Bengali Current Affairs GK PDF Download 21-31 October 2018
pratiyogitaabhiyan.in টিম একটি Bengali Current Affairs GK PDF Download 2018 তৈরি করেছে যা ভারত এবং বিশ্বের প্রায় সব সাম্প্রতিক বর্তমান বিষয়গুলি আচ্ছাদন করে। নিবন্ধটিতে পুরস্কার ও স্বীকৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, স্পোর্টস সম্পর্কিত আপডেট, ভারতীয় ও আন্তর্জাতিক বিষয়ক বিষয়এবং পরিবেশ সম্পর্কিত Current Affairs GK রয়েছে। বর্তমান বিষয়ক পিডিএফ অবশ্যই যারা WBCS, SSC, IBPS (Clerk & PO), Rail (Gr. D, ASM, TTE), Food Sub Inspector, WB Police, Gram Panchayat, Postal Assistant, Agriculture, Court, PSC, LIC, CMAT এর মত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
Bengali Current Affairs GK PDF Download 21-31 October 2018
Bengali Current Affairs GK: October 21, 2018
- ভারতের দীর্ঘতম সেতু (19.3 KM) আসামে কোন নদীর ওপর নির্মাণ করা হবে?
[a] কামেং
[b] ব্রহ্মপুত্র
[c] লোহিত
[d] মানস
- যৌন নিগ্রহের কারণে নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রী তার পদ থেকে ইস্তফা দিলেন?
[a] কুলদিপ সিং সেঙ্গার
[b] এম ভিন্সেন্ট
[c] বিক্রম সিং ব্রহ্ম
[d] এম জে আকবর
- Global Competitiveness Index 2018-তে ভারতের অবস্থান-
[a] 27
[b] 58
[c] 103
[d] 97
- পৃথিবীর দ্বিতীয় কোন দেশ বিনোদনমূলক মারিজুয়ানা ব্যবহার বৈধ করলো?
[a] উরুগুয়ে
[b] কলোম্বিয়া
[c] কানাডা
[d] মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারত ও কোন দেশের মধ্যে প্রথম যৌথ সামরিক অনুশীলন “Dharma Guardian- 2018” অনুষ্ঠিত হবে?
[a] চীন
[b] জাপান
[c] ব্রাজিল
[d] চিলি
বাংলা GK পড়ার জন্যেঃ Click Here - 2020 সাল নাগাদ কোন দেশটি নগর এলাকায় স্ট্রিটল্যাম্প এবং বিদ্যুৎ খরচ কমার জন্য নিজস্ব কৃত্রিম চাঁদ চালু করার পরিকল্পনা করছে?
[a] জাপান
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] চীন
[d] রাশিয়া - ভারতের প্রথম Cryptocurrency ATM, ভার্চুয়াল মুদ্রা বিনিময় কোম্পানি Unocoin দ্বারা নিম্নলিখিত কোন শহরে ইনস্টল করা হল?
[a] মুম্বাই
[b] দিল্লী
[c] বেঙ্গালুরু
[d] হাইদ্রাবাদ
- 2018 সালে লন্ডনে তার ছবি ‘পাইপ আউলস’ এর জন্য তরুণ বন্যপ্রাণী ফটোগ্রাফার অফ ইয়ার (এশিয়া) পুরস্কার বিজয়ী ভারতীয়র নাম কী?
[a] এস মুরলী
[b] বিদ্যা প্রভা
[c] আশুতোষ শর্মা
[d] অর্শদ্বীপ সিং
- পদার্থবিদ, মহাজাগতিক, এবং লেখক স্টিফেন হকিং-এর শেষ প্রকাশিত বইটির নাম কী?
[a] Warlight
[b] Hit Refresh
[c] Unstoppable: My Life So far
[d] Brief Answers to the Big Questions
- ‘Ask Disha’ নামক একটি Chat-bot যেটি ব্যবহারকারীদের অনুসন্ধানের উত্তর দেবে, নিম্নলিখিত কোন সংস্থা চালু করেছে?
