “Babenco: Tell Me When I Die” মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে “Golden Conch” পুরস্কার পেল। এটি কোন দেশের ছবি?
[A] অস্ট্রেলিয়া
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] স্পেন
[D] ব্রাজিল
- ভারতের রাষ্ট্রপতি ২০১৯ সালের লেপ্রসির জন্য আন্তর্জাতিক গান্ধী পুরষ্কার কাকে প্রদান করলেন?
[A] ডঃ লোকেশ লিঙ্গাপ্পা
[B] ডঃ এন.এস. ধর্মশক্তু
[C] ডঃ সৌরভ ভার্গব
[D] ডঃ তাহের আব্বাস
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোচ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পুরুষ বিভাগে সম্মানজনক উল্লেখ কে পেয়েছে?
[A] অজয় কানওয়ার
[B] বিমল কুমার
[C] পুলেলা গোপীচাঁদ
[D] প্রকাশ পাড়ুকোন
- জনসংখ্যার নীতিমালায় বিস্তৃত কাজের জন্য ড্যান ডেভিড পুরষ্কার কে অর্জন করেছেন?
[A] নেহা পাতিল
[B] সীমা খুরানা
[C] গীতা সেন
[D] হর্ষিতা শ্রীবাস্তব
- 2019 সালের “টেলিকম পার্সন অফ দ্য ইয়ার” হলেন-
[A] সুনীল কুমার গুপ্ত
[B] অভয় করান্দিকার
[C] রাম সেবক শর্মা
[D] শৈলেন্দ্র কুমার মিশ্র
Recent Appointments
- এই বছর টোকিও অলিম্পিকসে ভারতের অলিম্পিকের শুভেচ্ছাদূত হওয়ার জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কাকে আমন্ত্রিত করেছে?
[A] অভিনব বিন্দ্র
[B] শচীন টেন্ডুলকার
[C] সৌরভ গাঙ্গুলি
[D] মিতালি রাজ
- ইন্টার-ন্যাশনাল বিজনেস মেশিনের (IBM) এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন-
[A] ভেনুগোপাল ধুত
[B] অরবিন্দ কৃষ্ণ
[C] পঙ্কজ প্যাটেল
[D] রিশাদ নওরোজি
- সম্প্রতি কে Central Board of Indirect Taxes and Customs (CBIC) এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন?
[A] রাজীব লোকান
[B] অরবিন্দ কুমার
[C] এম অজিত কুমার
[D] অজয় ভূষণ পান্ডে
- কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?
[A] অনিল কুমার চৌধুরী
[B] শশী শঙ্কর
[C] প্রমোদ অগ্রওয়াল
[D] অতুল সোবতী
- প্যারালিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
[A] নরেন্দ্র রণবীর
[B] দীপা মালিক
[C] দেবেন্দ্র ঝাড়িয়া
[D] অমিত কুমার সরোহা
- কে জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?
[A] সুরেশ নারায়ণ মেশরাম
[B] সুদেশ কুমার ওধওয়ান
[C] হরবানস সিং
[D] মন্ড্রেতি শ্রীধর
- শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রধান কে নিযুক্ত হন?
[A] রঙ্গম শর্মা
[B] সুজ্জাইন তালওয়ার
[C] কে পরসরণ
[D] নবীন জৈন
- আইন ও বিচার মন্ত্রণালয়ে বিচার বিভাগের সেক্রেটারি পদে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] বরুন মিত্র
[B] অজয় ভূষণ পান্ডে
[C] মণীশ সিং
[D] অজয় ভাদু
- ফাইনান্স সেক্রেটারি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] বিনোদ রায়
[B] দেবাসীশ পান্ডা
[C] অজয় নারায়ণ ঝা
[D] দর্শন রাওয়াত
- অল ইন্ডিয়া দাবা ফেডারেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
[A] ভরত সিং চৌহান
[B] অজয় প্যাটেল
[C] শিবম সিং
[D] আর ভেঙ্কটরাম রাজা
- কোন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিককে যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রীর পদে নিয়োগ করা হয়েছে?
[A] ভরত অগ্নিহোত্রি
[B] ঋষি সুনাক
[C] নির্জ দেব
[D] বীরেন্দ্র শর্মা
- কে ২০২০-২১ সালের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (ICAI) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
[A] নীহার নিরঞ্জন
[B] অতুল কুমার গুপ্ত
[C] সুশান্ত সিং
[D] অভিমন্যু পাতিল
- ইউনাইটেড কিংডম দ্বারা COP 26 এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন-
[A] রাহুল ছাবরা
[B] সুনজয় সুধীর
[C] অলোক শর্মা
[D] মনোজ সনি
- এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] পুনিত গোয়েঙ্কা
[B] রথিন রায়
[C] রাজীব বানসাল
[D] অশোক শুক্লা
- নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] এস কিরণ কুমার
[B] কে রাধাকৃষ্ণান
[C] জি নারায়ণন
[D] জিতেন্দ্র নাথ গোস্বামী
- গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের GAIL চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদে দায়িত্ব কে গ্রহণ করেছেন?
[A] অনিল কুমার চৌধুরী
[B] মনোজ জৈন
[C] নলিন সিংহল
[D] শশী শঙ্কর
- পেনশন ফান্ড নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের (PFRDA) চেয়ারম্যান পদে কে নিযুক্ত হন?
[A] সুজাতা চতুর্বেদী
[B] অ্যানি জর্জ ম্যাথিউ
[C] সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়
[D] মদনেশ কুমার মিশ্র
- প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসাবে কাকে নির্বাচিত করেছেন?
[A] সুরেশ প্যাটেল
[B] অনিতা পাণ্ডোভ
[C] বিমল জুলকা
[D] সঞ্জয় কোঠারি
- রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
[A] চম্পক রায়
[B] গিরিজি মহারাজ
[C] নৃত্য গোপাল দাস
[D] অবনীশ রায়
ফেব্রুয়ারী ২০২০ এর সবকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে নিচের লিঙ্কে ক্লিক করে PDF ফাইলটি ডাউনলোড করুন।
Bengali Current Affairs GK PDF Download: February 2020 PDF Download Link Below:
Read More:
- Bengali Current Affairs PDF: June 2021
- Bengali Current Affairs PDF: May 2021
- Bengali Current Affairs PDF: April 2021
- Bengali Current Affairs PDF: March 2021
- Bengali Current Affairs PDF: February 2021
- Bengali Current Affairs PDF: January 2021
- Bengali Current Affairs India Yearbook 2021 Free PDF Download
- Bengali Current Affairs PDF: December 2020
- Bengali Current Affairs PDF: November 2020
- Bengali Current Affairs PDF: October 2020
- Bengali Current Affairs PDF: September 2020
- Bengali Current Affairs PDF: August 2020
Sharing is caring and enable us to work even more dedicated
Sources: The Hindu, Press Information Bureau