[a] IRCTC
[b] SBI
[c] ONGC
[d] Tata Motors
Bengali Current Affairs GK: October 20-21, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- জ্ঞানপীথ পুরস্কার কতগুলো ভাষায় কাজ করার জন্য উপস্থাপন করা হয়?
[a] 11
[b] 15
[c] 18
[d] 20
- 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত (sq.km)?
[a] 282
[b] 324
[c] 382
[d] 265
- উড়িষ্যা ও তামিলনাডুর উপকূলীয় এলাকা, পশ্চিমবঙ্গের সুন্দরবন, বিহার ও উত্তরাঞ্চলের আলমোড়া জেলার কোন ধরনের মাটি রয়েছে?
[a] জলা
[b] লাল
[c] কালো
[d] পলি
- ভারতের তথা বিশ্বের প্রাচীনতম পর্বতমালা কোনটি?
[a] কারাকোরাম
[b] পির পাঞ্জল
[c] সাতপুরা
[d] আরাবল্লি
- আপেক্ষিক আদ্রতা সর্বনিম্ন থাকে-
[a] যখন বায়ুর তাপমাত্রা সর্বোচ্চ
[b] সূর্যোদয়ের ঠিক পূর্বে
[c] মধ্যরাত্রে
[d] যখন বায়ুর তাপমাত্রা সর্বনিম্ন
Bengali Current Affairs GK: October 22, 2018
- কোন দলটি কর্ণাটকের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় হাজারের ট্রফি 2018 জিতেছে?
[a] চেন্নাই
[b] মুম্বাই
[c] বেঙ্গালুরু
[d] দিল্লী
- Formla 1 (F1) রেসার যিনি 2018 US Grand Prix জিতেছেন-
[a] লিউইস হ্যামিলটোন
[b] সেবাস্টিয়ান ভেট্টেল
[c] ভাল্টেরি বোট্টাস
[d] কিমি রাইকোনেন
- ভারতীয় খেলোয়াড় প্রবীণ কুমার কোন খেলা থেকে অবসর গ্রহণের ঘোষণা করলো?
[a] হকি
[b] ক্রিকেট
[c] জুডো
[d] কবাডি
- রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 22শে অক্টোবর 2018 তারিখে 3 দিনের বিশ্ব শান্তি ও অহিংসা সম্মেলন নিম্নলিখিত কোন শহরে উদ্বোধন করেন?
[a] নাসিক, মহারাষ্ট্র
[b] গান্ধীনগর, গুজরাট
[c] শিমলা, হিমাচল প্রদেশ
[d] কানপুর, উত্তরপ্রদেশ
- 6 দিন ব্যপি 27 তম আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) ফিউশন এনার্জি কনফারেন্স (FEC 2018) 22 অক্টোবর 2018 থেকে কোন শহরে শুরু হয়?
[a] মুম্বাই
[b] জয়পুর
[c] গান্ধীনগর
[d] কলকাতা
- 22শে অক্টোবর 2018-এ NITI লেকচার সিরিজের চতুর্থ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হল?
[a] নয়া দিল্লী
[b] মুম্বাই
[c] চেন্নাই
[d] বেঙ্গালুরু - ভারতবর্ষের উজবেকিস্তান রাষ্ট্রদূত ফরহোদ আরজিভ কোন শহরে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক নাচ উৎসব “উদ্বভ উৎসব” উদ্বোধন করেন?
[a] গুয়ালিওর
[b] গাজিয়াবাদ
[c] লাদাখ
[d] কটক
- জাপানে QR- Code আধারিত স্মার্টফোন পেমেন্ট পরিসেবা ‘PayPay’ লঞ্চ করলো নিম্নলিখিত কোন ভারতীয় স্টার্টআপ কোম্পানি?
[a] PayTM
[b] Freecharge
[c] MobiKwik
[d] PhonePe
- এয়ারটেল দিল্লি হাফ ম্যারাথন (পুরুষ) ইভেন্টের বিজয়ী হলেন-
[a] Andamalak Belihu
[b] Ian Wallace
[c] Amdework Walelegn
[d] Daniel Kipchumba
- 2008 সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী জাপানের Osamu Shimomura 19 নভেম্বর 2018-এ মৃত্যুবরণ করেন। তিনি একজন ____ ছিলেন?
[a] সামুদ্রিক জীববিজ্ঞানী
[b] রেডিত্তল্যাজিস্ট
[c] স্নায়ুবিশেষজ্ঞ
[d] জেনেটিক বিজ্ঞানী
Bengali Current Affairs GK: October 22, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- গুগুমল ন্যাশনাল পার্ক কথায় অবস্থিত?
[a] আসাম
[b] হিমাচল প্রদেশ
[c] মহারাষ্ট্র
[d] কর্ণাটক
- India’s Sports: Conversations and Reflections” বইটির লেখক-
[a] সঞ্জয় মঞ্জরেকর
[b] জতিন সাপ্রু
[c] সুশীল দোশী
[d] বিজয়ন বালা
- কোন রাজ্যের প্রসিদ্ধ শাহি লিচু সম্প্রতি ভৌগলিক সঙ্কেত (GI Tag) পেল?
[a] বিহার
[b] ঝাড়খণ্ড
[c] উড়িষ্যা
[d] ছত্তিসগড়
- মানব পাচার মোকাবেলা করার জন্য কোন ইন্ডিয়ান-আমেরিকান ব্যক্তিত্বকে মার্কিন রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে ভূষিত করা হল?
[a] মিনাল প্যাটেল ডেভিস
[b] নীল জৈন
[c] বিবেক সিনহা
[d] জগদিপ রাজপুত
- Wildlife Photographer Of The Year 2018 অ্যাওয়ার্ড জিতেছেন-
[a] Thomas D Mangelsen
[b] Michael Nichols
[c] Marsel van Oosten
[d] Pal Hermansen
- ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
[a] ৯ টি
[b] ২০ টি
[c] ২২ টি
[d] ২৪ টি
- আজ পর্যন্ত কতবার ভারতের সংবিধান সংশোধন করা হয়েছে?
[a] ১১২
[b] ১২৪
[c] ১২৩
[d] ১২২
- লোকসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন?
[a] ৪ বছর
[b] ৫ বছর
[c] ৬ বছর
[d] ৭ বছর
- রাজ্যসভার কোন সদস্য পদত্যাগ করতে চাইলে তাঁর পদত্যাগ পত্রটি কার কাছে পেশ করবেন?
[a] রাষ্ট্রপতি
[b] রাজ্যসভার সভাপতি
[c] প্রধানমন্ত্রী
[d] নির্বাচন কমিশনারে
- রাজ্যসভার সদস্যপদ বাতিল হয়ে যাবে যদি কোন সদস্য কোনো কারণ না দেখিয়ে একনাগাড়ে অনুপস্থিত থাকেন
[a] ৩০ দিন
[b] ৬০ দিন
[c] ৯০ দিন
[d] ১০০ দিন
Bengali Current Affairs GK: October 23-24, 2018
- 2018 সালে Seoul Peace Prize প্রদান করে কাকে ভূষিত করা হল?
[a] ডোনাল্ড ট্রাম্প
[b] এঞ্জেলা মার্কেল
[c] নরেন্দ্র মোদী
[d] বান কি মুন - Central Bureau of Investigation (CBI) এর ডিরেক্টর যাকে সম্প্রতি তার পদ থেকে বহিষ্কার করা হল, তার নাম কী?
[a] অলোক ভার্মা
[b] রাকেশ আস্থানা
[c] দেবেন্দ্র কুমার
[d] সতিশ বাব সানা
- বিশ্বের দীর্ঘতম সমুদ্র ক্রসিং সেতু এবং সুড়ঙ্গ কোন দেশে সম্প্রতি জনসাধারণের ব্যবহারের জন্য নির্মাণ করা হল?
[a] চীন
[b] জাপান
[c] দক্ষিণ কোরিয়া
[d] রাশিয়া
- ভারত ও কোন দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি (extradition treaty) স্বাক্ষর করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে?
[a] মলদ্বীপ
[b] ফিজি
[c] মালাভি
[d] পানামা - United Nations Day প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 23 অক্টোবর
[b] 24 অক্টোবর
[c] 25 নভেম্বর
[d] 26 ডিসেম্বর
- ভারতের প্রথম ‘domestic cruise’ এর নাম কী?
[a] ধ্রুব
[b] অংরিয়া
[c] প্যারী
[d] তারঙ্গিনী
- 19 তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার (Excellence in Public Administration) পেলেন-
[a] ফালি এস নারিমান
[b] বিন্দেশ্বর পাঠক
[c] ডি কে শ্রীবাস্তব
[d] অজিত ডোভাল
- নিম্নলিখিত কোন ক্রিকেট দল 2018-19 বিজয় হাজারে ট্রফি জিতেছে?
[a] মুম্বাই
[b] দিল্লী
[c] সৌরাষ্ট্র
[d] কর্ণাটক
- ক্যামেরুন এর নবনিযুক্ত রাষ্ট্রপতি কে নিযুক্ত হলেন?
[a] Dion Ngute
[b] Clement Atangana
[c] Maurice Kamto
[d] Paul Biya
- National Police Commemoration Day (NPCD) প্রতিবছর কোন দিন পালন করা হয়?
[a] 21 অক্টোবর
[b] 22 সেপ্টেম্বর
[c] 23 আগস্ট
[d] 24 অক্টোবর
Bengali Current Affairs GK: October 23-24, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- পৃথিবীর নিকটতম নক্ষত্র-
উত্তরঃ সূর্য - চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
উত্তরঃ ১ মিনিট ২০/৩০ সেকেন্ড - হ্যালির ধূমকেতু (Halley’s Comet) কে আবিষ্কার করেন?
উত্তরঃ এডমণ্ড হ্যালি - কত বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তরঃ ৭৬ বছর - কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ ও শুক্র - কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বচ্চ?
উত্তরঃ শনি, ২২ টি - কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
উত্তরঃ বুধ - কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত?
উত্তরঃ বুধ - শুক্র গ্রহের (Venus) এর অপর নাম কী?
উত্তরঃ শুকতারা বা সন্ধ্যাতারা - পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র
Bengali Current Affairs GK: October 25-26, 2018
- এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 10,000 রান করে শচীনের রেকর্ড অতিক্রম করলো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলী। তিনি মোট কতগুলি ইনিংস খেলে এই বিশেষ নজির গড়লেন?
[a] 203
[b] 259
[c] 213
[d] 205 - ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া “Engineless Train” এর নাম-
[a] Fastrack 18
[b] Train 18
[c] Quix 18
[d] Bullet 18 - নবনিযুক্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর ডিরেক্টর এর নাম কী?
[a] রাকেশ আস্থানা
[b] এন নাগেশ্বর রাও
[c] রঞ্জিত সিনহা
[d] এ পি সিং
- সম্প্রতি IT বিভাগে কর্মরতদের জন্য “Main nahi Hum” পোর্টাল ও মোবাইল অ্যাপ কে লঞ্চ করলো?
[a] রাজনাথ সিং
[b] সুষমা স্বরাজ
[c] মানেকা গান্ধী
[d] নরেন্দ্র মোদী
- সতিশ কুমার গুপ্ত কে নিম্নলিখিত কোন পেমেন্ট ব্যাঙ্কের MD ও CEO পদে নিযুক্ত করা হল?
[a] Fino
[b] India Post
[c] Airtel
[d] Paytm
- কোন সমুদ্রের নীচে পৃথিবীর প্রাচীনতম বিপর্যয়গ্রস্থ অক্ষত জাহাজটি পাওয়া গেছে?
[a] Black Sea
[b] Mediterranean Sea (ভূমধ্যসাগর)
[c] Caribbean Sea
[d] South China Sea
- লক্ষ্ণৌ তে আয়োজিত 3 দিন ব্যাপী ‘কৃষি কুম্ভ’ মেলার উদ্বোধন করলেন-
[a] এম ভেঙ্কাইয়া নাইডু
[b] নরেন্দ্র মোদী
[c] সুষমা স্বরাজ
[d]রাম নাথ কোবিন্দ
- ভারত ও কোন দেশ সম্প্রতি অভ্যন্তরীণ ও উপকূলীয় জলপথ সংযোগ স্থাপন উন্নত করতে চুক্তি স্বাক্ষর করলো?
[a] ইন্দোনেশিয়া
[b] শ্রীলঙ্কা
[c] বাংলাদেশ
[d] মায়ানমার
- Mercom Communications India এর তথ্য অনুযায়ী বিশ্বের দ্বিতীয়তম সৌরশক্তি ব্যাবহারকারি দেশ হল-
[a] চীন
[b] জাপান
[c] ভারত
[d] রাশিয়া
- Commonwealth Association for Public Administration and Management (CAPAM) Award, 2018 এর বিজয়ী দেশ হল-
[a] দক্ষিণ কোরিয়া
[b] অস্ট্রেলিয়া
[c] জাপান
[d] ভারত
Bengali Current Affairs GK: October 25-26, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- দশম শিখ গুরুর নাম-
- সাইমন কমিশন কতসালে গঠিত হয়?
- আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
- কত ডিগ্রি তাপমাত্রায় পারদ বাষ্পে পরিণত হয়?
- সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান-
- সবচেয়ে নমনীয় ধাতু-
- ভুটানের সর্বচ্চ শৃঙ্গের নাম কী?
- পতঙ্গ বিষয়ক চর্চা কে কি বলে?
- ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়?
- কোন ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়?
- কনিশকের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?
- শেক্সপিয়ারের অন্তিম নাতকের নাম কী?
- কতব মিনারের উচ্চতা কত?
- ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা-
- শীতলতম গ্রহের নাম-
Bengali Current Affairs GK: October 27-28, 2018
- সাংস্কৃতিক স্বৈরশাসনের জন্য 2016 সালের Tagore Award for Cultural Harmony পুরস্কার কাকে প্রদান করা হবে?
[a] সতিশ গুপ্ত
[b] রাজকুমার সিংহজীত সিং
[c] রাম ভাঞ্জি সুতার
[d] সচিদা নাগদেব
- কোন রাজ্য সরকার গ্লাইফোসেট ফর্মুলেশন বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে?
[a] উত্তর প্রদেশ
[b] আসাম
[c] পাঞ্জাব
[d] মেঘালয়
- সম্প্রতি তিন দিনের ভারত সফরে এসেছিলেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। তার নাম-
[a] Maithri Sirisena
[b] Ranil Wickremesinghe
[c] Majila Wickremesinghe
[d] Anil Hegde
- মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর নয়া দিল্লীতে Scheme IMPRESS নামক একটি ওয়েব পোর্টাল লঞ্চ করলেন। এই IMPRESS এ ‘I’ এর অর্থ কি?
[a] Indian
[b] International
[c] Internal
[d] Impactful
- সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী এপ্রিল 1, 2020 থেকে কোন ধরনের যানবাহন ভারতে বিক্রি করা যাবে না?
[a] Bharat Stage IV
[b] Bharat Stage V
[c] Bharat Stage VI
[d] Bharat Stage III
- নারী ও শিশু উন্নয়ন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা সঞ্জয় গান্ধী কোন শহরে ‘Women of India National Organic Festival’ এর 5 ম সংস্করণ উদ্বোধন করেন?
[a] কলকাতা
[b] পুনে
[c] মুম্বাই
[d] নয়া দিল্লী
- গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চল ও বঙ্গোপসাগরের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করার জন্য ভারত কোন দেশের সাথে সহযোগিতা করছে?
[a] চীন
[b] রাশিয়া
[c] জার্মানি
[d] ইউনাইটেড কিংডম
- কোন ভারতীয় বিজ্ঞ্যানিকে World Health Summit Startup award, 2018 প্রদান করা হল?
[a] অর্জুন শর্মা
[b] ইদা জর্জ
[c] রুপম শর্মা
[d] লিসি মেকলয়েড
- Jasmin Days উপন্যাস এর জন্য নিম্নলিখিত কোন মালায়ালম সাহিত্যিক কে JCB Prize for Literature প্রদান করা হল?
[a] বেনিয়ামিন
[b] ঊষা শরণ
[c] আনমোল প্রশান্ত
[d] উদয় কৃষ্ণ
- সম্প্রতি কে ইথিওপিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
[a] Sahle-Work Zewde
[b] Sara McCluskey
[c] Susan Solis
[d] Bree Delaurie
Bengali Current Affairs GK: October 27-28, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- লেবুতে কোন ভিটামিন থাকে যা স্কার্ভি রোগ প্রতিরোধ করে?
- লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন?
- পালমোনারি (ফুসফুসীয়) শিরা কি বহন করে?
- রক্তে কোন ধাতু থাকে?
- তেজস্ক্রিয়তার একক-
- কোন গ্যাস বর্ণহীন অথচ বিশাক্ত?
- অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
- রক্ত শূন্যতা বলতে বোঝায়-
- কোন ধাতুর উপর আলো পড়লে ওই ধাতুর রোধ কমে যায়?
- মানব দেহে রক্ত সঞ্চালন তন্ত্র আবিষ্কার করেন-
Bengali Current Affairs GK: October 29-30, 2018
- ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিম্নলিখিত কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিন ব্যাপী কুম্ভ মেলার উদ্বোধন করলেন?
[a] কানপুর
[b] লক্ষ্ণৌ
[c] প্রয়াগরাজ
[d] বারানসি
- ভারত এবং কোন দেশের সীমান্ত বরাবর বিশ্বের সর্বচ্চ রেল লাইন (সমুদ্রপৃষ্ঠের চেয়ে 5,360 মিটার উপর) নির্মাণ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল?
[a] বাংলাদেশ
[b] নেপাল
[c] চীন
[d] পাকিস্তান
- নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য সম্প্রতি “Blue Revolution: Integrated Development and Management of Fisheries” নামক একটি প্রকল্প লঞ্চ করেছে?
[a] অরুণাচল প্রদেশ
[b] অন্ধ্রপ্রদেশ
[c] মেঘালয়
[d] তেলাঙ্গানা
- নারী অধিকার এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য বিষয়গুলির পক্ষে তার মতামত এর জন্যে 2018 জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন এক পাকিস্তানী মহিলা। তিনি হলেন-
[a] রমিজা শেখ
[b] সুষমা মালিক
[c] আসমা জাহাঙ্গীর
[d] রাবিয়া সায়ীদ
- সুকন্যা সমৃদ্ধি পরিকল্পনার অধীনে কোন রাজ্যে 16 লাখের বেশি পোস্টাল সেভিংস আকাউন্ট খুলে জাতীয় রেকর্ড তৈরি করেছে?
[a] কেরল
[b] গুজরাট
[c] উত্তরাখণ্ড
[d] তামিলনাডু
- প্রাক্তন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) চেয়ারম্যান, যিনি WIPRO কোম্পানির একজন স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত হলেন-
[a] রজনিশ কুমার
[b] অরুন্ধতী ভট্টাচার্য
[c] সন্দীপ কুমার
[d] কমলেশ প্রধান
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হন?
[a] কার্নাল সিং
[b] সঞ্জয় কুমার মিশ্র
[c] রাম নায়েক
[d] শ্রীমান গণেশ
- 2022 সালে কোন দেশের সাহায্যে প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান?
[a] ভারত
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] চীন
[d] ইউনাইটেড কিংডম
- লিডস, ইংল্যান্ডে আয়োজিত বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপের বিজেতা হলেন কোন ভারতীয়?
[a] সৌরভ কর্মকার
[b] সুরভি শর্মা
[c] জ্যোতি রাকেশ
[d] সৌরভ কোঠারী
- International Animation Day প্রতিবছর কোন দিন উৎযাপন করা হয়?
[a] October 29
[b] November 2
[c] November 1
[d] October 28
Bengali Current Affairs GK: October 29-30, 2018
Few Static General Knowledge (GK) on Current Events Important for all Competitive Exam
- বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিতে শুষে নেয়?
[a] মিথেন
[b] নাইট্রোজেন
[c] ওজোন
[d] হিলিয়াম
- ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে-
[a] লাল ধোঁয়া উৎপন্ন হবে
[b] নীল শিখা দেখা যায়
[c] দই এর ন্যায় সাদা অধঃক্ষেপ পড়ে
[d] কোন পরিবর্তন হয় না
- তাপমাত্রা বৃদ্ধির সাথে কোন স্তরের পৃষ্টচাপ সাধারণত-
[a] একই থাকে
[b] বৃদ্ধি পায়
[c] হ্রাস পায়
[d] শূন্য হয়
- একটি সিলিন্ডারে সমান ভারে ইথেন (C2H6) ও হাইড্রোজেন গ্যাস আছে। পুরো চাপের কত ভগ্নাংশ চাপ হাইড্রোজেনের কারণে হয়?
[a] 1/2
[b] 1/3
[c] 1/16
[d] 15/16
- চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়?
[a] কর্নিয়া
[b] লেন্স
[c] রেটিনা
[d] সম্পূর্ণ চোখ
- অ্যামোনিয়া মলিবডেট হলুদ অধঃক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও-
[a] বোরেট দ্রবণে
[b] ফসফেট দ্রবণে
[c] সিলিকেট দ্রবণে
[d] ফ্লুরাইড দ্রবণে
- জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে-
[a] কম্পোস্টিং
[b] কন্ডিশনিং
[c] ক্লিনজিং
[d] রিসাইক্লিং
- ‘আথলিটিস ফুট’ এই রোগ হওয়ার কারণ হল-
[a] ব্যাকটেরিয়া
[b] ফাঙ্গাস
[c] প্রটোজোয়া
[d] নিমাটোড
- একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে-
[a] ঋণাত্মক
[b] এক অপেক্ষা বেশি
[c] এক
[d] এক অপেক্ষা কম
- যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল তা হল-
[a] কেন্দ্রিক বিভাজন
[b] কেন্দ্রিক সংযোজন
[c] তেজস্ক্রিয় বিঘটন
[d] কৃত্রিম মৌলান্তর
Bengali Current Affairs GK: October 31, 2018
- রাষ্ট্রীয় একতা দিবস (October 31) প্রতি বছর কোন জননেতার জন্মবার্ষিকী উদযাপনের জন্য পালন করা হয়?
[a] সর্দার বল্লভভাই প্যাটেল
[b] লাল বাহাদুর শাস্ত্রী
[c] বাল গঙ্গাধর তিলক
[d] পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়
- পয়লা নভেম্বর থেকে নিম্নলিখিত কোন রাজ্য ‘Clean Air Week’ পালন করবে?
[a] পাঞ্জাব
[b] হরিয়ানা
[c] কেরল
[d] দিল্লী - অ্যাঞ্জেলা মার্কেল ঘোষণা করেছেন যে 2021 সালে তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন। বর্তমানে তিনি কোন দেশের চ্যান্সেলর?
[a] উরুগুয়ে
[b] পর্তুগাল
[c] ফ্রান্স
[d] জার্মানি
- পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি কোন দেশে নির্মিত হয়েছে?
[a] ভারত
[b] নেপাল
[c] মার্কিন যুক্তরাষ্ট্র
[d] জাপান - সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন রাজ্যে 15 বছরের বেশি পুরনো পেট্রল এবং 10 বছরের পুরোনো ডিজেল যানবাহন চালানোর নিষেধাজ্ঞা জারি করেছে?
[a] দিল্লী
[b] পাঞ্জাব
[c] হরিয়ানা
[d] মুম্বাই - বিচারপতি নরেশ হরিশচন্দ্র পাটিল কোন হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছে?
[a] বম্বে
[b] মাদ্রাস
[c] কলকাতা
[d] সিকিম
- ‘নর্থ-ইস্ট অলিম্পিক গেমস’ এর প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হল?
[a] ইম্ফল
[b] গ্যাংটক
[c] শিলং
[d] আইজ্বাল - ভারতের সর্ববৃহৎ ড্রাই ডক শিপইয়ার্ড কোনটি?
[a] কোচিন
[b] মুম্বাই
[c] ভিশাখাপত্তনম
[d] কলকাতা - কোন সংস্থা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানী হিসাবে Amazon কে অতিক্রম করে ?
[a] Google
[b] Apple
[c] Microsoft
[d] Space X - 2019 সালের 1 লা জানুয়ারি থেকে ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে?
[a] Fernando Haddad
[b] Jair Bolsonaro
[c] Michel Temer
[d] Wayne Davis
Bengali Current Affairs GK: October 31, 2018
Few Static General Knowledge (GK): Important for all Competitive Exam
- গ্লোবাল ওয়ার্মিং- এর ফলে-
[a] সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পায়
[b] শস্যের ধারা পরিবর্তিত হয়
[c] উপকূলরেখার পরিবর্তন হয়
[d] এগুলির সবগুলিই
- যদি পৃথিবী থেকে সমস্ত উদ্ভিদ অদৃশ্য হয়ে যায়, তাহলে কোন গ্যাসটির পরিমাণ হ্রাস পাবে?
[a] কার্বন ডাই অক্সাইড
[b] নাইট্রোজেন
[c] জলীয়বাষ্প
[d] অক্সিজেন
- মূলত কি কারণে জলবায়ু পরিবর্তিত হয়?
[a] গ্রিন হাউস গ্যাস
[b] ওজোন স্তরের ক্ষয়
[c] দূষণ
[d] এগুলির সবগুলিই
- নিম্নলিখিত কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী?
[a] মিথেন
[b] কার্বন ডাইঅক্সাইড
[c] জলীয়বাষ্প
[d] এগুলির সবগুলিই
- আলোক রাসায়নিক ধোঁয়াশাতে নিম্নলিখিত কোন দূষকটি উপস্থিত নেই?
[a] PNA (পার-অক্সি অ্যাসিটাইল নাইট্রেট)
[b] ওজোন
[c] নাইট্রোজেন ডাইঅক্সাইড
[d] কার্বন ডাইঅক্সাইড
- নাগোয়া প্রোটোকল কোনটির সাথে সম্পর্কযুক্ত?
[a] জলবায়ুর পরিবর্তন
[b] ওজোন হ্রাস
[c] দুর্যোগজনিত বর্জ্য
[d] জীব বৈচিত্র্য
- কোন বিজ্ঞানী জনসংখ্যাকে একটি স্ব- নিয়ন্ত্রিত ব্যবস্থা রূপে ব্যাখ্যা দিয়েছেন?
[a] লামার্ক
[b] ডারউইন
[c] ম্যালথাস
[d] এডওয়ার্ড
- জন বিবর্তন মডেলের ধারনাটি দেন-
[a] বারকার
[b] থমসন
[c] গার্নিয়ার
[d] কার্ল মার্ক্স
- ‘তেহরি’ বাঁধ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?
[a] গুজরাট
[b] উত্তরাখণ্ড
[c] ছত্তিসগড়
[d] হিমাচল প্রদেশ
- টোডা উপজাতি দেখতে পাওয়া যায়-
[a] ঝাড়খণ্ডে
[b] ছত্তিসগড়ে
[c] উত্তরাখণ্ডে
[d] নীলগিরি পর্বতে
Bengali Current Affairs GK PDF Download 21-31 October 2018
Bengali Current Affairs GK PDF Download 11-20 October 2018
All Bengali Current Affairs GK PDF Download Link: Click Here
ভাল লাগলে পোস্টটি অবশ্যই শেয়ার করুন।